রেনডম কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
প্রথমে আপনাদের সাথে ফুলসহ খুব সুন্দর একটা গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। এগুলোকে বলা হয় স্বর্ণলতা ফুল। হলুদ রঙের এই ফুলগুলো লতার মত ঝুলে থাকে। সম্ভবত এই কারণে স্বর্ণলতা ফুল বলা হয়। এই ফটোগ্রাফিটা গত পরশুদিন ক্যাপচার করেছিলাম। আমাদের ক্যাম্পাস এর পেছনে এরকম অনেক গাছ রয়েছে। পরীক্ষা দেওয়া শেষ করে আমরা ফ্রেন্ডরা মিলে এখানে গিয়েছিলাম। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে।
এটা হচ্ছে ছোট কাশফুলের ফটোগ্রাফি। আর কিছুদিন পরে কাশফুলের সিজন আসছে। আমাদের ক্যাম্পাস এর ওই এলাকায় অনেক বেশি কাশফুল ফুটে। আর এগুলো এখন ছোট ছোট অবস্থায় রয়েছে। এটাও সেদিন ক্যাপচার করেছিলাম। কাশফুল ছোট হোক কিংবা বড় হোক সব সময় বেশ ভালো লাগে। আমি এই ছোট ছোট কাশফুলগুলো হাতে নিয়ে ফটোগ্রাফি করেছিলাম।
এখানে আপনাদের সাথে একটা ফুড ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা হচ্ছে আমাদের সবার পছন্দ কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি সবাই বেশ পছন্দ করে নিশ্চয়ই। আমার নিজেরও ভালো লাগে। কিছুদিন আগেই কাচ্চি ডাইনে একটা ট্রিট ছিলো। সেদিনই ফটোগ্রাফিটা করেছি। ওদের কাচ্চিটা আমার বরাবরই বেশ ভালো লাগে। ফটোগ্রাফিতে দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে।
এখানে আপনাদের সাথে কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই আর্টিফিশিয়াল ফুল গুলো হচ্ছে লিলিফুল। লিলিফুল সামনাসামনি দেখতে ঠিক এইরকম। আর্টিফিশিয়াল লিলি ফুলগুলো একদম পারফেক্টলি তৈরি করা হয়। দেখতে মনে হবে যেন বাস্তবের ফুল। এই ফটোগ্রাফি টা অনেক আগে ক্যাপচার করা। ফটোগ্রাফি খুঁজতে গিয়ে আজকে এই ছবিটা পেলাম।
এখানে আপনাদের সাথে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছি। দৃশ্যটা হচ্ছে পড়ন্ত বিকেলের। এবার ঈদের সময় যখন খালামণিদের বাড়িতে গিয়েছিলাম তখন তাদের বাড়ির সামনের রাস্তা থেকে আমি ফটোগ্রাফি টা করেছি। উনাদের বাড়ির রাস্তাটা খুব সুন্দর। দুই পাশে সবুজ ক্ষেত এবং মাঝখানে রাস্তা। দৃশ্যটা খুব সুন্দর উপভোগ করা যায়। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত আমার কাছে বেশ ভালো লাগে।
এখানে আপনাদের সাথে আমার পছন্দের একটা সবজির ফটোগ্রাফি শেয়ার করেছি। লাউ আমার বেশ পছন্দ। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর গাছে এরকম তরতাজা সবজি ধরে থাকলে তো আরো বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফিটাও ঈদের সময় বাড়িতে গিয়ে ক্যাপচার করেছি। আমার এক মামীর সবজি বাগান থেকে ফটোগ্রাফি ক্যাপচার করা।
ডিভাইস নেম:- Samsung Galaxy A03s
ধন্যবাদান্তে
@isratmim
চমৎকার সব রেন্ডম ফটোগ্রাফি দিয়ে ব্লগটি সাজিয়েছেন। স্বর্ণলতা ফুলের ফটোগ্রাফি টা দেখতে দারুন লাগছে। আপনার মোবাইলের ক্যামেরা দারুণ। ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দেখছেন আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
এক নজরে মুগ্ধ হয়ে আমি তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে। কারণ আপনার সবগুলো ফটোগ্রাফি ছিল অনেক বেশি সুন্দর। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে অনেক মুগ্ধ হয়ে যাই। আপনি কিন্তু অনেক অসাধারণ ফটোগ্রাফি করতে পারেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো ছিল।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে, আর ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমি সব থেকে বেশি পছন্দ করি। যে কোনো ফুলের ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। কারণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে সেগুলোর দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। একেবারে মন ছোঁয়া ছিল আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটোগ্রাফির প্রশংসা করা লাগছে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ছিল দুর্দান্ত। এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে বেশ ভালো লাগলো বিশেষ করে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিতে আমার কাছে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
https://x.com/IsratMim16/status/1918488571503362227?t=F3hJBb0pl0m0UyOl3qrO1Q&s=19
https://x.com/IsratMim16/status/1918489148987719824?t=506OFORn50W8GbZNYq2opw&s=19
বাহ্ আজকে দেখছি আপনি চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। ফটোগ্ৰাফি করতে যেমন ভালো লাগে ঠিক তেমনি ফটোগ্রাফি পোস্ট পড়তে ও আমার কাছে অনেক বেশি ভালো লাগে । আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। স্বর্ণলতা ফুলের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। আমি এই ফুল সোনালু ফুল নামেই চিনি। দেখতে বেশ সুন্দর ।যখন ফুল ফোটে সম্পূর্ণ গাছটি তখন হলুদ হয়ে উঠে। বেশ লাগে দেখতে। ধন্যবাদ রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
লাউটা দেখেই তো চিংড়ি মাছের কথা মনে পড়ছে আপু। লাউ চিংড়ি খেতে দারুন লাগবে। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপু। অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।