কয়েকটি ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
উপরের লাল রঙের এই ফুলগুলোর নাম আমার জানা নেই। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। লাল রংটা চমৎকার ভাবে ফুটে উঠেছে। এই ফুল গাছ গুলো খুব বেশি বড় হয় না। একদম মাটির সাথে লেগে থাকে। ফুলগুলো অনেকটা ভারবেনা ফুলের মত। তবে একটু অন্যরকম তাই নামটা ঠিক ভাবে বলতে পারছি না। তবে ফুলটার সৌন্দর্য সত্যিই অসাধারণ ছিল।
এই ফুলটাও আমাদের খুব পরিচিত একটা ফুল। এটা হচ্ছে পেঁয়াজের ফুল। পেঁয়াজের ফুল আমি যখন প্রথম দেখেছিলাম তখন ভাবতেই পারিনি যে এই পেঁয়াজের ফুল এত সুন্দর হয়। সাদা ছোট কলি গুলো দূর থেকে অনেকটা মুক্তোর মত লাগে দেখতে। ফুলগুলোর সৌন্দর্য সত্যিই অসাধারণ। ছোট একটা পেঁয়াজের বাগান থেকে ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি। ব্যাকগ্রাউন্ডে আরো কিছু পেঁয়াজের ফুল দেখা যাচ্ছে। সাদা রঙের ফুল বরাবরই আমাকে বেশ আকৃষ্ট করে।
এখানে আপনাদের সাথে একটা হাইব্রিড জাতের জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। বর্তমানে বিভিন্ন রঙের এবং বিভিন্ন জাতের জবা ফুল দেখা যায়। এই লাল রঙের জবা ফুলগুলো আমার বেশ ভালো লাগে দেখতে। তবে এটা পুরোপুরি লাল না কিছুটা কমলা রঙের। এগুলো খুব বেশি বড় হয় না। তবে পাপড়ি গুলো বেশ চমৎকার দেখা যায়।
এটাও আমাদের সবার পরিচিত একটা ফুল। অনেকদিন পর আমি নয়নতারা ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করলাম। আসলেই ফুলগুলো সারা বছরই ফুটে থাকে। তাই সিজনাল ফুলের তুলনায় এদের ফটোগ্রাফি খুব কম ক্যাপচার করা হয়। নয়ন তারা ফুলের সৌন্দর্য ও মনোমুগ্ধকর। সাদা রঙের নয়নতারা ফুল আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই রংয়েরটাও সুন্দর দেখতে।
সবার শেষে আমার খুব পছন্দের একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা হচ্ছে এস্টার ফুলের ফটোগ্রাফি। এই বেগুনি রংয়ের এস্টার ফুল আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এই ফুলগুলো ছোট হলেও পাপড়ি অনেক বেশি থাকে যার কারণে দেখতে খুবই ভালো লাগে। এই ফটোগ্রাফি টা আমাদের ভার্সিটি ক্যাম্পাস থেকে ক্যাপচার করেছিলাম। বেগুনি রংয়ের মাঝখানে হলুদ অংশটা খুবই আকর্ষণীয় দেখা যায়।
ডিভাইস নেম:- Samsung Galaxy A03s
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1914365891611123986?t=eyRLSWZIYNK0laR33BVEmQ&s=19
https://x.com/IsratMim16/status/1914366542961402214?t=ceQNDfx-Z4g81Mdmg50RCQ&s=19
https://x.com/IsratMim16/status/1914367204298248529?t=7mAyUQAIs1CisWbnzM_H8A&s=19
https://x.com/IsratMim16/status/1914368627849273363?t=8jM7ivGUP7udM1yBgqD5Vw&s=19
ফুলের ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগে আপনি চমৎকার সুন্দর সুন্দর সব ফুলের ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফুলেই অসম্ভব রকমের সুন্দর তবে পেঁয়াজ ফুলটি আমার মন কেড়েছে আপু। সরাসরি কাছ থেকে কখনো পেঁয়াজফুল দেখার সৌভাগ্য হয়নি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।
পেঁয়াজ ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। সামনাসামনি আরো বেশি সুন্দর লাগে দেখতে। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। ফুল আমার ভীষণ প্রিয়।ফুলের সৌন্দর্য আমাদের বরাবরই মুগ্ধ করে তোলে। ফুল যতই দেখি যতই যেন দেখতে ইচ্ছা করে। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ফুলের ফটোগ্রাফি আমার নিজেরও খুবই পছন্দের। ধন্যবাদ আপু মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য।
আপনার তোলা ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত ছিল। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি দেখতে। কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না।
আপনার কাছে ভালো লেগেছে জন্য সত্যিই খুব খুশি হলাম। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্যে দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন। যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। অত্যন্ত দক্ষতার সাথে আপনি এটি শেয়ার করেছেন এবং এই ফটোগ্রাফিগুলির সাথে আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷ এর মধ্যে প্রথমে আপনি যে সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি দেখেই যেন আমার চোখ জুড়িয়ে গেল৷ আর যেন কোন দিকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না৷
চেষ্টা করেছি সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।