"হারানোর বেদনা" (Poem of my writing"The pain of loss")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৯শে অগ্রহায়ণ | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | হেমন্ত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ ব্যস্ততার মাঝে দিন কাটলেও কিছুটা স্মরণীয় মুহূর্ত ছিল যেটা আমার বাংলা ব্লগ পরিবারকে কেন্দ্র করে। আমরা সবাই কমিউনিটিতে অনেকটা পরিবারের মত মিলেমিশে কাজ করি। আজকে কমিউনিটির কয়েকজন ইউজারের সাথে আজকে দেখা হয়েছ। তাদের সাথে অনেকটা সময় পার করেছি অনেক কথা বলেছি তাই আজকের দিনটা ব্যস্ততার মাঝে পার করলেও দিনটা আমার কাছে স্মরণীয়। তারা ফেনী থেকে এসেছে আমাদের এলাকায় ঘুরতে মূলত আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঘুরতে এসেছিল। তাদের সাথে অনেকটা সময় দিতে পেরে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। যাই হোক যেহেতু প্রতি সপ্তাহেই একটি কবিতা লিখে শেয়ার করি তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ আজকে কবিতা নিয়ে হাজির হয়েছি। তবে ইদানিং যেদিন একটু বেশি ব্যস্ত থাকি সেদিন কাজটা দ্রুত শেষ করার জন্য কবিতা শেয়ার করা শুরু করেছি। অনেক সময় দেখা যাচ্ছে কাজের ব্যস্ততা একটু বেশি সে ক্ষেত্রে আমার পুরানো ডায়েরি থেকে কবিতা লিখে সেটা শেয়ার করার চেষ্টা করি। বলা চলে পুরনো ডায়েরি থেকে কবিতা লিখে শেয়ার করলে কাজের চাপ অর্ধেক হয়ে যায়। যাই হোক যারা এরকম পুরাতন ডায়েরি থেকে কবিতা নিয়ে ব্লগে শেয়ার করেন তারা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

যারা কবিতা লিখেন তারা অবশ্য জানেন নিজের মনের আবেগ ছাড়া কবিতা লেখা যায় না। আপনি যখন কল্পনার জগতে হারিয়ে যাবেন চোখ বন্ধ করে কবিতার ভাষাগুলো মন থেকে প্রকাশ করতে পারবেন তখন আপনি কবিতা লেখার প্রতি ভালোবাসা খুঁজে পাবেন। অনেকের কাছেই কথাটা অদ্ভুত লাগতে পারে যে কবিতা লেখার প্রতি আবার ভালোবাসা কিভাবে খুঁজে পাওয়া যায়?? মানুষ সাধারণত সেই কাজটি করতে চায় যে কাজের মাধ্যমে সে আনন্দ উপভোগ করতে পারে। হ্যাঁ অনেকেই আছে যারা নিজের মনের আবেগটা কারো কাছে প্রকাশ করতে পারেনা তারা অনেক ক্ষেত্রেই কবিতা লিখে নিজের আবেগটা প্রকাশ করার চেষ্টা করে। এক কথায় মনের আবেগ প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে কবিতা লেখা। যেহেতু একটা বয়সে মানুষ তার আবেগের ওপর ভিত্তি করে প্রতিটা পদক্ষেপ নেয়। আবেগের বসে অজানা অনেক মানুষকে আপন করে নিতে চায় তবে কারো ক্ষেত্রে সেটা সম্ভব হয় আবার কারো ক্ষেত্রে সেটা স্বপ্ন হয়ে থাকে। সহজ কথায় বলতে গেলে কেউ ভালবাসায় সফল হয় আবার কেউ ভালোবাসায় ব্যর্থ হয়। কাউকে যদি মন থেকে ভালোবাসা যায় সেক্ষেত্রে তাকে হারানোর পর জীবনটাকে অগোছালো মনে হতে পারে এটা স্বাভাবিক। তবে আপনি যদি কাউকে ভালোবেসে চিরদিনের জন্য কাছে পাওয়ার পরও প্রকৃতির নিয়ম মেনে নেওয়ার ক্ষেত্রে তাকে হারিয়ে ফেলেন সে ক্ষেত্রে আপনার আবেগটা অন্যরকম হবে। অর্থাৎ আপনার ভালবাসার মানুষটা যদি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় সে ক্ষেত্রে আপনি চাইলেও তাকে ঘৃণা করতে পারবেন না নতুন করে সহজে কাউকে মানতে পারবেন না শুধু নিজের কষ্টটা নিজের মাঝে বদ্ধ করে রাখবেন যেটা বাইরের কাউকে বোঝাতেও পারবেন না। অনেক ক্ষেত্রেই এমনটা হয় তাই এই টপিক নিয়ে আজকে কবিতা লিখেছি।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000101949.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"হারানোর বেদনা"

তীব্র ব্যথায় আঘাত করতে পারে,
একটা মানুষকে হারানোর বেদনা
ধীরে ধীরে মৃত্যুর স্বাদ পাইয়ে দেয় !
একটা মানুষকে হারানোর পর
তার অতীতের স্মৃতিতে মানুষ পাগল হয়ে যায়
তবুও দিনশেষে মানুষ বেঁচে থাকার চেষ্টা করে,
জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে চায়
সবার সামনে হাসিমুখে থাকে
স্বাভাবিক জীবনযাত্রার চেষ্টা করে
সবকিছুই নিয়ম অনুসারেই চলে
শুধু হৃদপিন্ডের পুরোটা জুড়ে শূন্যতা ছিড়ে যায়।
শূন্যতা কাটিয়ে নতুন আঙ্গিকে ছুটতে চায়
মানুষ তার আবেগের কাছে বারবার হার মানে
আবেগের কাছে বারবার ব্যর্থ হয় ,
মানুষ নিজেকে হারিয়ে খুঁজে
নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করে।
তার আবেগের কাছে সে হার মেনে যায়
জীবনটাকে ব্যর্থতার গ্লানিতে ঢেকে দেয়
যা কেউ কখনো দেখে না
কেউ কখনো বোঝেনা।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 8 days ago 

1000101954.jpg

1000101950.jpg

1000101951.jpg

1000101953.jpg

1000101952.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

আপনি অনেক সুন্দর করে আজকের কবিতাটা লিখেছেন। আপনার লেখা "হারানোর বেদনা" কবিতাটা পুরোপুরি পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিনা রকম একটা টপিক নিয়ে এটি লিখেছেন দেখে একটু বেশি ভালো লাগলো। জাস্ট চমৎকার হয়েছে পুরোটা।

 7 days ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।

 6 days ago 

না হারিয়েও দেখছি আপনার মধ্যে হারানোর বেদনা টা প্রখর। না হলে এমন কবিতা লিখতে পারতেন না হা হা।

হারানোর বেদনা মৃত্যু সমতুল‍্য ভাই। এই ব‍্যাথা সম্পর্কে জানা আছে। তবে কবিতা টা চমৎকার লিখেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 6 days ago 

সবার জীবনেই হারানোর গল্প থাকে কেউ প্রকাশ করে কেউ গোপন রাখে।

 6 days ago 

হ্যাঁ ভাই আবেগ ছাড়া কবিতা লেখা যায় না। আর কবিতা লিখতে হলে সুন্দর অনুভূতি লাগে। আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন।হারানোর বেদনা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23