অবশেষে পছন্দের দুটো বই হাতে পেলাম

in আমার বাংলা ব্লগ4 months ago

আজ--০৫ ফাল্গুন | ১৪৩০ বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে অনলাইন থেকে খুবই পছন্দের দুটো বই কেনার অনুভূতি শেয়ার করব, আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • পছন্দের দুটো বই হাতে পেলাম
  • আজ--০৫ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ
  • রবিবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ রাত্রি সবাইকে......!!


Picsart_24-02-18_11-19-12-168.jpg

কভার ফটো তৈরিতে--@jibon47



আমরা অনেকেই আছি যারা বই পড়তে অনেক বেশি ভালোবাসি এবং পছন্দ করি। এমন অনেক মানুষ আছে যারা রাতের বেলা বই না পরলে তাদের ঘুম হয় না। আবার এমন অনেক মানুষ আছে যারা রাতের বেলা বই পড়তে পড়তে ঘুমিয়ে যায় তবে, আমি যে বই পড়তে খুব একটা ভালবাসি তা কিন্তু নয় তবে মাঝে মাঝে হঠাৎ করেই খুব ইচ্ছে হয় যে এখন একটু বই পড়ি কিন্তু সেটা কোন প্রাতিষ্ঠানিক বই নয়। মাঝে মাঝে মন চায় একটু গল্পের বই পড়তে মাঝে মাঝে মন চায় একটু ইসলামিক বই পড়তে আবার মাঝে মাঝে মন চায় ছোটদের কার্টুন বই পড়তে। সচরাচর কার্টুন বই খুব একটা পড়া হয় না তবে মাঝে মাঝে ইসলামিক বই পড়া হয়। যখন খুব নিঃসঙ্গ একা লাগে কোন কিছুই আর নিজের কাছে তেমন একটা ভালো লাগে না ঠিক তখনই মন চায় যে একটু ইসলামিক বই পড়ে মনটাকে একটু ফ্রেশ করি। যদিও ইসলামিক বই এর আগে অনেক পড়া হয়েছে তবে ইচ্ছে ছিল অনেক আগে থেকেই যে প্যারাডক্সিক্যাল সাজিদ এই বইটা পড়। যদিও অনেক আগে থেকেই পিডিএফ ফাইল নিয়েছিলাম বইটা পড়ার জন্য কিন্তু ফোন থেকে ওরকম ভাবে পড়ে খুব একটা ভালো মজা পায়নি তাই ১৫ থেকে ২০ টা পেজ পরার পরে আর খুব একটা পড়ার প্রতি আগ্রহ জন্মায়নি।

অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বইটা কিনব কিন্তু কিনব কিনব করে আর কেনা হয়ে উঠছিল না। হঠাৎ করেই কয়েকদিন আগে ফেসবুকে একটা গ্রুপের মাধ্যমে দেখতে পারলাম যে প্যারাডক্সিক্যাল সাজিদ সহ ইসলামিক আরেকটা বই খুবই অল্প দামে একটা ফেসবুক গ্রুপ বিক্রি করছে। এটা দেখে বই কেনার প্রতি আগ্রহ টা আরেকটু বেড়ে গেল যেহেতু অল্প দামে দুটো বই পাচ্ছি তাই আর বেশি অপেক্ষা না করে গ্রুপে আমি তাদেরকে মেসেজ করে রাখি। কিছুক্ষণের মধ্যেই তারা আমাকে মেসেজের রিপ্লাই দিয়ে দেয় এবং বলে যে এই বইটা নিতে হলে ডেলিভারি চার্জ সহ ৫৮৫ টাকা দিতে হবে। সেই সাথে এটাও বলে রাখে যে ডেলিভারি চার্জ এবং বইয়ের দাম আগে থেকেই দিতে হবে না যখন ডেলিভারি ম্যান বই দিতে যাবে তার কাছে দিয়ে দিলেই হবে। যদি বই আপনার পছন্দ হয় তাহলে বই নিবেন আর যদি পছন্দ না হয় তাহলে শুধু ডেলিভারি ম্যানের ৭০ টাকা তার কাছে দিয়ে দিলেই হবে। এই কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছিল।

যেহেতু আমাকে টাকা আগেই পরিশোধ করতে হচ্ছে না আমি চাইলে ডেলিভারি ম্যান এর কাছে টাকা পরিশোধ করতে পারব তাই আর বেশি কিছু না ভেবে আমি দুটো বই কনফার্ম করে দিয়েছিলাম। দুটো বই কনফার্ম করে দেওয়ার পরে আমি ভেবেছিলাম হয়তোবা তিন থেকে চার দিনের মধ্যে বই চলে আসবে এবং তারাও আমাকে এটাই জানিয়েছিল যে তিন থেকে চার দিনের মধ্যেই আপনার জায়গায় বই চলে যাবে। এরপরে আমি অপেক্ষা করতে লাগলাম দেখি দুদিন পরে বিকেল বেলা হঠাৎ ফোন দিয়ে বইয়ের কথা জানালো আমি বাসার নিচে গিয়ে দেখলাম যে ডেলিভারি ম্যান চলে এসেছে। এরপরে আমি ডেলিভারি ম্যান এর কাছ থেকে বই দুটো নিয়ে ভালো করে পৃষ্ঠা এপিটোপিট করে দেখে নিয়েছিলাম মোটামুটি আমার কাছে অনেক ভালই লেগেছিল।

IMG20240129134354.jpg

IMG20240129134422.jpg

IMG20240129134608.jpg

IMG20240129134617.jpg

IMG20240129134651.jpg

এরপরে আমি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে বই নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমি একে একে বইয়ের পৃষ্ঠা গুলো দেখতে থাকি প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের পৃষ্ঠাগুলো খুবই সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে আত্মা শুদ্ধি এই বইয়ের পৃষ্ঠাগুলো একটু নরমাল দিয়েছে তবে বেশ ভালই। বই যেদিন হাতে পেয়েছিলাম সেদিনই রাতের বেলা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা প্রায় ২০ পৃষ্ঠা পড়ে ফেলেছিলাম। প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা এখন পর্যন্ত সম্পূর্ণ পড়া হয়নি তবে প্রতিটি পৃষ্ঠা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদিও এখন পর্যন্ত সম্পূর্ণ করা হয়নি তবে সম্পূর্ণ পড়া হয়ে গেলে এই বইয়ের রিভিউ দিব আপনাদের মাঝে। আর আত্মা শুদ্ধি ও তাসাওউফ এই বইটা এখন পর্যন্ত পড়া হয়নি কারণ খুবই ব্যস্ত সময় অতিবাহিত করছি আর ব্যস্ত সময়ের মধ্যে কখনো বই পড়া যায় না এটা আপনারা সকলেই জানেন। ভেবেছি যখন ফ্রি সময় থাকবে তখনই এই বইগুলো পড়বো। মাঝে মাঝে রাতের বেলা ঘুম আসে না যখন ঘুম আসবে না তখন বই পড়লে হয়তো বা সময়টা কেটে যাবে সেইসাথে বই পড়াও হয়ে যাবে এটা ভেবেই বই দুটো রেখে দিয়েছি নিজের কাছে খুব যত্ন করে।

এমন অনেক মানুষ আছে যারা কিনা বই কিনতে অনেক বেশি ভালোবাসে বই কেনাটা অনেকের হয়তো বা নেশা। আবার এমন অনেক মানুষ আছে যারা বই কেনার পাশাপাশি বই পড়তে অনেক বেশি ভালোবাসে তবে আমি বই কেনা কে নেশা বলে নিচ্ছি না মাঝে মাঝে যখন কোন বই পছন্দ হয় তখনই সেই বইটা কিনে ফেলি। একটা কথা আছে যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। মাঝে মাঝে এমন মনে হয় যে নিজের কেনা বইগুলো দিয়ে ছোট্ট একটা গ্রন্থাগার যদি তৈরি করতে পারতাম নিজের বাসায় তাহলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগতো। সেখানে সব রকমের বই থাকবে এবং যখন যার যেটা পছন্দ হবে সে সেখান থেকে নিয়ে পড়বে এবং পড়া শেষ করে নির্দিষ্ট একটা জায়গায় আবার রেখে দেবে এরকম একটা ছোট্ট ইচ্ছে আমার মনের মধ্যে অনেক আগে থেকেই রয়েছে। যদি কখনো সেই রকম সুযোগ হয় তাহলে সেই সুযোগটা কখনোই হাতছাড়া করবো না।

IMG20240129134626.jpg

IMG20240129134632.jpg

IMG20240129134848.jpg

IMG20240129134715.jpg

IMG20240129134905.jpg

অনেকদিন পরে পছন্দের দুটো বই কিনতে পেরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। চেষ্টা করে যাব যখনই মাঝে মাঝে সময় পাবো তখনই বই দুটো পড়বো এবং কিছু জ্ঞান অর্জন করতে পারব বলে আমার বিশ্বাস। আমি মনে করি বই পড়ে যেরকম জ্ঞান অর্জন করা যায় সেটা অন্য কোন মাধ্যমে কখনোই সম্ভব নয় জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম বই পড়া। যে যত বেশি বই পড়বে তারা জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে আমি এটাই বিশ্বাস করি। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারাও এই দুটো বই কিনে রাখতে পারেন আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি ভালো লাগবে।

এটাই ছিল আমার আজকের পছন্দের দুটি বই কেনা এবং কিছুটা পড়ার অনুভূতি। আশা করছি আমার এই অনুভূতি আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে...!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়অবশেষে পছন্দের দুটো বই হাতে পেলাম
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


এটাই আমি..!!

IMG-20231204-WA0004-02.jpeg

আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@jibon47



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

পছন্দের যেকোনো জিনিস হাতে পাওয়ার আনন্দই অন্যরকম। অবশেষে আপনি আপনার বই দুটো অনলাইনে অর্ডার করেছিলেন এবং হাতে পেয়েছেন। আপনি বই পড়তে ভালোবাসেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বই দুটো কিনে কিছুটা পড়েছিলাম তবে দ্বিতীয় টা এখন পর্যন্ত করা হয়নি কারণ খুবই ব্যস্ত সময় পার করছি। বই পড়তে আমার আসলেই অনেক বেশি ভালো লাগে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

পছন্দের যেকোন জিনিস পেয়ে গেলে আসলে আনন্দের সীমা থাকে না।বই আমাদের পরম বন্ধু। আমি ও আগে বই পড়তাম। কিন্তু এখন আর তেমন সময় হয় না। ধন্যবাদ ভাইয়া, পোস্ট টি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলেই পছন্দের জিনিসগুলো যখন আমরা পেয়ে যাই তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর এই ভালোলাগাটা কখনো বর্ণনা করা সম্ভব হয় না। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বই দুটো অনেক ভালো তবে এর মধ্যে একটা বই পড়া হয়েছে আমার। পছন্দের বইগুলোর কাছে থাকলেও অনেক ভালো লাগে। অবশ্যই বইগুলো পড়ে আমাদেরকে জানাবেন

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলেই পছন্দের বইগুলো যখন কাছে থাকে তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে কারণ যখন মন চায় তখন বই পড়া যায়। বই পড়া শেষ হলে অবশ্যই আপনাকে জানাবো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ইউটিউব ফেসবুকে এই দুইটি বইয়ের নাম অনেক শুনেছি। প্যারাডক্সিক্যাল সাজিদ ও আত্মশুদ্ধি বা তাসকিয়া এই দুইটি বই পড়ার জন্য মিজানুর রহমান আজহারী এবং আবু ত্ব-হা আদনান হুজুর মাঝে মাঝে প্রস্তাব করতো। আমিও এর আগে আর রাহীকুল মাখতুম বইটা কিনেছিলাম। আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে। সুযোগ-সুবিধা বুঝে আমিও দুইটি বই কেনার চেষ্টা করব। আপনার এই বইগুলো কিনতে দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আর রাহীকুল মাখতুম বইটা কেনার আমার খুব ইচ্ছে আমি সুযোগ-সুবিধা বুঝেই এই বইটা কিনার চেষ্টা করব। বই দুটো আসলেই অনেক ভালো যদি এখন পর্যন্ত সম্পন্ন করা হয়নি তবে মাঝে মাঝে পড়ার চেষ্টা করছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65435.53
ETH 3559.74
USDT 1.00
SBD 2.48