"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৮ || শীতকালীন ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

Black Yellow Minimalist Professional Photographer Poster_20231120_112359_0000.png

Canva দিয়ে তৈরি

প্রতি বছরের শীতের সময়ে শীতকালের ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই ধারাবাহিকতায় এই বছরেও শীতকালীন ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটা আমাদের কমিউনিটির ৪৮ তম প্রতিযোগিতা। বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্ট নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় সেটা হোক রেসিপি,ডাই অথবা নিজের যেকোনো দক্ষতাকে কেন্দ্র করে প্রতিযোগিতার আয়োজন করা হয় আর এই প্রতিযোগিতায় সবাই তাদের দক্ষতা শেয়ার করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ আর এই ছয় ঋতুর মধ্যে আমার কাছে শীতকাল টাই বেশি ভালো লাগে শীতের আবহাওয়া টা কেন জানি বেশি পছন্দ। শীতকালের বিশেষ করে পিঠা খাওয়ার বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। গ্রামাঞ্চলে প্রতিটা কৃষকের ঘরে নবান্ন উৎসব শুরু হয় আর এই নবান্ন উৎসব কেন্দ্র করে প্রতিটা বাড়িতেই যেন পিঠাপুলির ধুম পড়ে যায়। যাই হোক গতদিনে যখন এই প্রতিযোগিতার অ্যারাউন্সমেন্ট দেওয়া হয়েছিল তখন থেকেই সিলেক্ট করে রেখেছিলাম আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব কেননা মাঝের কয়েকটি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পারিনি আর এই শীতকালীন ফটোগ্রাফির সুযোগটা একেবারেই হাতছাড়া করতে চাচ্ছিলাম না। এ সপ্তাহের প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে শীতকালীন বিভিন্ন দৃশ্য ফোন ক্যামেরায় আবদ্ধ করার চেষ্টা করতাম। তবে এখনো পুরোপুরি শীত শুরু হয়নি যদি আরো কিছুদিন পরে এই প্রতিযোগিতার আয়োজন করা হতো তাহলে শীতকালীন আরও কিছু সুন্দর সুদের ফটোগ্রাফি শেয়ার করতে পারতাম তবে এই বছরে আলাদা কিছু শীতকালের ফটোগ্রাফি পুরাতন অ্যালবামে রেখে দেবো যেগুলো আবার পরবর্তী বছরের শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় যেন শেয়ার করতে পারি। বলতে গেলে স্পেশাল শীতকালীন ফটোগ্রাফি গুলো পুরাতন অ্যালবামে রেখে দিব যাতে পরবর্তীতে প্রতিযোগিতায় ভালো অবস্থানে নিজেকে তুলে ধরতে পারি। যাইহোক অনেক কথাই তো হলো এখন তাহলে শীতকালীন ফটোগ্রাফি গুলো সরাসরি দেখা যাক।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20231120_065209-01.jpeg


সূর্য
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • আগেই বলেছি সকালবেলা ঘুম থেকে উঠে ই বেরিয়ে যেতাম শীতের সকালের কিছু সুন্দর দৃশ্য ফোন ক্যামেরায় ক্যাপচার করার জন্য। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন লক্ষ্য করলাম চারিদিকে হালকা কুয়াশা আছে যদিও আশা করেছিলাম একটু বেশি কুয়াশা থাকবে তাহলে সকালের শীতকালীন দৃশ্যগুলো ক্যাপচার করতে সুবিধা হবে যাই হোক। হাঁটতে হাঁটতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আর লক্ষ্য করলাম সকালবেলায় সূর্যটা চারিদিকের হালকা কুয়াশা যেন সরিয়ে দিচ্ছে। সূর্যের আলোর প্রভাবে কুয়াশা কেটে আবহাওয়া টা পরিষ্কার হয়ে যাচ্ছিল কেননা শীতের সকালে বেশিরভাগ সময় চারিদিকে কুয়াশার অন্ধকার থাকে। উপরের ছবিতে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন চারিদিকে হালকা কুয়াশার একটা আচ্ছাদন রয়ে গিয়েছে।।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20231119_064809-01.jpeg


কুয়াশা ভেজা ঘাস।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সকালের দিকে কমিউনিটিতে কিছু সময় কাজ করলাম আর কাজ শেষ করে যখন বাইরে গেলাম তখন দেখতে পেলাম হালকা সূর্য উঁকি দিচ্ছে অর্থাৎ সূর্য সবেমাত্র উদয় হচ্ছে। আমাদের বাড়ির পাশেই যে মাঠ আছে সেখানে ধান কাটা হয়েছে এখন তো গ্রামের প্রতিটা অঞ্চলে নবান্ন উৎসব চালু হয়ে গিয়েছে প্রতিটা কৃষক নতুন ধান ঘরে তুলছে। যাইহোক আমি হাঁটতে হাঁটতে মাঠের মধ্য গেলাম আর দেখলাম রাত ভর বেশ ভালোই কুয়াশা পড়েছে। ঘাসের উপরে শিশির ফোঁটা গুলো জমে রয়েছে যেটা দেখে সহজে বুঝতে পারলাম হ্যাঁ রাতে বেশ ভালো কুয়াশা পড়ে। শিশির ভেজা ঘাস আর সূর্য কে কেন্দ্র করে ফটোগ্রাফি করেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই মন্তব্য করে আমাকে জানাবেন।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20231120_063031-01.jpeg


কুয়াশা ফোঁটা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • আচ্ছা চিন্তা করুন একটি মাকড়সার জালের সাথে রাতভর যে কুয়াশা পড়েছে সেগুলো জড়িয়ে আছে। কি দেখতে দারুন লাগে না?? গত বছরে শীতের মৌসুমে আমি এ ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম তবে এ বছর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম মাকড়সার জালের দৃশ্য অনেক খুঁজেছি কিন্তু রাস্তার আশেপাশে কোথাও কোন মাকড়সার জালের দৃশ্য দেখতে পাইনি। গ্রামের রাস্তার আশেপাশে যে ছোট ছোট গাছ গুলো থাকে সেই গাছগুলোর সাথে মাকড়সা জাল বুনে রাখে আর রাতের কুয়াশা গুলো সেই মাকড়সার জালের সাথে জড়িয়ে থাকে যেটা দেখতে অসাধারণ সুন্দর লাগে। এই দৃশ্যটা আমি ক্যাপচার করার জন্য চার দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেছি দুঃখের বিষয় একটাও চোখের সামনে আসেনি। কি আর করার খুঁজতে খুঁজতে লক্ষ্য করলাম রাস্তার পাশে বাঁশ গাছের সাথে শিশির ফোটা গুলো জমে আছে দেখে কিন্তু মনে হচ্ছিল যেন এগুলো বৃষ্টির ফোঁটা।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20221209_073124-01.jpeg


কৃষকের কাজ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • উপরের যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটা আমার পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। শীতের সময় কৃষকেরা ভোরবেলায় মাঠে নেমে ধান কাটা শুরু করে দেয় কেননা শীতের সময় দিনের আলো অল্প সময়ই থাকে। দুজন লোক মাঠের ধান কাটছিল আর আমি তাদের ছবি তুলেছিলাম। যদি ছবিটা খুব কাছ থেকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তারা ধান কাটছে আর চারিপাশে কুয়াশার একটা আচ্ছাদন তখনও রয়ে গিয়েছে আর সূর্যের আলো এসে সেই কুয়াশার আচ্ছাদন টাকে সরিয়ে দিচ্ছে। শীতকালে সকাল সকাল ঘুম থেকে উঠলে প্রতিদিন কিন্তু এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য লক্ষ্য করা যায় তবে সকাল বেলা প্রচন্ড ঠান্ডা থাকে বলে অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে না আর এমন প্রাকৃতিক সৌন্দর্যগুলো মিস করে। তবে যারা শীতের ভয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠেনা তাদের জন্যই আমার এই ফটোগ্রাফিটা।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20231120_060431-01.jpeg


কুয়াশা ঘেরা সকাল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফটোগ্রাফিটা কালকে ক্যাপচার করেছিলাম। ভোর ছয়টার সময় বাসা থেকে শীতের কাপড় পড়ে বের হলাম যে আজকে আরো কিছু শীতকালীন ছবি কাপচার করব। বাইরে গিয়ে লক্ষ্য করলাম মাঠের মধ্যে যেন কুয়াশার প্রভাব টা একটু বেশি। কেননা মাঠের মধ্যেও পুরোটা জায়গা ফাঁকা থাকে সেখানে কুয়াশার প্রভাব একটু বেশি থাকবে এটা অস্বাভাবিক কিছু নয়। আমি সকালবেলায় মাঠে নেমে পরলাম, ঘাসের সাথে জড়িয়ে থাকা শিশির ফোটা গুলো পায়ে লাগছিল আর ঠান্ডা একটা অনুভূতি লাগছিল মনে হচ্ছিল আরো যেন বেশি শীত লাগছে মাঠে নেমে। যাই হোক কিছু পথ এগিয়ে আসার পরে নারিকেল গাছের আড়াল থেকে শীতকালীন এই কুয়াশা ভেজা সকাল বেলার মাঠের সৌন্দর্যটা ফোন ক্যামেরায় ক্যাপচার করলাম। ফটোগ্রাফিটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আসলে সকালবেলা হঠাৎ করে কি পরিমানে কুয়াশা পড়ছিল। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে আরো বেশি কুয়াশা পড়ে যাই হোক এই সকালের কুয়াশা ঘেরা ফটোগ্রাফিটা কেমন লেগেছে সেটা মন্তব্য করে আমাকে জানাবেন।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20231119_064919-01.jpeg


ধান ক্ষেত।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গ্রামের প্রতিটা অঞ্চলেই এই সময়ে শুধু ধান কাটার দৃশ্য টাই বেশি দেখা যায়। কৃষকেরা জমিতে ধান কেটে রেখে যায় আর সেগুলা দুই থেকে তিনদিন পরে তারা বাড়িতে নিয়ে যায় কেননা, ধান কেটে যখন মাঠে রেখে যায় তখন সূর্যের আলোয় সেই ধান এবং খর উভয় শুকিয়ে যায় যার কারণে কৃষকের পরিশ্রম অনেকটাই কম হয়। সকাল বেলা মাঠের মধ্যে শিশির ভেজা ঘাসের ছবি তুলতে গিয়ে লক্ষ্য করলাম কৃষকেরা এরকম ধান কেটে মাঠের মধ্যে রেখে গিয়েছে। তখন সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর সকালের কুয়াশা ভেজা আচ্ছাদনটা বেশ দারুন লাগছিল। সেই সাথে সোনালী ধানের ক্ষেত সবমিলিয়ে দারুন একটা পরিবেশ। সূর্যের নিচে দিয়ে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কুয়াশার একটা আচ্ছাদন যেন পুরো মাঠ কে জড়িয়ে রেখেছে আর সূর্যের আলো সেই আচ্ছাদন টাকে তুলে ফেলার চেষ্টা করছে।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20231120_061422-01.jpeg


ঘন কুয়াশা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আচ্ছা শীতকালে সকালবেলায় ঘন কুয়াশা পড়বে এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। মাঝে মাঝে এত ঘন কুয়াশা পড়ে আপনার দশ ফিট সামনে কি আছে আপনি সেটাও কিন্তু ভালোভাবে দেখতে পারবেন না। আর এমন ঘন কুয়াশা যদি দেখতে চান তাহলে তো অবশ্যই আপনাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। উপরে তো বলেই আসলাম আজ চারদিন ধরে আমি শীতকালের কিছু ছবি সংগ্রহ করছি এই প্রতিযোগিতার জন্য। গত পরশু দিন সকালে কুয়াশার প্রভাব আরেকটু বেশিই ছিল। চেয়েছিলাম শীতকালে খেজুরের রসের হাড়ির ছবি তুলব। গাছে রসের হাড়ি ঝুলে থাকবে আর গাছের পেছনে কুয়াশায় অন্ধকার থাকবে অথবা সূর্যের আলো পিছনে উঁকি দিচ্ছে এরকম একটা দৃশ্য থাকবে কিন্তু খেজুরের রসের হাড়ি খুঁজে পেলাম না। খেজুরের রসের হাড়ি খুঁজে না পেলেও খেজুর গাছের ছবিটা ঠিকই সংগ্রহ করেছি আর যদি ছবিটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ঘন কুয়াশায় খেজুর গাছের পরিবেশটাকে ঘিরে রেখেছিল।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 8 months ago 

আপনাকে সর্বপ্রথম আমি সত্যিই অভিনন্দন জানাচ্ছি প্রথম অংশগ্রহণ করার জন্য। আমি আগেই ভেবেছিলাম আপনি দারুণভাবে অংশগ্রহণ করবেন। এত সুন্দর ভাবে আপনি আজকে অংশগ্রহণ করলেন। যা দেখে আমি রীতিমতো মুগ্ধ শীতকালীন ফটোগ্রাফি নিয়ে।হুম বাংলাদেশ ছয় ঋতুর দেশ এবং ছয় ঋতুর মধ্যে শীতকালটা আমার কাছেও বেশি ভালো লাগে এবং আবহাওয়াটা অনেক পছন্দ। শীতকালের পিঠা খাওয়ার বিষয়টা তো সত্যি এটা দারুন। জি এখন খুব একটা শীত পড়ে নাই। আশা করবো আপনি আর সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে নিয়ে আসবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি শীতের সকালের সুন্দরতম দৃশ্য আপনি তুলে ধরলেন যা দেখে আমি রীতিমত মুগ্ধ। আমি তোর সকাল বেলা উঠতে পারতেছি না ফটোগ্রাফি কিভাবে করব। সবথেকে দ্বিতীয় পিকচারটি আমার ভালো লাগলো শিশির ভেঁজা ঘাস। তার ফাঁকে সূর্যের উঁকি দারুন ছিল এটা। কুয়াশা ফোটা এটা দুর্দান্ত ছিল। কুয়াশা ফোটার মধ্য দিয়ে পাতা দেখা যাচ্ছে কি দারুন ফটোগ্রাফির দক্ষতা আপনার। কৃষকের কাজ কি দারুন ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন সূর্যাস্ত ও কৃষকের কাজ করছে অসম্ভব সুন্দর ছিল। কুয়াশা ঘেরা সকাল দারুন ছিল। প্রতিটা ফটোগ্রাফির জন্য আপনি প্রশংসার দাবিদার। আপনি সর্বশেষে ঘন কুয়াশার ছবি দিয়ে শেষ করেছেন। সর্বোপরি আপনি সুন্দর একটা এন্ট্রি নিয়েছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

 8 months ago 

প্রতিযোগিতার জন্য দারুণ সব শীতকালীন ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।প্রতিটি ছবিই বেশ সুন্দর হয়েছে। শীতের আমেজ পাওয়া যাচ্ছে আপনার ছবিগুলোতে। কৃষকের কাজ শিরোনামে ৩ নং ছবিটি আমার সবথেকে ভালো লেগেছে। শীত উপেক্ষা করে শ্রমিকরা কিভাবে আমাদের খাদ্যের জোগান দেয়ার ব্যবস্থা করছেন। শুভ কামনা আপনার জন্য।

 8 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অভিনন্দন। যদিও আমি চেষ্টা করেছি তবে তেমন ফটোগ্রাফি সংগ্রহ করতে না পারার পোস্ট করতে পারিনি। কুয়াশা ভেজা ঘাস এর ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 8 months ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। সকালবেলায় উঠে দেখছি আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার অংশগ্রহণটা সত্যি খুব ভালো লেগেছে। আর এবারের প্রতিযোগিতার বিষয়টা অনেক সুন্দর ছিল।

 8 months ago 

প্রথমেই অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শীতকালেরআসল সৌন্দর্য উপভোগ করতে হলে গ্রামে যেতে হবে। প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লাগছে ।বিশেষ করে চার নাম্বার ছবি এবং দুই নাম্বার ছবিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

 8 months ago 

বাহ্ বন্ধু তোমার শীতকালীন ফটোগ্রাফি এগুলো দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গেলাম। শীতকালে সকালের পরিবেশ বেশ সুন্দর থাকে। প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে তারপরও দুই নাম্বার আর চার নাম্বার ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় তোমার জন্য শুভকামনা রইল বন্ধু।

Posted using SteemPro Mobile

 8 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইজান। আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে কনটেস্টে অংশগ্রহণ করেছেন এবং শীতকালের বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করেছেন। আর এই শীতের সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি।

 8 months ago 

শীতকালীন অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। একই সাথে শীতকালের প্রত্যেকটি ফটোগ্রাফির চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। শীতকালীন সুন্দর ফটোগ্রাফি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64646.41
ETH 3230.29
USDT 1.00
SBD 2.63