ড্রিম হলিডে পার্কে কাটানো মুহূর্ত || পর্ব ৫
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করছি। গত 5 তারিখে আমরা ফ্যামিলির সবাই মিলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম। হঠাৎ প্ল্যান করেই চলে গেলাম। আগে আরো চারটা পর্ব শেয়ার করেছিলাম। অনেক বড় যার কারণে অনেকগুলো পর্ব হচ্ছে। আজকের পর্বে বেশ কিছু রাইডের ছবি এবং সেখানে ওঠার অভিজ্ঞতা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রথমে একটা রাইডের ছবি শেয়ার করলাম। এটা উপরে একটা রেল লাইনের মতো তৈরি করা হয়েছে। আর সেখানে গোল রিং এর মত জায়গায় দুটো সিট থাকে। সেখানে বসে প্যাডেল চালালে এই চাকা গুলো ঘুরে ঘুরে চলে। এই রাইড টা বেশ মজার ছিল। তবে আর একটু বড় জায়গা হলে আরো বেশ কিছুক্ষণ সেখানে এনজয় করা যেত। উপর থেকে ভিউ টা খুব সুন্দর লাগছিল দেখতে।
উপরের রাইড টা হচ্ছে রোলার কোস্টার। যেকোনো পার্কে এটা আমার সবচেয়ে পছন্দের রাইট। তবে এটা খুব বেশি ভয়ংকর ছিল না। এর চেয়ে ভয়ঙ্কর রোলার কোস্টারে আমি উঠেছি। বারবার মনে হচ্ছিল এটা ছোট বাচ্চাদের। তবে আমরা সবাই মিলে ওঠার কারণে বেশ এনজয় করেছি। ঢাকা ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টারটা সবচেয়ে বেশি ভয়ংকর ছিল। যার কারণে এটা খুব একটা ভয় লাগেনি আমার কাছে। এই পার্কের কোন রাইড সেরকম ভয়ংকর ছিল না।
উপরের এই রাইড টা ছিল বাইকের মধ্যে বসে থাকা। গোল একটা জায়গায় বেশ কয়েকটা ছোট ছোট বাইকের মতো তৈরি করা। তারপর সবাই মিলে সেখানে বসলাম। বসে থাকার পর রাইড যখন চালু হয় তখন পুরো বড় অংশটা একবার একপাশে যায় এবং তারপর বিপরীত পাশে যায় সেই সাথে এটা ঘুরতে থাকে। প্রথমে মনে হচ্ছিল একটু ভয়ঙ্কর হবে তবে এটাও বেশ মজার ছিল।
এই রাইড গুলো তে বড়রা এলাও তবে আমার কাছে মনে হচ্ছিল এগুলা ছোটদের। একটা হচ্ছে কার এবং অন্যটা বিমান। আমরা এগুলোতে ছোটদের কে উঠিয়েছিলাম। হেলিকপ্টারটা একটু উপরে উঠে আর ভিতরে পাখা ঘোরার একটা সাউন্ড দেওয়া হয়। তার উপরে অংশটুকু আকাশের মত করে আর্ট করা হয়েছে। যেন মনে হয় আসলে আকাশে হেলিকপ্টার উঠছে। অন্যটা ছিল কার। এটাও দেখলাম ছোটরা বেশ এনজয় করেছে। আমরা ফ্যামিলি প্যাকেজ নেওয়াতে ছোট বড় সবার জন্যই রাইড ছিল। পরবর্তীতে সেখানকার আরো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1925949369489969356?t=Z-trMdsFMmi5FTyIfbvBYQ&s=19