রেসিপি 🍲😋আলু দিয়ে মুরগির মাংসের হালকা ঝোল 😋

in আমার বাংলা ব্লগ3 years ago

১২চৈএ , ১৪২৮ বঙ্গাব্দ

২৬ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ
২৩ শাবান, ১৪৪৩ হিজরী
শনিবার
বসন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🍲

1648271301640.jpg

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছুটির দিনের আমার প্রস্তুতকৃত স্পেশাল রেসিপি😋 আলু দিয়ে বয়লার মুরগি রান্না রেসিপিটি। খুব সহজেই আমি প্রস্তুত করতে পেরেছি। কারণ পূর্বের অভিজ্ঞতা আছে। প্রত্যেকটা উপাদান সঠিক মাত্রায় ব্যবহার করেছি যার জন্য এটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপি প্রস্তুতের ধাপগুলো ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আমার প্রস্তুতকৃত রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণপরিমাণ
মুরগির মাংস১কেজি।
আলু৩টা
পিয়াজ৪টা।
মরিচ৫০গ্রাম।
রসুন২টা।
হলুদ,মরিচ,ধনিয়া গুড়া২চামচ করে।
তেল ⛽পরিমাণ মতো।
লবণস্বাদমতো।
জিরা,এলাস,দারচিনিপরিমাণ মতো।

🍲

1648266323315.jpg

IMG_20220326_064229.jpg

রেসিপিটি প্রস্তুত করার জন্য প্রথমে আমি প্রয়োজনীয় উপাদান গুলো একত্র করি। তার মধ্যে রয়েছে প্রধান উপাদান মাংস এবং আলু। পিয়াজ মরিচ রসুন আদা এলাচ এগুলা সুন্দর করে পাটায় বেটে ভ্যানিশ করে প্রস্তুত করে রাখি পূর্বেই। এতে করে রেসিপিটা খুব সহজে এবং অল্প সময়ে প্রস্তুত করতে পারব।

🍲

IMG_20220326_063837.jpg

প্রয়োজনীয় উপাদান সব প্রস্তুত করা হয়ে গেলে এরপরে আমি চুলায় আগুন জ্বালাই এবং তার উপরে কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দেই। তেল পরিমাণমতো গরম হলে তার মধ্যে পূর্বের ভেনিস করা মসলাগুলো দিয়ে নাড়তে থাকি। এবং কিছু সময় পরে পরিমান মত হলুদ মরিচ এবং ধনিয়ার গুড়া দিয়ে দিই।

🍲

IMG_20220326_063733.jpg

মসলাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে না হলে কালার এবং স্বাদ কোনটাই ঠিক মতো হবে না। আপনারা ফটোতে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি মসলাগুলো ভেজে লাল করে নিয়েছি। কারণ আমি চাই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হোক।

🍲

IMG_20220326_063625.jpg

মসলাগুলো পরিমাণমতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পূর্বে প্রস্তুত করে রাখা মাংস এবং আলুর টুকরাগুলো মসলার মধ্যে ছেড়ে দিয়ে নাড়তে থাকি। যাতে করে এগুলো ভালোমতো সিদ্ধ হয়ে যায় মসলার মধ্যে।

🍲

IMG_20220326_063532.jpg

এরকমভাবে মসলার মধ্যে দীর্ঘ 15 মিনিট ধরে অল্প অল্প করে পানি দিয়ে মাংস এবং আলু মশলার সাথে উল্টাতে থাকি। যখন মাংস এবং আলু হালকা সিদ্ধ হয়ে যায় তখন আউজা নো বাদ দেই।

🍲

IMG_20220326_063443.jpg

এই ধাপে এসে আমি মাংসের মধ্যে পরিমাণমতো পানি দিয়েছি এবং চুলার উপরে 8 থেকে 10 মিনিট রেখে দিয়েছি। যাতে করে মাংস এবং আলু ভাল করে সিদ্ধ হয় এবং মসলাগুলো তার সাথে লেগে যায়।

😋🍲

IMG_20220326_063345.jpg

শেষ ধাপ 10 থেকে 15 মিনিট পরে আমি চুলা অফ করে দিই। এবং রান্না শেষ করি। মাংস রান্না খেতে খুবই সুস্বাদু হয়েছিল। খুব সুন্দর সুগন্ধি বের হচ্ছিল। খুব মজা করে খেয়েছি। ছুটির দিন বলে কথা। একটু স্পেশাল রান্না করেই খেতে হয়। কারণ সপ্তাহে আর ৬ দিন তো সেরকম সময় হয়না ধীরেসুস্থে সুন্দর করে রেসিপি প্রস্তুত করার। যাহোক আশা করছি আমার প্রস্তুতকৃত রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

মুরগির মাংস থেকে আমি অনেক ভালবাসি আজকে মুরগির মাংসের রেসিপি দিয়ে ভাত খেয়েছিলাম খেতে বেশ সুস্বাদু রেসিপি টা। ঠিক তেমনিভাবে আপনার তৈরি করা এই রেসিপিটা মনে হচ্ছে বেশ মজাদার । আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি ভাইজান গরম ভাতের সাথে আমিও খুব মজা করে খেয়েছি মুরগির মাংস রান্না দিয়ে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য

 3 years ago 

খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। মুরগির মাংস আমার খুবই পছন্দের কিন্তু ঝাল একটু বেশি হতে হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইজান একটু বেশি দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে তাই আমিও ঝাল একটু বাড়িয়ে দিয়ে রান্না করেছে ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ব্রয়লার মুরগি অবশ্য ভুনা খেতে বেশি ভালো লাগে তবে মাঝেমধ্যে আলু দিয়ে খেতেও মন্দ লাগে না। খুব সুন্দর ছিল আপনার এসিপিটি ধাপে ধাপে সাজিয়ে তুলেছেন আপনার রেসিপির বর্ণনা। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

রেসিপিটি সম্পর্কে খুব সুন্দর একটি মন্তব্য আপনি আমাকে উপহার দিয়েছেন সত্যি আমি অনেক আনন্দিত ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইলো আপনার জন্য

 3 years ago (edited)

মুরগির মাংস রান্না হবে আর আলু হবেনা এটা তো কখনো চিন্তাই করা যায় না। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি দেখে মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে। এই মাংসগুলো আরো একটু ভুনা ভুনা করলে খেতে আরো বেশি ভালো লাগে। পরোটা দিয়ে কিংবা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এই মাংসের ভুনা তরকারি।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু মুরগির মাংস রান্না হবে আর তাতে আলো হবে না তাহলে তো খেতেই সুস্বাধু হবে না মুরগির মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে আলোটা খেতেই আমার খুবই ভালো লাগে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার তৈরি করা আলু দিয়ে মুরগির মাংসের হালকা ঝোল রেসিপিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। সুন্দরভাবে রেসিপিটি তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

রেসিপি দেখতে সুন্দর হয় না খেতে সুন্দর হয়, 😇
আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি সম্পর্কে সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য

 3 years ago 

মুরগির মাংস আমার কাছে খুবই প্রিয় আর এভাবে হালকা ঝোল করে রান্না করলে খেতে আরও বেশি মজার হয়। আপনার রান্না করার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে ভাইয়া, দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজার হয়েছে। আর আপনার উপস্থাপনাও আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া মুরগির মাংস হালাল কাজল করে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আমিও খুব মজা করেই খেয়েছিলাম ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আলু দিয়ে মুরগির মাংসের সুস্বাদু রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দিলেন। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া পরিবেশন করা আছে একটু খেয়ে নিয়েন ধন্যবাদ সুন্দর মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য ভাল থাকবেন সুস্থ থাকবেন

 3 years ago 

আপনার মুরগির মাংসের রেসিপি দেখে খাওয়ার খুব লোভ হচ্ছে। আপনি খুব সুন্দর করে মুরগির মাংস রেসিপি তৈরি করেছেন খুবই অসাধারণ হয়েছে রন্ধন পদ্ধতি বেশ সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

জি ভাইয়া এক দিন দাওয়াত নিয়ে সময় করে চলে আসুন আমার বাসায় সুন্দর রেসিপি প্রস্তুত করে আপনাকে খাওয়ানোর চেষ্টা করব ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

মুরগির মাংস আমার পছন্দের একটি খাবার। আমরা বাসায় প্রায়ই মুরগির মাংস রান্না করে খাই। আপনি অনেক সুন্দরভাবে মুরগির মাংস রান্না করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। আমার কাছে বেশ ভাল লেগেছে আপনার এই রেসিপিটি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মুরগির মাংস আমারও খুব প্রিয় তাইতো মাঝেমধ্যেই প্রস্তুত করে খেয়ে আপনাদের মাঝে শেয়ার করি ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য

আলু দিয়ে মুরগির মাংসের হালকা ঝোল রেসিপি শেয়ার করেছেন ভাই। সত্যি আমার কাছে আপনার এই রান্না অসাধারণ লেগেছে।
চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং সবগুলো ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

রেসিপিটি সম্পর্কে সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দিয়েছেন আপনার মন্তব্যটি পেয়ে সত্যি আমি অনেক আনন্দিত ও শুভেচ্ছা রইলো আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62068.40
ETH 2417.32
USDT 1.00
SBD 2.56