পুজো পরিক্রমা ২০২৪: ৬৬ পল্লী দুর্গাপুজো সমিতি
নমস্কার বন্ধুরা,
দক্ষিণ কলকাতার আরেক সুপরিচিত পুজো সমিতি হলো, ৬৬ পল্লী দুর্গাপুজো। বাদামতলা আষাঢ় সংঘ ও ৬৬ পল্লী দুর্গাপুজোটা ঠিক পাশাপাশি। বাদামতলা আষাঢ় সংঘের মন্ডপ থেকে বেরোলেই ৬৬ পল্লীর পুজো মন্ডপ। সেজন্য বাদামতলা আষাঢ় সংঘ থেকে বেরিয়ে ঢুকে পড়লাম ৬৬ পল্লীর দুর্গাপুজোতে। ২০২৪ সালে ৭৪ তম বর্ষপূর্তিতে এবারে ৬৬ পল্লীর থিম 'স্বাদ-কহন'। যা বাঙালির হেঁশেলের মশলার ইতিহাস ও সংস্কৃতিকে প্রতিফলিত করার পাশাপশি পৃথিবী জুড়ে ভারতীয় মসলার প্রচার এবং প্রভাব সেটা ফুটিয়ে তোলা হয়েছে।
দারচিনি, লবঙ্গ, তেজপাতা, হলুদ, শুকনো লঙ্কা ও নানান মশলা ব্যবহার করে মণ্ডপ বানানো হয়েছে। মণ্ডপে ঢোকার মুখেই বিশালাকার হামানদিস্তা, যেখানে পাশের এক বড় পাত্র থেকে মশলা সেই হামানদিস্তায় জমা হচ্ছে। যেমনটা আমরা বাড়িতে মশলা গুড়ো করার আগে করি। মণ্ডপে শিল-নোড়ার মতো চিরাচরিত জিনিস পাশাপশি গ্রাইন্ডার মেশিনের জায়গা পেয়েছে। যা মশলা প্রস্তুতির প্রাচীন ও আধুনিক পদ্ধতির প্রতিফলন। মূলত থিমের মাধ্যমে ৬৬ পল্লী দুর্গাপুজো কমিটি বাঙালির রান্নাঘর ও মশলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে। সেই সাথে ভারতের সাথে পৃথিবীর মসলার যোগাযোগ। ভারত সবসময়ই পৃথিবীর মসলার ভান্ডার হিসেবেই সুপরিচিত সেই দিকটা কেউ তুলে ধরা হয়েছে।
মণ্ডপে প্রবেশ করলে বাড়িতে ব্যবহৃত মশলার সুগন্ধ অনুভব করতে পারলাম। পুরো থিমটাই আমার কাছে একদম ভিন্ন মাপের মনে হয়েছে। ৬৬ পল্লি দুর্গাপুজো কমিটির অভিনব থিম ও মণ্ডপসজ্জা বাঙালির রন্ধন সংস্কৃতি ও মশলার ঐতিহ্যকে যেমন সুন্দরভাবে প্রতিফলিত করতে পেরেছে তেমনিই ভারতের মসলার ব্যাপী ও ব্যবসার ঝলক তুলে ধরতে সক্ষম হয়েছে। মশলার সুগন্ধি উপভোগ করতে করতেই মায়ের কাছাকাছি চলে গেলাম। মণ্ডপের চালা বানানো হয়েছে তেজপাতায়, জিরে, ধনে, পোস্ত, কালোজিরে, সরষে দিয়ে। যা আমাদের দৈনন্দিন রান্নাঘরে ব্যবহৃত মশলার চিত্র। পুজোর ভাবনা সেই বিষটাকে আবর্ত করে যে, মশলা শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
মন্ডপের সাথে মানান সই করার জন্য ভাবনাভিত্তিক মায়ের বিগ্রহ মণ্ডপের সৌন্দর্যকে আরো কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
বাঙালির রন্ধন সংস্কৃতি এবং মসলা দিয়ে যেভাবে এরা প্যান্ডেল ডিজাইন করেছে তা সত্যিই প্রশংসা করবার যোগ্য। দক্ষিণ কলকাতায় ৬৬ পল্লী পূজা মন্ডপটিও দারুন সুন্দর একটি পূজা। আর আপনি সম্পূর্ণ প্যান্ডেল এবং প্রতিমার ছবি দিয়ে যেমন ভাবে পোস্ট করেছেন তাতে সম্পূর্ণ পূজা পরিক্রমা হয়ে গেল।
বাহ্ দারুণ তো,একেবারে মসলার ছড়াছড়ি। ৬৬ পল্লী দূর্গা পূজা সমিতির আয়োজন দেখে মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। প্রতিটি ফটোগ্রাফি দারুণভাবে ক্যাপচার করেছেন। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।