সকাল বেলা মাছের আড়তে। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ২৫শে শ্রাবণ | ১৪৩২ বঙ্গাব্দ | শনিবার | বর্ষা-কাল|
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
এখন বর্ষার সময় নদীতে পানি এসেছে তাই নদীতে আসার সঙ্গে সঙ্গে নতুন পানির সঙ্গে নদীর অনেক রকমের মাছ জেলেদের জালে ধরা পড়ে। যারা নদী কেন্দ্রিক মানুষ তারা সচরাচর এই মাছগুলো সব সময় কম বেশি খেতে পারে তুলনামূলক শহরের চেয়ে গ্রামে এই মাছগুলো অল্প দামে পাওয়া যায়। তবে হ্যাঁ এখন অনেক মাছ চাষ হচ্ছে এবং সেটা নদীর মাছ বলে চালিয়ে দেওয়া হচ্ছে মূলত শহরে এ ধরনের কার্যক্রম চলতে থাকে তবে গ্রাম অঞ্চলে এই কার্যক্রম নেই বললেই চলে।
আমরা তিন বন্ধু প্রতিদিন সকালবেলায় হাঁটতে বের হই মূলত ফজরের নামাজ শেষ হলেই আমরা বেরিয়ে পড়ি। সকালবেলা হাঁটতে বের হলে আলাদা একটা আবহাওয়া উপভোগ করা যায় ঠান্ডা আবহাওয়ায় হাঁটতে বেশ ভালোই লাগে তাছাড়া কয়েকদিন ধরে সকালবেলায় আকাশটা একটু মেঘলা থাকে তাই যেন সূর্যের দেখা পেতে একটু দেরি হয় তবে সে ক্ষেত্রে আলাদা একটা মজা পাওয়া যায় কেননা সকালের আবহাওয়াটা একটু বেশি সময় ধরে উপভোগ করা যায়। সকালবেলা আমরা হাঁটতে বের হলে আমাদের গন্তব্য থাকে নদী কেন্দ্রিক এলাকা পর্যন্ত।
আমরা প্রতিদিন সকাল বেলা বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে নদী কেন্দ্রিক এলাকায় গিয়ে মাছের আড়তে নদীর মাছগুলো দেখার চেষ্টা করি। নদী থেকে আটঘর জেলেরা প্রচুর মাছ ধরে আর সেগুলো সকালবেলায় আড়তে এনে বিক্রি করে। মূলত সেখানে মাছের দরদাম ডাক অনুসারে তোলা হয়। অনেকজন বেপারি সেখানে থাকে আর যে ব্যাপারে সেই মাছের দাম সবচেয়ে বেশি দিতে রাজি হবে তাকে মাছগুলো বুঝিয়ে দেওয়া হবে।
উপরের ছবিতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেটা ঝুড়িতে করে নিলামে তোলা হয়েছে যেটা তারা ডাক বলে উল্লেখ করে থাকে। বিভিন্ন দামে সেখানে বিক্রি হয় মূলত বিক্রি হওয়ার পরবর্তীতে আমরা সেই মাছগুলোর ছবি তুলেছিলাম। তবে উপরের মাছের ঝুড়ি গুলোতে যে সাদা মাছগুলো দেখতে পাচ্ছেন সেটা পুরোপুরি তৈলাক্ত মাছ এই মাছের স্বাদ অন্যান্য মাছের তুলনায় অনেক গুণ বেশি যারা নদী কেন্দ্রিক মানুষ এই মাসের টাটকা স্বাদ নিয়েছেন তারা অবশ্য বুঝতে পারবেন।
যখন সেখানের মাছ কেনাবেচা শেষ হয়ে যায় তখন যারা ব্যাপারি থাকে তারা আবার খুচরা মাছ বিক্রি শুরু করে। কেজিতে একটু দাম বাড়িয়ে দিয়ে তারা খুচরা বিক্রি করে আর সাধারণ মানুষজন তাদের থেকে মাছ ক্রয় করে। সকালবেলা মানুষজন দোকান কেন্দ্রিক চলে আসার আগেই তারা মাছের দোকান সাজাতে ব্যস্ত আর সেই মুহূর্তে বন্ধু রিপন মাছের দোকানদার সেজে বসে পড়ল। প্রথম অবস্থায় দোকানদার সেজে বসে পড়ার পর বন্ধু জসিম আবার তার কাছ থেকে মাছ কেনার অভিনয় করছিল বেশ ভালোই লাগছিল।
যখন জসিম রিপনের কাছ থেকে মাছ কেনার অভিনয় করছিল তখন আমি আবার ছবিও তুলেছিলাম সেই ছবি উপরে শেয়ার ও করেছি। যাই হোক সকাল বেলায় হাঁটতে বের হয়ে বেশ ভালোই মজা হয় ঘোরাফেরা শেষ করে আবার আমরা যখন বাড়ি ফিরছিলাম দেখলাম নদী থেকে আবার নতুন মাছ এসেছে ।যাই হোক সব শেষে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।
⬇️📥 | ⬇️📥 |
---|---|
ডিভাইস | Samsung galaxy A52 |
ফটোগ্রাফার | @kazi-raihan |
লোকেশন | |
সময় | সেপ্টেম্বর,২০২৪ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
Upvoted! Thank you for supporting witness @jswit.
Brother, I am a Bengali, I enjoyed reading your post. The fun of eating new fish from new water is different. Such fish are not available except during the rainy season. The taste of river fish is different. River fish is very delicious and nutritious to eat. Okay brother, stay well and healthy. I always wish you good health. Okay, stay well, thank you. For sharing such a beautiful post with us.
Daily Tasks.
Link 🔗
https://x.com/KaziRai39057271/status/1954213139425403048?t=2ymnhT158YvKuf88gT_fng&s=19
https://x.com/KaziRai39057271/status/1954213669518320097?t=j7Bu5Inc-SpXurPw5_ujCw&s=19
https://x.com/KaziRai39057271/status/1954214234729927035?t=FS81kyfkXz30NoQZ-xI4lg&s=19
https://x.com/KaziRai39057271/status/1954214518839820495?t=vSvakgJlELQUrMLr0a9enA&s=19
সকাল বেলা মাছের আড়তে গেলে টাটকা মাছ কিনতে পাওয়া যায়। আর সেই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। মাছের আড়তে গেলে সব সময় ভালো ভালো মাছ পাওয়া যায়।