ফটোগ্রাফি- সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আমি আজকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
পৃথিবীতে যে স্থান গুলো বা যে জিনিষ গুলো আমরা স্বচক্ষে দেখতে পারি না। সে স্থান গুলো আমরা স্টিমিট বা অনলাইনের মাধ্যমে দেখতে পারি। আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন অনেক অজানা কিছু জানতে পারি দেখেতে পারি । তবে ফেসবুকের তথ্য গুলোর নিভরশীলতা কম। আর এদিক দিয়ে স্টিমিটে যে তথ্য গুলো পাওয়া যায় সে গুলোর উপর নিভরশীলতা বেশি। কারন স্টিমিটে কপি এবং প্লাগারিজম করা যায় না। সব কিছু নিজে তৈরী করতে হয়। গবেষনা করে নতুন জিনিস আবিষ্কার করতে হয়।
স্টিমিটে আসার পর থেকে দেখছি যে অনেক মেম্বারগন এমন এমন জায়গার ফটো শেয়ার করে যা কখনো দেখা সম্ভব নয়। ছোট এই জীবনে এত কিছু স্বচক্ষে গিয়ে দেখা অসম্ভব ব্যাপার। বাংলাদেশ ছাড়াও বিদেশের অনেক ফটো দেখি যা কল্পনাও করতে পারি না। এসব জায়গা দেখা সম্ভব হয়েছে স্টিমিটের মাধ্যমে। আমাদের কমিউনিটিতে যারা রেনডম ফটোগ্রাফি পোষ্ট করলে আমি খুব আগ্রহ নিয়ে তাদের পোষ্ট গুলো চেক করে দেখি নতুন কিছু আছে কি না। অনেক সময় দারুন দারুন ফটোগ্রাফি দেখতে পারি। যায়হোক চলুন এবার আমার নিজের ফটো গুলো শেয়ার করি।
এই গাছটির নাম কি বলেন তো..? দেখি আপনারা পারেন কি না। ঠিক ধরেছেন এটা হলো লেটুস পাতা গাছ। লেটুস পাতার অনেক উপকার রয়েছে। এ পাতায় নিয়মিত খেলে বার্ধক্য আসে দেরিতে ত্বকের বলিরেখাও পড়ে না। ঠাণ্ডাজনিত অসুখ হাঁচি, কাশি, কফ, হাঁপানি ও ফুসফুসের ইনফেকশন দূর করতে সালাদে প্রতিদিন লেটুসপাতা খেতে পারেন। কাঁচা বা ভাজা লেটুসপাতার সালাদ রক্ত পরিষ্কার করে, হৃৎপিণ্ডের শিরা-উপশিরার দেয়ালে চর্বি জমাট বাঁধতে বাধা দেয়।
কলাবতী ফুল। জলাশয়ের ধাারে জন্মানো একটি উদ্ভিদ। বাংলাদেশের সব জাগায় সব মৌসুমে এই ফুলটি জন্মে। বেশি অংশ উদ্যানের মধ্যে চাষ করে থাকে। আমি এই ফুলটি একটি পার্ক থেকে ফটোগ্রাফি করেছিলাম। ঐখানে অনেক গুলো ফুল ছিল।
এই ফুলের মালা গুলো দেখে অবশ্যই চিনে ফেলেছেন। এগুলো হলো বেলি ফুলের মালা। এই ফুলের ঘ্রানটা আমার কাছে খুবই ভাল লাগে। একটি মালা কিনেছিলাম দশ টাকা দিয়ে। যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানে অনেক গুলো ফুলের মালা ছিল। তাই আমি একটি ফটোগ্রাফি নিয়ে নিলাম।
আপনারা হয়তো সবাই জানেন আমাদের জাতীয় ফল কাঠাল হলেও আমাদের জাতীয় গাছ কিন্তুু আম গাছ। আর বর্তমানে আমের মৌসুম চলছে। গ্রামের প্রত্যেক বাড়িতেই আম গাছ দেখা যায়। আন্টির বাসার ছাদ থেকে এই আমের ফটোগ্রাফিটা নিয়েছিলাম। এখনো পাকেনি। হয়তো কিছুদিনের মাঝে আমটি পেকে যাবে।
আজ সকালে ইতিহাস গড়েছি। বউকে খুব জোর গলায় বলেছিলাম রুটি ছেক দেওয়া অনেক সহজ। এটা যে কেউই পারে। আমি তোমার থেকে অনেক সুন্দর করে পারবো। সুন্দর করে ছেক দিয়েছি ঠিকই তবে খাওয়া যায়নি,হা হা হা।
দুর্বা এক ধরনের ঘাস আবার ফুলও। এই ফুলটার অনেক গুলো কালার দেখা যায়। এই ফুলটা চাষ করতে বেশি কিছুর প্রয়োজন হয় না। গাছটি মাটিতে লাগিয়ে ঠিক ভাবে পানি দিলেই সকাল সন্ধা ফুল ফুটে। ফুলটি ছোট হলেও দেখতে কিন্তুু অনেক সুন্দর।
এই ফুলটি সম্ভবত বেলি ফুল। এক সাথে কয়েকটি গাছ ছিল। তাই ভাল ভাবে খেয়াল করি নাই। অন্য গাছের আড়ালে পাচঁটি করে পাপড়ি নিয়ে খুব সুন্দর ভাবে ফুটে আছে। দেখতে খুবই সুন্দর লাগছে। গাছ হলো পরিবেশের সুন্দর্য আর ফল,ফুল হলো গাছের সুন্দর্য।
বন্ধুরা আজকে এপর্যন্তই,আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আশা করি আমার আজকের আয়োজনটা আপনাদের কাছে ভাল লাগবে। বিভিন্ন জায়গা থেকে ফটোগুলো সংগ্রহ করেছি। মূল কথা হলো ইচ্ছা থাকলে যেকোন সময় যে কোন জায়গা থেকে ফটো সংগ্রহ করা যায়। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ফটোগ্রাফির বিবরণ:
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রেডমি নোট-৮ |
শিরোনাম | সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম |
স্থান | নারায়নগঞ্জ, ঢাকা |
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @joniprins |
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ভাই একদম ঠিক কথা বলেছেন, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার সুবাদে এমন এমন ফটোগ্রাফি দেখি যা অন্য কোথাও দেখা সম্ভব নয়। যদিওবা দেখা যায় তার নির্ভরশীলতা খুবই কম। আর আমরা তো এখানে সকলেই সবকিছুই নিজে তৈরি করে থাকি। আর হ্যাঁ ভাই আপনার ইতিহাস গড়া নিয়ে আমিতো কিছুটা ভ্যাবাচ্যাকায় পড়ে গিয়েছি। মনে মনে চিন্তা করছি, এই ইতিহাস গড়া নিয়ে আমাদের ভাবি ঠিক কতটা কথা শুনিয়েছে আপনাকে। রুটির মানচিত্র বেশ ভালই এঁকেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ইতিহাসটা এখানে শেয়ার করে সারাজীবনের জন্য ইতিহাস করে রাখলাম। আগুন কমিয়ে দিলে রুটি হয় না আবার বাড়িয়ে দিলে রুটি পুড়ে যায়। কি মুশকিল,হা হা হা।
আপনি সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে আজকে খুবই সুন্দর একটা বেস্ট অ্যালবাম তৈরি করেছেন যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এটা কিন্তু ঠিক এখানে আসার পর অনেক মেম্বারগণ এমন জায়গায় ফটোগ্রাফি করছে যা কখনো দেখা অসম্ভব। সবাই নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে খুবই সুন্দর ফটোগ্রাফি করে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রত্যেকটা ফটোগ্রাফির বর্ণনা ও খুবই সুন্দরভাবে লিখেছেন আপনি। বলতে হচ্ছে জাস্ট অসাধারণ ছিল প্রত্যেকটা ফটোগ্রাফি।
জী আপু আমাদের মেম্বারদের ফটোগ্রাফির দক্ষতা দেখে আমি অবাক হয়ে যায়। ধন্যবাদ আপু।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া । আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে কলাবতী ফুলের ফটোগ্রাফি এবং বেলি ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
জী ভাইয়া কলাবতী ফুলের ফটোগ্রাফিটা আমার কাছেও অনেক ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে অনেক অদেখা অজানা কিছু দেখা যায়। আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করেছেন। লেটুস পাতার ছবি দেখে ভালো লেগেছে, আমি লেটুস গাছ দেখিনি আজ দেখলাম। কলাবতী ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার সেক দেয়া রুটি ভালই হয়েছে, এটা পুরুষ ভার্সন। ধন্যবাদ ভাইয়া।
জী ভাইয়া লেটুস পাতা গাছ আমিও আগে দেখি নাই। ঐদিন দেখলাম। ধন্যবাদ ভাইয়া।
আপনি খুবই সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে আজকে খুব সুন্দর একটি অ্যালবাম তৈরি করেছেন আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। রুটি তৈরি টা খুব ভাল ছিল ভাই তবে আপনি তা খান নাই এজন্য আপনার বউ যে ঝাঁটা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় নি এটা আপনার কপাল। তবে সব মিলিয়ে খুব সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
জী ভাইয়া নিজের উপর গর্ব করে ঐদিন গিয়েছিলাম রুটি ছেক দিতে। কপাল ভাল তারাতারি করে অফিসে চলে গিয়েছিলাম, হা হা হা।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। আপনার শেয়ার করা ফটো গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বেলি ফুলের মালা। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
জী ভাইয়া বেলি ফুলের মালা গুলো দেখলে ভালোই লাগে। কি দারুন একটি ঘ্রান আসে। ধন্যবাদ ভাইয়া।
সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম তৈরি করেছেন আপনি। মনে হচ্ছে একটু বেশি জোর গলায় বলেছিলেন ভাবিকে আপনি খুবই সুন্দর ভাবে রুটি ছেক দিতে পারেন এবং এটি খুবই সহজ কাজ। ছেক দিয়েছিলেন ঠিকই কিন্তু খাওয়ার অবস্থায় ছিল না দেখেই বুঝতে পারছি। যাই হোক আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর ছিল। আমার কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে বিশেষ করে ছয় নম্বরে থাকা ছোট ফুল গুলোর ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে।
জী ভাইয়া রুটি তো ছেক দিয়েছি,তবে সেটা ইতিহাস হয়ে গেছে,হা হা হা। ধন্যবাদ ভাইয়া।
সাত টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম তৈরি করেছেন। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। কলাবতী ফুল এর আগে আমি কখনো দেখিনি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে রুটির ফটোগ্রাফি দেখে বেশ মজা পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কলাবতী ফুলটা আমার কাছেও অসাধারন লেগেছে। তাই থামনেইলে দিয়েছিলাম। ধন্যবাদ আপু।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.