"তোমাকে চাই" (Poem of my writing"I want you")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৮ই পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | শীত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


যতদিন যাচ্ছে শীতের প্রভাব ততই বাড়ছে। সকালের ঘন কুয়াশা জানিয়ে দেয় শীতের প্রকোপ দিনের পর দিন বাড়বে। গতকালকে বলা চলে সারাদিন কেমন রোদের দেখাই পাওয়া যায়নি সেই সাথে হালকা বাতাসের কারণে শীতের প্রভাব বেশ টের পাওয়া গিয়েছে। তুলনামূলক আজকে রোদ উঠেছে যার কারণে শীত অনেকটাই কম। যাই হোক শীতের প্রকোপ বাড়লেও মানুষের জ্ঞানের পরিধি যেন দিন দিন কমে যাচ্ছে। প্রতিনিয়ত প্রযুক্তির প্রসার বাড়ছে সেই সাথে সাথে মানবিকতা বিলীন হচ্ছে একটা সময় ছিল যখন বিপদগ্রস্ত হলে মানুষ নির্দ্বিধায় গিয়ে পাশে দাঁড়াও কিন্তু এখন নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে গিয়ে দাঁড়াতে চায় না শুধু চিন্তা করে যেখানে আমার স্বার্থ আছে আমি সেখানে গিয়ে হাজির হব। শুধু তাই নয় এখন মানুষের মনে শুধু নিজের স্বার্থ হাসিলের ধান্দা। আপনি যদি ভালোবাসার ব্যাপারটা চিন্তা করেন সে ক্ষেত্রে দেখবেন একজন সফল মানুষের কাছে একটা মেয়ে সহজে ধরা দিবে কিন্তু সেই তুলনায় সাধারণ একটা ছেলের কাছে কোন মেয়ে ধরা দিবে না। একটা ছেলে যদি একটা মেয়েকে মন থেকেও ভালবাসে সেক্ষেত্রে ছেলেটা যদি বেকার হয় সেক্ষেত্রে মেয়েটা তাকে ঠিক ছেড়ে চলে যাবে। বর্তমানে এরকম ঘটনা আমাদের সমাজে অনেক দেখতে পাবেন সাম্প্রতিক আমাদের এলাকার এমন একটি ঘটনা নিয়ে বেশ কথা চলছে এই জন্য বললাম। শুধু অর্থের প্রতি পাগল হয়ে কারো প্রতি অন্ধবিশ্বাস জাগিয়ে তোলা বোকামি ছাড়া কিছুই নয়। যে মন থেকে ভালবাসে সে যে কোন অবস্থায় আপনাকে ভালো রাখার চেষ্টা করবে।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আসলে প্রতি সপ্তাহেই যে কবিতা পোস্টগুলো শেয়ার করি সেখানে একটি বিষয় উল্লেখ করার চেষ্টা করি সেটা হলো অনুভূতি ছাড়া কবিতা লেখা সম্ভব নয় আপনার মনের যদি অনুভূতি জাগে সেই অনুভূতির ডাকে সাড়া দিয়ে আপনি লিখতে পারবেন। বিভিন্ন সময় মানুষের মনে বিভিন্ন রকম অনুভূতি জাগ্রত হয় আর তাই পরিপ্রেক্ষিতে আপনি সেই অনুভূতি কবিতার ভাষায় প্রকাশ করতে পারবেন। আমি বলছি না ভালোবাসাকে টপিক নিয়ে লিখতে হবে তবে হ্যাঁ আমার কাছে এই টপিক নিয়ে লিখতে ভালো লাগে। তোমাকে চাই, কোন নির্দিষ্ট মানুষকে কেন্দ্র করে বলছে না তবে হ্যাঁ প্রতিটা ছেলে বা মেয়ে এমন একজন মানুষকে পেতে চায় যাকে সুখ-দুখ প্রতিটা মুহূর্তে পাশে পাবে। প্রতিটা মানুষ তার জীবন সঙ্গী হিসেবে একজন আদর্শ মানুষ খুঁজতে চায় তবে সেটা খুব কম মানুষের ক্ষেত্রেই অর্জন করা সম্ভব হয়। শুরু থেকেই তো বললাম এখন মানুষ শুধু স্বার্থের পিছনে দৌড়ায় যার কারণে একজন প্রকৃত সুন্দর ভালো মনের মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। আসলে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি না তবে বাস্তব হল বেশিরভাগ মেয়েরাই লোভী হয় তারা নিজের স্বার্থটাকে বড় করে দেখে। একটা ছেলেকে ভালোবাসার বলয়ে আবদ্ধ করার পরেও যখন তার চেয়ে বেটার অপশন পেয়ে যায় তখন পুরনো স্মৃতিটা সহজেই মুছে ফেলতে পারে। হ্যাঁ অনেক ছেলেদের ক্ষেত্রেও এমনটা হয়। মূলত হাতের পাঁচটা আঙুল তো আর সমান হয় না। প্রতিটা মানুষের মন মানসিকতাও একরকম হয় না। যাই হোক একটা ছেলে বা মেয়ে যদি প্রকৃত অর্থে কাউকে পছন্দ করে সেক্ষেত্রে প্রতিটা মুহূর্তে তাকে আপন করে চাইবে সেরকম কিছু কথা কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


Made by @kazi-raihan_20241223_140613_0000.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"তোমাকে চাই"

সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় তোমাকে চাই,
দুপুরে তীব্র রোদেও তোমাক চাই ,
বিকেলের গোধূলি লগ্নে তোমাক চাই ,
সন্ধ্যার স্বল্প আলোয় তোমাকে দেখতে চাই ,
সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারার খোঁজে তোমাকে চাই,
রাতের আকাশে চাঁদের আলোয় তোমাকে চাই।
অপ্রাপ্তির শূন্যস্থান পূরণ করার জন্য তোমাকে চাই,
ছোট ছোট ভুলগুলো শুধরে দেওয়ার জন্য তোমাকে চাই,
জীবনের পূর্ণতায় আমি শুধু তোমাকে চাই।
তোমাকে চাই শীতের সকালে হালকা পরশে,
তোমাকে চাই শরৎতের কাশফুলের মাঝে,
তোমাকে চাই আষাঢ়ের বৃষ্টির কালো মেঘের মাঝে,
তোমাকে চাই বসন্তের নানান ফুলের মাঝে।
আষাঢ়ের বৃষ্টির সাথে ভালোবাসা ঝরে পড়ুক
তোমার আমার হৃদয় মাঝে।
তবে কি তোমার দেখা পাবো না??
মনের অপূর্ন ইচ্ছা পূরণ হবে না?
প্রিয়, সবকিছুর বিনিময়ে হলেও
আমি তোমাকে আপন করে পেতে চাই।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 3 days ago 

1000103446.jpg

1000103445.jpg

1000103444.jpg

1000103443.jpg

1000103442.jpg

1000103441.jpg

1000103432.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

হ্যাঁ ভাই দিন দিন ঠান্ডার আবির্ভাব বেড়ে চলেছে। আর তার মধ্য থেকে আপনি অনেক সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। কবিতার মধ্যে এক নিষ্ঠা ভালোবাসার প্রকাশ ঘটেছে। দারুন লিখেছেন আপনি।

 3 days ago 

অসাধারণ সুন্দর একটি কবিতা লিখলেন আপনি। তোমাকে চাই কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। এমন সুন্দর রোমান্টিক কবিতা গুলো খুবই সুন্দর হয় পড়তে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতাটি লিখে শেয়ার করার জন্য।

 2 days ago 

আমাদের এদিকে রোদ আছে ভাইয়া। শীত খুব একটা নেই। রাতে শীত বোঝা যায়। ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন কবিতা লিখেছেন। কবিতা হলো আবেগের বহিঃপ্রকাশ।

 2 days ago 

বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার জন্য।

 2 days ago 

সুন্দর একটি কবিতা লিখেছেন। তোমাকে চাই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাই হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না কথাটি ঠিক বলেছেন। আসলে ভালোবাসা এমন সবাই চাই প্রিয় মানুষকে পেতে। সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 days ago 

বেশ একটি রোমান্টিক কবিতা লিখেছেন ভাই! ভালোবাসলে সকলেই চায় তাদের ভালোবাসার মানুষ টিকেই যেনো সারা বছর সকল ঋতুতে, সকল পরিস্থিতে পাশে পায়। মনের সেই চাওয়া পূর্ণতা পাক।

 2 days ago 

খুবই সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন আপনি এই কবিতাটা। আমার কাছে আপনার লেখা কবিতা পড়তে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুবই সুন্দর হয়েছে। আসলে এরকম একজন মানুষ থাকে, যাকে পাওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকে। প্রিয় মানুষটার জন্য অনেক আবেগ অনুভূতি থাকে মনের মধ্যে। খুব সুন্দর ছিল আপনার লেখা আজকের কবিতা।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 98320.57
ETH 3439.18
USDT 1.00
SBD 3.12