স্কুটারের দূষণ পরিমাপক সার্টিফিকেট করিয়ে নিলাম
নমস্কার বন্ধুরা,
আজ স্কুটার খানি পুরোপুরি দাঁড় করিয়ে ফেলতে পারলাম। সার্ভিসিং এর পরে বাকি ছিল শুধুমাত্র পলিসি এবং গাড়ির দূষণ পরিমাপক সার্টিফিকেট। পলিসি টা করে নেওয়ার পর দূষণ পরিমাপক সার্টিফিকেটটা নেওয়া বাকি ছিল, যেটা আমাদের দেশে PUCC সার্টিফিকেট নামে পরিচিত। মূলত গাড়ির কোনরকম ইঞ্জিনের সমস্যা আছে কিংবা সমস্যা হচ্ছে কিনা সেটা জানার জন্য একটা পরীক্ষা মাত্র। তাছাড়া গাড়ির ভেতরে কোন ধরনের ফুটো হয়ে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে সেটাও এই পরিমাপক দিয়ে বোঝা যায়। গাড়ির নিষ্কাশিত ধোঁয়া বিভিন্ন রঙের হয়। যা গাড়ির ইঞ্জিনের সামগ্রিক স্বাস্থ্য এবং ভেতরে কি চলছে সেটার ইঙ্গিত দিতে সক্ষম। গাড়ির ধোঁয়া কালো, নীল, ধূসর বা সাদা হতে পারে। আর এই রঙ দিয়েই জানা যায় কোনো গুরুতর যান্ত্রিক সমস্যা রয়েছে কিনা। বছরে একটিবার মাত্র PUCC করিয়ে নিলেই যথেষ্ট।
PUCC সার্টিফিকেট করতে খুব বেশি একটা খরচা হয় না তবে এটি না থাকলে প্রায় এক হাজার টাকার কাছাকাছি ফাইন হয়। সার্টিফিকেট থাকলেপরিবেশ দূষণ থেকে কতটুকু বাঁচোয়া সম্ভব হয় সেটা এখনো পর্যন্ত বুঝতে পারিনি কিন্তু যেটা না থাকলেই নয় সেটা তো করা জরুরী। সকালবেলা উঠেই খোঁজ শুরু হলো, প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না কাছে পিঠে কোথায় রয়েছে ধোঁয়া পরীক্ষাকেন্দ্র। খুঁজতে খুঁজতে দেখি এক পেট্রোল পাম্পের যেখানে মাঝেমধ্যেই যাতায়াত করি সেইখানেই রয়েছে পরীক্ষা কেন্দ্রটি। গাড়িতে অল্প তেল ভরতে হতো সাথে PUCC সার্টিফিকেট টাও হয়ে যেতো। এক ঢিলে দুই পাখি।
ভেবেছিলাম অনেকটাই সময় লাগবে কিন্তু সময় লাগলো মাত্র পাঁচ মিনিট। তবুও আমার আগে একজন পরীক্ষা করছিল বলেই নইলে আরো কম সময়ে সম্ভবত কাজটি হয়ে যেত। স্কুটার দাঁড় করিয়ে পরীক্ষা কেন্দ্রের যিনি ছিলেন সরু একটি মেটালের নল এক্সহস্ট পাইপে ঢুকিয়ে দিলো, তারপর আমি গাড়িটা স্টার্ট করে কিছুটা থ্রটল করতেই আমার কাজ শেষ। প্রথম এমন অভিজ্ঞতা হল। এইবার আর স্কুটার চালানোর কোন বাধা থাকল না। মাত্র ৯৫ টাকার খরচা করে আমি PUCC সার্টিফিকেট পেয়ে গেলাম। আমার লাইসেন্স আগেই হয়ে গিয়েছিল স্কুটারটাও এখন দারুন অবস্থায়। শীতে কাছে পিঠে ঘুরে বেড়ানো ভালই হবে! কি বলেন আপনারা?
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
জি দাদা নিজে গাড়ি চালিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা।ইচ্ছামতো যেখানে খুশি যাওয়া যায়,যখন ইচ্ছা থামা যায়।মাত্র ৯৫ টাকা খরচ করে pcc সার্টিফিকেট পেয়ে গেলেন।ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা বেশ ভালই করেছেন। pucc না থাকলে যা ঝামেলা হয় তার বলার নয়। আমি নিজেও পুইয়েছি এমন। তখন মুম্বাইতে থাকি একবার মুম্বাই থেকে গোয়া যাব বেরিয়ে পড়েছি। প্রথম চৌমাথার মোড়ে পুলিশ এসে ধরল বলল pucc দেখান। pucc যে করানোই নেই দেদার ভুলে গেছি সবাই। অগত্যা গাঁট গচ্চা দিতে হল। একবার ভাবুন ট্যুরের শুরুতেই পকেট খসে ভরলো পুলিশ মামার হাত৷ 😂😂
বাহ্! একেবারে অল্প খরচেই তো পিইউসিসি পেয়ে গেলেন দাদা। সামনে যেহেতু শীতকাল আসছে,তখন তো নিশ্চিন্তে বিভিন্ন জায়গায় স্কুটার দিয়ে ঘুরাঘুরি করতে পারবেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।