আমার ডাই পোস্টের সংগ্রহশালা:- ২০
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
![]() |
|---|
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমার ডাই পোস্টের সংগ্রহশালা:- ২০ আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
- রঙিন কাগজ দিয়ে পুতুল তৈরি। রঙিন কাগজ দিয়ে পুতুল তৈরি করে আমার ভাগ্নি কে দিয়েছিলাম। সে তো পুতুল পেয়ে ভীষণ খুশি হয়েছিলো।
- রঙিন কাগজ দিয়ে মৌমাছি। মৌমাছি আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে একটি মৌমাছি দেখতে গিয়ে অনেক গুলো কামড় খেয়েছিলাম। কামড় খাওয়ার পরে কি যে অবস্থা কি আর বলবো। আমি শেষ। কামড়ের যায়গা ফুলে ফুলে গিয়েছিলো।
- রঙিন কাগজ দিয়ে স্নোম্যান তৈরি। এর আগে আমি স্নোম্যান তৈরি করেছিলাম। এধরনের রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো, বিভিন্ন ভাবে তৈরি করতে ভীষণ ভালো লাগে।
- রঙিন কাগজ দিয়ে ঘড়ি তৈরি। ঘড়ি তৈরি করার সময় আমি ভীষণ আনন্দ উপভোগ করেছিলাম। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো চমৎকার ফুটে ওঠে। ঘড়ি তৈরি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
- রঙিন কাগজ দিয়ে কিশোর লাজুক খ্যাক তৈরি। কিশোর লাজুক খ্যাক আমাদের সবার প্রিয়। কিশোর লাজুক খ্যাক তৈরি করতে ভীষণ ভালো লাগে। আমি তো রঙিন কাগজ দিয়ে অনেক গুলো কিশোর লাজুক খ্যাক তৈরি করেছি। এধরনের কাজ গুলো করতে অনেক ভালো লাগে।
এই ছিলো আমার আজকের আয়োজন।আমার ডাই পোস্টের সংগ্রহশালা:- ২০ আশাকরি আপনাদের সবার ডাই প্রজেক্ট গুলো দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | পোস্টের সংগ্রহশালা। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | আমার ডাই পোস্টের সংগ্রহশালা:- ২০। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR













একসাথে অনেকগুলো ড্রাই পোস্টের সংগ্রহশালা দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে সুন্দর দেখা যায় । এই ধরনের ড্রাই পোস্ট তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনাকে ধন্যবাদ ড্রাই পোস্ট এর সংগ্রহশালা আমাদের সাথে শেয়ার করার জন্য।
https://twitter.com/HouqeLimon/status/1653244588830912512?t=u3MnVo2IeOYUP_8sdCTAAg&s=19
সব গুলো পোস্ট অনেক সুন্দর ছিল ভাইয়া।।২০ তম সংগ্রহ শালায় সব চেয়ে রঙিন কাগজ দিয়ে পুতুল তৈরি টা বেশি ভালো লেগেছে। তাছাড়া অন্য পোস্টগুলো যথেষ্ট সুন্দর ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
দারুন কিছু ডাই পোস্ট এর সংগ্রহশালা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এই পোস্টগুলোর মধ্যে আমার কাছে কিশোর লাজুক খ্যাক এবং রঙিন কাগজ দিয়ে মৌমাছি খুবই ভালো লেগেছে।
ওয়াও অসাধারন কিছু পোষ্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।সেগুলো হচ্ছেডাই পোস্টের সংগ্রহশালা আপনার প্রতিটি পোস্ট চমৎকার এবং অসাধারণ ছিল যেগুলো আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ এত সুন্দর
সংগ্রহশালা
পোস্ট শেয়ার করার জন্য।
এতগুলো ডাই পোস্ট একসাথে দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি আপনার ডাই পোস্টের সংগ্রহশালা-২০ আমাদের সবার মাঝে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। আপনার এই ডাই প্রজেক্টগুলোর থেকে যদিও প্রত্যেকটা ডাই প্রজেক্ট আমি দেখিনি তাই সবগুলো একসাথে দেখে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। বর্ণনা সহকারে আবার নতুন করে প্রত্যেকটা ডাই প্রজেক্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রতিনিয়তায় আপনি অনেক সুন্দর সুন্দর ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করেন আজকে আপনার পোষ্টের মাধ্যমে অনেকগুলা সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারছি।। বিশেষ করে মৌমাছি লাগুক শিয়াল এবং ঘড়ি অন্যতম।।
ভাইয়া আপনার প্রতিটা ডাই প্রজেক্ট অসাধারণ সুন্দর ছিল। আপনি সবসময় আমাদের সাথে খুব সুন্দর ও ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করেন। সবগুলো হয়তো দেখা হয়নি কিন্তু এখন সবগুলো একসাথে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল যাতে সামনে আরো ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করতে পারেন।
আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আপনার করা প্রত্যেকটা ডাই প্রজেক্ট অসম্ভব সুন্দর ছিল। আপনার করা ডাই প্রজেক্ট গুলোর সংগ্রহশালা পোস্ট আজকে আপনি আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনার রিভিউ পোস্টটি সম্পূর্ণ পড়ে এবং দেখে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। আবারো নতুন করে প্রত্যেকটা ডাই প্রজেক্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।