"মানুষ অভ্যাসের দাস অভ্যাস কারো দাস না"

in Incredible India9 days ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম

মানুষ অভ্যাসের দাস অভ্যাস কারো দাস না

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা আশা করি ভাল আছেন সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো মানুষ অভ্যাসের দাস অভ্যাস কারো দাস না। এ বিষয়ে তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।

আমরা সকলেই জানি অভ্যাস মানুষের দাস এ কথাটি আমরা কম-বেশি সবাই শুনে আসছি অভ্যাস হলো এমন একটি পছন্দ আমাদের ইচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য করি।

তারপর সেই পছন্দ সম্পর্কে চিন্তা করা বন্ধ করে দিই কিন্তু সেই পছন্দটাকে চালিয়ে যায় অবিরত। পৃথিবীতে সব কাজেরই ভালো দিক এবং খারাপ দিক আছে। অভ্যাস কেউ দুই ভাগে ভাগ করা যায় একটি ভালো দিক একটি খারাপ দিক

pexels-photo-5637598.jpeg

Link:

ভালো অভ্যাসের কিছু উদাহরণস্বরূপ:

উদাহরণস্বরূপ সততা সকাল ঘুমাতে যাওয়া খুব সকালে ঘুম থেকে ওঠা নিয়মিত ব্যায়াম করা অন্যায়ের প্রতিবাদ করা অন্যদের বিপদের সাহায্য করা মিথ্যা কথা না বলা। এবং সবার সাথে ভালো ব্যবহার করা বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা।ইত্যাদি

pexels-photo-6039202.jpeg

Link:

খারাপ অভ্যাসের কিছু উদাহরণস্বরূপ:

মানুষের সাথে খারাপ ব্যবহার করা ধূমপান করা মদ্যপান করা মাদক সেবন করা নেশায় আসক্ত হওয়া মিথ্যা কথা বলা অধিক খাদ্য গ্রহণ করা নিয়মের বাহিরে ঘুমানো। বড়দের কে অসম্মান করা। একে অপরের প্রতি হিংসা করা। ইত্যাদি।

আমাদের জীবন আসলেই অভ্যাস যে বড় অবদান। আমাদের জীবনে কত শত শত অভ্যাসে আমাদের দিকে আকর্ষণ করছে আমরা তাদের অনায়াসে গ্রহণ করে নিচ্ছি।

আমাদের সারাদিনের দৈনিক কাজগুলোর মধ্যেই অনেক অভ্যাস গুলো রয়েছে কিভাবে আমরা পোশাক পরি কিভাবে আমাদের খাওয়া দাওয়া করা যাদের সন্তান আছে তাদের সন্তানদের সাথে কিভাবে কথা বলা কাজ তাদের যত্ন নেওয়া।

রান্না করা, রাত হলেই ঘুমাতে যাওয়া, যারা ব্যবসা করে তাদেরকে কিভাবে ব্যবসা করতে হবে যারা কর্ম দিবসে শেষ করে টেলিভিশন দেখা মোবাইলে ব্যবহার করা ইত্যাদি ও আরো অনেক রয়েছে যা লিখে শেষ হওয়ার মতো নয়।

আমরা যেখানে বাস করি সমাজে অনেক মানুষই বাস করে থাকে। সকল মানুষেরই তো ভালো অভ্যাসের সাথে পরিচিত নাও হতে পারে খারাপ অভ্যাসের সাথেও পরিচিত হয়। আমরা বুঝেও তাও কেন খারাপ অভ্যাসের দিকে অগ্রসর হই।

আমরা সকলেই জানি নেশা করা বা অতিরিক্ত কোন কিছু করাই সবচেয়ে খারাপ জিনিস তাও কেন আমরা খারাপের অগ্রসর হই। ধুমপান পৃথিবীতে আমার মনে হয় অর্ধেকের বেশি করে থাকে। কিছু কিছু আছে মানুষ উচ্চ শিক্ষিত হয়েও কেন ধূমপান করে। এটাই খারাপ অভ্যাসের আমাদের গ্রহণ করে নিয়েছি।

আমরা অন্য একে অপরের খারাপ অভ্যাস গুলো দেখেই আমরা অশক্ত হয়ে গেছি কথায় আছে সঙ্গ দোষে লোহা বাসে। খারাপ অভ্যাস থেকে আমাদের সকলকেই বেরোনো উচিত।

বাহিরে যারা থাকে তাদের কিছুদিন তাদের মন খারাপ থাকে মন ভালো লাগেনা বেশ কিছুদিন থাকার পর তখন তাদের ওইখানকার পরিস্থিতির সাথে মানিয়ে নেই অভ্যাস হয়ে যায়।

pexels-photo-10565657.jpeg

Link:

খারাপ অভ্যাসগুলো যত দীর্ঘ সময় হবে সেটা বন্ধ করাও ততটা কঠিন হবে সময় সাপেক্ষে ব্যবহার এটার খারাপের দিকে অগ্রসর হবে এজন্য প্রথমে আমরা খারাপ অভ্যাসগুলো থেকে আমাদের বিরতি থাকা উচিত। ছোটবেলা অভ্যাসগুলো খুব সহজেই পরিবর্তন করা উচিত যখন বড় হয়ে যায় তখন অভ্যাসগুলো বন্ধ করতে খুব কঠিন হয়ে পড়ে।

আজকে পোস্টে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

আল্লাহ হাফেজ

Sort:  
 9 days ago 

একদম সঠিক বলেছেন মানুষ অভ্যাসের দাস অভ্যাস মানুষের দাস না।। এর মানে হচ্ছে আমরা যখন যে কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায় সেটাই আমাদের অভ্যাস।।

আর আপনি খুবই চমৎকারভাবে ভালো অভ্যাস ও খারাপ অভ্যাস সম্পর্কে লিখেছেন।। খুবই ভালো লাগলো সেটা পরে।।

Loading...
 9 days ago 

সকলের মনে করে মানুষ অভ্যাসের দাস, কিন্তু আমি মনে করি অভ্যাস মানুষের দাস, কারণ মানুষ ইচ্ছা করলে নিজের অভ্যাসকে পরিবর্তন করতে পারে, কমিউনিটিতে এই সপ্তাহে নিজের অদ্ভুত অভ্যাস নিয়ে একটা প্রতিযোগিতা চলতেছে, আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন, অসংখ্য ধন্যবাদ অভ্যেস নিয়ে সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 days ago 

আমরা সবাই জানি, অভ্যাস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যেহেতু অভ্যাস আমাদের মনের স্বাভাবিক প্রবণতার অংশ হয়ে যায়, তাই এটা সত্যি যে আমরা অভ্যাসের দাস হয়ে যেতে পারি। আমরা যখন কোনও কিছু নিয়মিতভাবে করি, সেটা অভ্যাসে পরিণত হয় এবং আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে ওঠে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 57807.79
ETH 2287.18
USDT 1.00
SBD 2.47