বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা 💕

in আমার বাংলা ব্লগ3 months ago

1000063325.png

Made with Canva & Snapseed

নমস্কার বন্ধুরা,

বিবাহ বার্ষিকী সেই বিশেষ দিন, যেদিন দুজন অচেনা মানুষ সারাজীবন একসাথে পাশাপাশি হাতে হাত রেখে পথা চলার অঙ্গীকার করে। সেই বিশেষ দিন, যেদিন দুজন মানুষের ভালোবাসা ও বন্ধনের নতুন যাত্রা শুরু হয়। বিয়ে মধ্যে দিয়ে দুজন মানুষ যেমন তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করে, তেমনি সেই থেকে ধীরে ধীরে গড়ে ওঠে এক সুন্দর গোছালো সংসার। বিয়ের মাধ্যমে দুটি পরিবার এক হয়ে যায়, সেখান থেকেই এক সুন্দর জীবন গড়ে ওঠে। তাই বিবাহ বার্ষিকী শুধুমাত্র একটি তারিখ নয়। এটি সেই বিশেষ দিন, যেদিন দুটো মানুষ একে অপরকে একসাথে চলার, জীবনকে সুখী, সমৃদ্ধ এবং সুন্দর করার প্রতিশ্রুতি দিয়েছিল।

এই বিশেষ দিনটি বছরে ফিরে এসে জীবনের আবর্তে ব্যস্ত হয়ে থাকা দুজন মানুষকে মনে করিয়ে দেয় যে এই দিনে তারা পথ চলার প্রতিশ্রুতি দিয়েছিল। আর মনে করিয়ে দেয় যে এক সাথে চলা কতটা গুরুত্বপূর্ণ এবং কতখানি জরুরি। একজন মানুষ অপরজনের সুখে ও দুঃখে, জীবনের সমস্ত চড়াই ও উতরাইয়ে পাশে থাকার যে অঙ্গীকার করেছিল, এই দিনে সেটা আরো দৃঢ় করে নেয়। দুজনের ভালবাসার সম্পর্কের গভীরতা বাড়িয়ে নেয়। বিগত সময়ে একসাথে কাটানো প্রতিটি ভালো ও মন্দ মুহূর্তের প্রতিফলন করে ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করে নেয়।

দুজন মানুষ একে অপরের আদর্শ পরিপূরক হয়ে উঠতে পারার কোনো প্রকৃষ্ট উদাহরণ যদি থাকে সেটা আমাদের দাদা এবং বৌদি। রাতের পর রাত দাদা জেগে কাজ করে আর বৌদি সেই সময়ে দাদাকে সব ধরনের সাপোর্ট দেয়। অপর দিকে যখন বৌদির সাপোর্টের প্রয়োজন হয় দাদাও সেখানে কোন রকম কৃপণতা রাখেনা। আসলে একটা সংসার কিংবা একটা শান্তির নীড় এভাবেই তৈরি করা সম্ভব। একজন স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা সুন্দর গড়ে তোলা সম্ভব সেটা দাদা ও বৌদিকে দেখলে বোঝা যায়। সত্যি কথা বলতে একটা পরিবার তখনই সম্পূর্ণ হয়ে উঠতে পারে যখন দুজন মানুষের মধ্যে এতটা ভালোবাসা থাকে। বৌদি আত্মত্যাগ, স্নেহ দিয়ে দাদাকে আগলে রাখে, তেমনি ভালোবাসা, সহানুভূতি দিয়ে সংসার দৃঢ় ও অটুট রাখে দাদা।

তাই, আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে জানাই @rme দাদা এবং @tanuja বৌদিকে আন্তরিক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা একে অপরের জীবনে যেমন আনন্দ ও ভালোবাসার আলোকবর্তিকা হয়ে আছো, তেমনি ভবিষ্যতেও থাকো। তোমাদের জীবনে সুখ ও শান্তি সর্বদা থাকুক। ভালোবাসা এবং বন্ধনের তোমাদের এই দিনটিতে জীবন বয়ে আনুক আগামীর অজস্র সুখ, সাফল্য ও আনন্দ। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা!


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

দাদা বৌদির বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আপনি খুবই সুন্দর একটি পোস্ট করেছেন আসলে দাদাবৌদির যেন এই দিনটি বারবার ফিরে আসে এবং সুস্থ রাখে এটাই দোয়া করি।

 3 months ago 

দাদা বৌদির বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন অনেক বেশি সুন্দর হয় এবং আনন্দের হয় এই প্রার্থনা করি সব সময়। দাদা আপনার এই পোস্ট দেখে খুবই ভালো লাগলো।

 3 months ago 

দাদা এবং বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। দাদা এবং বৌদির ভালোবাসার বন্ধন সারাজীবন অটুট থাকুক এবং প্রতিটি মুহূর্ত আরও সুন্দর হোক,সেই কামনা করছি। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

দাদা ও বৌদির বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দাদাও বৌদির প্রতিটি দিন ভালো যাক সুখে ও শান্তিতে কাটুক তাদের জীবন প্রতিটি মুহূর্ত আরো সুন্দর হোক এই কামনাই করি। অনেক ধন্যবাদ দাদা দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96919.66
ETH 2712.79
SBD 0.62