চার মিলিয়নের গন্ডির মুখে, $PUSS
নমস্কার বন্ধুরা,
প্রায় সপ্তাহ দুয়েক আগে আমাদের সকলের প্রিয় $PUSS দুই মিলিয়নের গন্ডি পার করে, তিন মিলিয়নের গন্ডি পেরোনোর পথে অগ্রসর ছিলো। আজ দু সপ্তাহ পরে $PUSS তিন মিলিয়নের গন্ডি পার করে, চার মিলিয়নের গন্ডি পেরোনোর দিকে এগিয়ে গেছে। $PUSS কয়েনের যাত্রার পর দুই মিলিয়নের গন্ডি পেরোতে সময় লেগেছিল মাত্র দশ দিন। তারপর তিন মিলিয়ন এর গন্ডি পেরিয়ে যেতে সময় লাগলো ১৬ দিন। যেটা সত্যিই নিজের মধ্যে একটা অনন্য কৃতিত্ব। মূলত $PUSS তৈরী হওয়ার পর থেকে, আমাদের সবার মধ্যে যে উত্তেজনা কাজ করছিলো তা এখন আরো বেড়ে গিয়েছে। উত্তেজনা কে সঙ্গে নিয়েই আমরা প্রত্যেকে অনবরত চেষ্টা করছি কিভাবে $PUSS কয়েনটিকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। আজ $PUSS যেটুকু উচ্চতায় এসেছে তার সবচাইতে বড়ো কৃতিত্ব এবং অবদান আমাদের RME দাদার।
আপানারা শুরু থেকেই সবাই সাক্ষী থেকেছেন, কিভাবে স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম কয়েনটি খুব অল্প সময়ের মধ্যে ভালো উচ্চতায় পৌঁছে গেছে। দাম বাড়ার সাথে সাথে কয়েনের ভবিষ্যত সঠিক পথে চালনা করার কাজ চলছে জোর কদমে। সম্প্রতি $PUSS কয়েনের Whitepaper সর্ব সম্মুখে বেরিয়ে গিয়েছে তারপর দাদা পুরো puss.meme ওয়েবসাইট একা হাতে বানিয়ে ফেলেছেন। বাকি কিছু কাজ ধীরে ধীরে চলছে। এতো কিছু একসাথে হয়ে চলেছে তাই আমরা বারবার আমার বাংলা ব্লগের সকলকে অনুরোধ করছি যে কিছুটা হলেও $PUSS কিনে রাখুন।
Tron Blockchain এর উপর তৈরী হওয়া $PUSS মাত্র দু দিনের মধ্যে Sun Swap এ লিস্টেড হয়ে যায়, তারপর মার্কেট ক্যাপ ১ মিলিয়ন, দশ দিনে মাথায় ২ মিলিয়ন, ১৬ দিনের মাথায় ৩ মিলিয়ন পেরিয়ে আজ ২৬ তম দিনে ৪ মিলিয়নের একদম দোরগোড়ায় অবস্থান করছে। সব কিছুর পেছনে আছে দাদার দূরদৃষ্টিতা এবং অক্লান্ত পরিশ্রম। শুরু থেকে যারা $PUSS কিনে রেখেছেন তারা জানেন এর কোনো মালিকানা নেই, সম্পূর্ণ রূপে ডিসেন্ট্রালাইজড। যদিও $PUSS মজার জন্য তৈরী, তবে এর পেছনে যে ভাবনা কাজ করছে তা একসময় তথাকথিত ব্লগিংকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। বর্তমানে সেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়ায় সেন্সরশিপের চূড়ান্ত বাড়াবাড়ি। এখন বাঁচার উপায় একটাই তা হলো, Web3 বা ডিসেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া, সেখানে $PUSS হয়ে উঠবে পরিত্রাতা।
পরিশেষে যারা $PUSS কিনেছেন কিংবা $PUSS আগামী সময়ে কিনবেন বলে ঠিক করেছেন সবার কাছেই আমার অনুরোধ, HODL করুন। কারণ ধীরে ধীরে একসময় মার্কেট ৫ মিলিয়ন, তারপর ১০ মিলিয়ন পেরিয়ে যাবে, তখন অল্প $PUSS কেনাও খরচা সাপেক্ষ হবে। $PUSS আমাদের নিজেদের কয়েন। সেজন্য $PUSS কয়েন আমাদের প্রত্যেকের কাছে থাকাটা যেমন জরুরি, তেমনি $PUSS HODL রাখা আমাদের সবার কর্তব্য।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao #TronMemeSeason $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.
পুস কয়েন লঞ্চ হওয়ার এক মাসও হয়নি, এর মধ্যেই পুস কয়েন এর মার্কেট ক্যাপ ৪ মিলিয়ন মার্কিন ডলারের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে। আমার মনে হয় ১০ মিলিয়ন হতে তত বেশি সময় লাগবে না। আসলে এখন যদি আমাদের কমিউনিটির ইউজাররা পুস কয়েন না কিনে,তাহলে ভবিষ্যতে আর কিনতে পারবে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।