রঙিন কাগজের ফুল তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
ফুলগুলোর সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
- গ্লু
- পেন্সিল কম্পাস
প্রথমে আমি রঙের কাগজ কম্পাস দিয়ে গোল করে নিলাম। তারপর সেই গোল অংশটুকু কেটে নিয়েছি।
এবার গোল অংশটুকু মাঝখান বরাবর ভাজ করে নিয়েছি। তারপর আরো একটা ভাঁজ দিয়েছি মাঝখানে। একইভাবে মাঝখান বরাবর আরো দুইটা ভাজ দিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
তারপর ভাজপাড়া কাগজ টুকুর শেষে পাপড়ির মতো করে কেটে নিলাম। এবার আস্তে আস্তে কাগজের ভাঁজ খুলে নিলাম।
![]() | ![]() |
---|
কাগজের ভাঁজ খোলার পর দেখতে এরকম একটা ফুলের মতো দেখাবে। তারপর আমি চিকন চিকন পাপড়ি গুলো একটু বাঁকা করে নিয়েছি।
এভাবে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের ফুল তৈরি করে নিলাম। এবার বড় থেকে ছোট অনুযায়ী বিভিন্ন কালারের ফুল গুলো বসিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
তারপর হলুদ রঙের একটা কাগজ লম্বা করে কেটে নিয়েছি তারপর চিকন চিকন করে কেটে নিলাম। এবার সেটা দিয়ে একটা রোল তৈরি করেছি। এবার এই অংশটুকু ফুলের মাঝখানে বসিয়ে দিলাম। এভাবে ফুলগুলো তৈরি করে নিয়েছি।
![]() | ![]() |
---|
ধন্যবাদান্তে
@isratmim
অসাধারণ সুন্দর বানিয়েছেন আপু কাগজের তৈরি ফুল গুলো।কাগজের যে কোন প্রকারের ফুল বানালে দারুণ লাগে।খুবই সুন্দর বানিয়েছেন ফুল দুটো।একদমই তাজা ফুল মনে হচ্ছে। ধাপে ধাপে কাগজের তৈরি ফুল তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করার জন্য ধন্যবাদ আপনাকে।
উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু রঙিন কাগজের জিনিস এর তুলনা হয় না। যদিও এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে আপু সিম্পল হলেও দেখতে অনেক সুন্দর লেগেছে। কালার গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কাগজের ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করে আমাকে আর উৎসাহিত করার জন্য।
এটা সত্যি বলেছেন আপু ফুল গুলো দেখতে সিম্পল হলেও এগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। তবে সময় লাগলেও কিন্তু দেখতে দারুন লেগছে। ফুল তৈরির কালার কম্বিনেশনটা চমৎকার ভালো লেগেছে। ফুলের অপরূপ সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি চেষ্টা করেছি একটু লাইট কালারের কাগজ ব্যবহার করতে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
চমৎকার ফুল তৈরি করলেন আপু আপনি রঙিন কাগজ দিয়ে। আমার তো অনেক ভালো লাগে এই ধরনের ফুলগুলো তৈরি করতে। আপনি অনেকগুলো কালার এর মিশ্রণে করার কারণে খুবই সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।
সত্যিই অপূর্ব হয়েছে আপনার কাগজে তৈরি ফুলগুলো দেখতে। রংয়ের কম্বিনেশনটা এত সুন্দর নিয়েছেন যে ছবিতে মনে হচ্ছে কোন বড় আর্টিস্ট করেছে বিশেষ করে গুগলে যে সমস্ত ছবি দেখা যায় বা ইউটিউবে যারা করে সেই ধরনের একদম পারফেক্ট হয়েছে। অনেক ধৈর্য নিয়ে এই ফুলগুলো তৈরি করেছেন বোঝাই যাচ্ছে।
কতটা পারফেক্টলি করতে পেরেছি জানিনা তবে আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপু।
রঙিন কাগজের ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আপু।রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো ভীষণ ভালো লাগে।সময় নিয়ে সুন্দর একটি ডাই পোস্ট আপনি শেয়ার করেছেন, এজন্য অনেক অভিনন্দন জানাই আপনাকে।
আসলেই আপু এগুলো একটু সময় নিয়ে করতে হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
https://x.com/IsratMim16/status/1908550130397307374?t=k7A2UwrV8CK3zzuT4PwAFA&s=19
https://x.com/IsratMim16/status/1908550839301791960?t=bTVtL8CbvIrk6zvNFwNMYQ&s=19
https://x.com/IsratMim16/status/1908551744478642430?t=SQrAfTC8EdFABNR-clYt4w&s=19
https://x.com/IsratMim16/status/1908552249498030549?t=GTS8WyuY3UgtSTGbIROwiw&s=19
https://x.com/IsratMim16/status/1908552715875373119?t=XluXL_gDrWKLaB8KE66aZQ&s=19
https://x.com/IsratMim16/status/1908553080465129486?t=AN2BfCgAP7NRp6cMdg8wIQ&s=19
বাহ রঙিন কাগজ কেটে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। দেথে খুবই সুন্দর লাগছে। দেখতে কিছুটা ডালিয়া ফুলের মত লাগছে। ধন্যবাদ।
জানিনা কতটা ডালিয়া ফুলের মত হয়েছে। আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুল চমৎকার হয়েছে। দারুণভাবে ফুল তৈরি করেছেন। ডিজাইনগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে আপু।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।