চললাম বাড়ি 🚃

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,

তিন মাস কেটে গিয়েছে বাড়ি যাওয়া হয়না। মাঝে একবার ভেবেছিলাম ফেব্রুয়ারি মাসে বাড়ি থেকে ঘুরে আসবো শীত পুরোপুরি ছেড়ে যাওয়ার আগেই। কিন্তু হঠাৎ কাজে রাজ্যের বাইরে চলে যেতে হলো, তারপর কলকাতা ফিরতে ফিরতেই লেগে গেল অনেক কটা দিন। কলকাতা ফিরে এসে ঠিক করে ফেলি, এই ফাঁকে বাড়ি ঘুরে আসবো। আর কদিন পর থেকে তীব্র গরমের দাবদাহ শুরু হবে ঘরেই নাড়াচড়া করতে কষ্ট হবে। বেশি চিন্তা ভাবনা না করে টিকিট কেটে রাখি তবে অন্যবার যেমন বাড়ি যাওয়ার এক দিন আগে টিকিট কাটি এবার সেটা করিনি। টিকিট কেটে রাখি তবে দুর্ভাগ্যবশত ট্রেনের টিকিট কনফার্ম হয়নি।

1000104699.jpg

এক এক করে দিন গুনছিলাম সেই সাথে মনে মনে চাইছিলাম টিকিটটা যেন নিশ্চিত হয়ে যায়। কিন্তু টিকিট কিছুতেই ওয়েটিং লিস্ট থেকে এগোলো না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখলাম শেষমেষ সম্পূর্ণ একটা টিকিট না পেলেও অর্ধেক সিট পেয়েছি। বাড়ি পৌঁছে টানা ঘুম দেবো, তাই নির্দ্বিধায় চলে গেলাম। শিয়ালদা স্টেশনে পৌঁছতে দেরি করিনি।

1000104700.jpg

1000104701.jpg

যখন আমি পৌঁছেছি ট্রেন ততক্ষণে দিয়ে দিয়েছে। গিয়ে দেখি আমার সাথে যে জন সিট ভাগ করছি সে সিট দখল করে ফেলেছে। আমিও বসে পড়লাম তার কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিলো। ধীরে ধীরে কলকাতা থেকে বেরিয়ে এলাম। অনেকটা সময়ে জানলা দিয়ে বাইরের শীতল হাওয়া চোখে মুখে অনুভব করছিলাম। হঠাৎ মনে পড়ল বেশিক্ষণ এভাবে হাওয়া গায়ে লাগালে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা হবে। ভয়ে জানলা গুলো আটোসাটো করে পা তুলে বসে পড়লাম। পা টানটান করে শোবার কোন উপায় নেই। একটাই সিট দুজনে বেশ কিছুক্ষণ পা গুটিয়ে কাটালাম। রাত বাড়লে, সহ্য হচ্ছিল না তখন কোনো রকম ভাবে দুজনেই একটা সিটে শুয়ে পড়লাম। সেভাবেই কাটছিল কিন্তু ঘুম আসছিল না।

1000104703.jpg

রেল লাইনের পাশে NH ৩৪

মুখ অল্প উঁচু করে বাইরের দিকে তাকিয়ে আছি। ঘড়িতে ১ টা বাজে তখন টিটি এসে আমাকে তিন নাম্বার সিটে চলে যেতে বললো, সেখানে নাকি শুয়ে পড়তে পারবো। টিটির কথাগুলো কানে এত সুমধুর লাগলো যে। ব্যাগ গুছিয়ে তিন নাম্বার সিটে পৌঁছলাম, ফাঁকা। সেই সাথে আমার পছন্দের আপার বার্থ। আহা।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

একা একা যাতায়াত করার সময় আপার বাড়তি সিট পড়াটা যে কতখানি সৌভাগ্যের তা যারা আপার বার্থ ব্যবহার করতে জানে তারাই বলতে পারবে। আপনার মত আমারও আপার বার্থ বেশ পছন্দ তবে অবশ্যই দুই টায়ারের। অনেকদিন পরে বাড়ি যাচ্ছেন বাড়ি যাওয়ার অনুভুতি আলাদাই হয় এবং অন্যরকম ভালো লাগা কাজ করে। আসলে আমরা যত বড় হয়ে যায় না কেন বাড়ি তো বাড়ি থাকে তাই না? খুব ভালো করে কয়েক দিন বাড়িতে কাটান।

 last month 

টিটির কথাগুলো কানে এত সুমধুর লাগলো যে। ব্যাগ গুছিয়ে তিন নাম্বার সিটে পৌঁছলাম, ফাঁকা। সেই সাথে আমার পছন্দের আপার বার্থ। আহা।

টিটি তো আপনার বেশ উপকার করেছে তখন হা হা হা। টিটির জন্য রাতের বেলা আরামে ঘুমাতে পেরেছেন। যাইহোক তীব্র গরম শুরু হওয়ার আগেই বাসা থেকে ঘুরে আসার প্ল্যানটা দারুণ ছিলো দাদা। আশা করি ঠিকমতো বাসায় পৌঁছাতে পেরেছেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

বাড়ি যাওয়ার এই অনূভুতি টা একেবারে অন‍্যরকম। এটা সবার মাঝে একটা আনন্দদায়ক অনূভুতির সৃষ্টি করে। চমৎকার লাগল আপনার পোস্ট টা দাদা। যদিও সম্পূর্ণ একটা সিট আপনি পাননি কিন্তু বাড়ি যাওয়ার একটা আলাদা নেশা আপনাকে নিয়ে গেছে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.031
BTC 84541.59
ETH 1589.67
USDT 1.00
SBD 0.89