আমার বাংলা ব্লগ:-সুস্বাদু চিংড়ি মাছ ভুনা রেসিপি...

in আমার বাংলা ব্লগ3 years ago

খুবই অল্প উপকরণ দিয়ে সুস্বাদু চিংড়ি মাছ ভুনা রেসিপি

20210603_110043.jpg

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ ভুনা রেসিপি।

আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা থেকে আসে আমি কিভাবে চিংড়ি মাছ ভুনা করসি।

এখানে আমি 15 থেকে 16 টি চিংড়ি মাছ নিয়েছে। এবারে চিংড়ি মাছ গুলোকে আমি পরিষ্কার করে নেব।

20210603_091042.jpg

পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছ ভুনা করার জন্য 5 থেকে 6 টি কাঁচা মরিচ, দুইটি পেঁয়াজ, একটি রসুন এবং জিরা একসাথে বেটে নেব।

একসাথে সব গুলো বেটে নেওয়া হয়ে গেছে ‌। এবার চুলায় একটি কড়া বসিয়ে দেবো। কড়াইতে সামান্য তেল দিয়ে একসাথে বেটে নেওয়া মসলাগুলো ভালোভাবে ভেজে নেব।

20210603_091531.jpg

এরপর কড়াইতে চিংড়ি মাছ গুলো তুলে তুলে দিয়ে এর ভিতরে লবণ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।

20210603_101822.jpg

All photos taken my handphone
Device- samsung galaxy 1

কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। কিছুক্ষণ পর ঢাকনা টা উঠিয়ে সামান্য নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো নামিয়ে নিব।

এভাবে করে খুব সহজে আমার চিংড়ি মাছ ভুনা তৈরি হয়ে গেছে ‌। আপনারা চাইলে বাড়িতে এভাবে খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে চিংড়ি মাছ ভুনা তৈরি করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

খোদা হাফেজ।

Sort:  
 3 years ago 

ভালো হয়েছে ভাই রেসিপিটা। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

ভাইরে এই গত কয়েকদিনে এতো পরিমাণ চিংরির রেসিপি দেখে নিজেকে তো আর ধরে রাখতে পারতেছিনা।খুব ভালো বানিয়েছেন।

 3 years ago 

ভাই অল্প উপকরন দিয়ে রান্নাটি আর শিখতে পারলাম না, কারন শেষের দৃশ্যগুলোতো শেয়ার করেননাই, যদিও চিংড়িগুলো দেখে লোভ লেগেছিলো, কি আর করার।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

😃😃😃😃😃

 3 years ago 

আমার খুব প্রিয় একটি রেসিপি। খুব সুন্দর রান্না করেছেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62040.10
ETH 2417.02
USDT 1.00
SBD 2.58