রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
- কার্ডবোর্ড
- গ্লু
প্রথমে আমি নীল রঙের কাগজ বর্গাকৃতি কেটে নিয়েছি। তারপর সেটাকে কোনাকুনি মাঝখান বরাবর ভাঁজ করে নিলাম। তারপর আবারও মাঝখান বরাবর একটা ভাঁজ করে দিয়েছি।
![]() | ![]() |
---|
তারপর আমি একটা অংশ কেটে নিলাম নিচে দেখানো ছবির মত করে।
![]() | ![]() |
---|
কাটা অংশটা খোলার পর এগুলো ফুলের মত লাগে দেখতে। এবার আমি ফুলগুলো থেকে একটা দুটো করে পাপড়ি কেটে আবার জোড়া দিয়ে বিভিন্ন সাইজের ফুলের কলি তৈরি করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার এই কলিগুলো ব্যবহার করে একটা গোলাপ ফুল তৈরি করে নিলাম। ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় কলি সবগুলি ব্যবহার করেছি। এভাবে আমি দুইটা বড় গোলাপ ফুল তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
এখন আমি লাল রংয়ের কাগজ ছোট গোল করে কেটে নিয়েছি। তারপর সেটাকে কয়েলের মতো করে পুরোটা কেটে নিলাম।
![]() | ![]() |
---|
এবার কাটা অংশটুকু আস্তে আস্তে রাউন্ড করে ছোট ছোট গোলাপ ফুল তৈরি করে নিয়েছি। এভাবে অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে নিলাম।
এখানে আমি বিভিন্ন সাইজের পাতা কেটে নিয়েছি।
![]() | ![]() |
---|
একটা কার্ডবোর্ড থেকে কিছুটা অংশ নিচে দেখানো ছবির মত করে গোল করে কেটে নিলাম। তারপরে কার্ডবোর্ড এর নিচের দিকে মাঝখানে বড় দুটি গোলাপ ফুল বসিয়ে দিয়েছি। বাকি জায়গাগুলোতে ছোট ছোট গোলাপ ফুল বসিয়ে দিলাম এবং দুই পাশে পাতাগুলো দিয়ে দিলাম। এভাবে এটা তৈরি করে নিয়েছি ।
![]() | ![]() |
---|
ধন্যবাদান্তে
@isratmim
আপু আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করছেন।এই ধরনের কাগজের তৈরি ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পায়।আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1921609225014268121?t=igwKz6LvTDo-FFvxLYh3-A&s=19
https://x.com/IsratMim16/status/1921609873856270540?t=SAPEeJyhhKd0q7tAddKazQ&s=19
রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে তৈরি করেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
রঙিন কাগজের ওয়ালমেটটি খুব ই সুন্দর হয়েছে।আপনি সময় ও ধৈর্য ধরে সুন্দর এই ডাই পোস্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। দেখতেও খুবই ভালো লাগছে। চমৎকার একটি ডাইপ্রজেক্ট শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ওয়ালমেট গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই ওয়ালমেট টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। রঙিন কাগজের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা না করে থাকা যায় না। আপনি এটা যদি ঘরে লাগান তাহলে আরো ভালো হবে। এর ফলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।
এটা ঠিকই বলেছেন এরকম ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
মন ভরে যাওয়ার মত একটা ওয়ালমেট তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই ওয়ালমেট। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর কালারের রঙ্গন কাগজ চয়েজ করলে ওয়ালমেট গুলোর কালার আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর তেমনই এটাও খুব আকর্ষণীয় লাগছে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
বাহ আপু আপনি তো রঙিন কাগজ দিয়ে চমৎকার ওয়ালমেট বানিয়েছেন। আপনার বানানো ওয়ালমেট দেখে সত্যি অনেক ভালো লাগলো। বিশেষ করে কাগজ দিয়ে গোলাপ ফুল বানিয়ে ওয়ালমেট এর মধ্যে দেওয়ার কারণে সৌন্দর্য অনেকক্ষণ বেড়ে গেল। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে এত সুন্দর একটি ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজের তৈরি করা জিনিস গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করা যায়।আজ আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দরভাবে ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। খুবই নিখুঁত ভাবে কাজটি সম্পূর্ন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।