রেসিপি || সজনে পাতা ভর্তা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে সজনে পাতা ভর্তা রেসিপি। এই ভর্তা টি আমার খুবই পছন্দ। আর এই সজনে পাতা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এই পাতার মধ্যে অনেক গুনাগুন রয়েছে। সজনের ডাটাও অনেকে খেয়ে থাকে। তবে আমার কাছে খুব একটা ভালো লাগে না। সজনে পাতার ভর্তা টাই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে খুব সুস্বাদু লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231124-WA0004.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • সজনে পাতা
  • বড় মাছের টুকরো
  • শুকনো মরিচ
  • পেঁয়াজ
  • লবণ
  • সরিষার তেল

IMG-20231124-WA0000.jpg

IMG-20231124-WA0015.jpg

ধাপ - ১
  • প্রথমে একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে শুকনো মরিচ গুলো ভেজে নিয়েছি।
IMG-20231124-WA0001.jpgIMG-20231124-WA0014.jpg
ধাপ - ২
  • এরপর আবার কড়াইয়ে তেল দিয়ে মাছের টুকরো টি ভেজে নিয়েছি। এর সাথে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি।
IMG-20231124-WA0013.jpgIMG-20231124-WA0012.jpg
ধাপ - ৩
  • তারপর মাছ থেকে কাঁটা গুলো আলাদা করে নিয়েছি।

IMG-20231124-WA0011.jpg

ধাপ - ৪
  • এরপর অন্য একটি কড়াইয়ে ধুয়ে রাখা সজনে পাতা দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ লবণ দিয়ে পাতা গুলো টেলে নিয়েছি।

IMG-20231124-WA0010.jpg

ধাপ - ৫
  • এরপর পাতা গুলো চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি।

IMG-20231124-WA0009.jpg

ধাপ - ৬

এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের টুকরো টি। মাছের টুকরো থেকে আগেই কাঁটাগুলো আলাদা করে নিয়েছি।

IMG-20231124-WA0008.jpg

ধাপ - ৭
  • তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং ভাজা শুকনো মরিচ গুঁড়ো।
IMG-20231124-WA0007.jpgIMG-20231124-WA0006.jpg
ধাপ - ৮
  • এরপর দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। সবশেষে একসাথে সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি।

IMG-20231124-WA0005.jpg

এভাবেই আজকের রেসিপি টি তৈরি হয়ে গেল

IMG-20231124-WA0002.jpg

IMG-20231124-WA0003.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 last year 

সজনে পাতা আমাদের দেহের জন্য খুবই উপকারী। বিশেষ করে এটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সজনে পাতার ভর্তা আমি বেশ পছন্দ করি।
একটু ঝাল বেশি দিলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি দেখে এখনই হুমরি খেয়ে পড়ছি।

 last year 

ঠিকই বলেছেন আপনি এরকম ভর্তার মধ্যে ঝাল একটু বেশি দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

আমার মা সজনে পাতার রেসিপি অনেক পছন্দ করে। যদিও আমি প্রথম প্রথম খেতে পারতাম না পরে এটি খুবই পছন্দের খাবার হয়ে গিয়েছে আমার। আপনার সজনে পাতার রেসিপি দেখে বেশ লোভ লেগে গেল আপু। খুবই লোভনীয় লাগছে দেখতে।অসংখ্য ধন্যবাদ দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

সজনে পাতা ভর্তা আমার কখনোই খাওয়া হয়নি।অনেক কেই দেখেছি মজার মজার রেসিপি করতে। আমার রেসিপি করা কিংবা খাওয়া কিছুই হয়নি।তবে আমি ভর্তা খুবই পছন্দ করি।আপনার বানানো ভর্তা দেখে খুব স্বাদের হয়েছিল বেশ বুঝতে পারছি। আপনি মাছ ভাজার সাথে ভর্তাটা করে নিলেন।খেতে দারুন স্বাদের হয়েছিল আশাকরি। ধন্যবাদ আপু মজার এই ভর্তা রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সম্ভব হলে এই পাতার ভর্তা আপনি একদিন খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনি ঠিকই বলেছেন আপু সজনে পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। সজনে পাতা ভেজে খাওয়া হয়েছে কিন্তু এভাবে মাছ দিয়ে কখনো ভর্তা করে খাওয়া হয়নি। নতুন একটি রেসিপির সাথে পরিচিত করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে মাঝেমধ্যে নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনি আজকে ইউনিক একটি ভর্তা আমাদের সাথে শেয়ার করেছেন। যদিও সজনে পাতা ভর্তা কখনো খাওয়া হয়নি। তবে সজনে পাতা ভাজি আমি প্রায় সময়ই খেয়ে থাকি। আর এই সজনে পাতা শরীরের জন্য খুবই উপকারী। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ এটা ঠিক সজনে পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে সাজানো পাতা ভাজি করে আমি কখনো খাইনি। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 last year 

নতুন একটি রেসিপির সাথে পরিচিত হলাম। আজকেই জানলাম যে সজনে পাতা ভর্তা করে খাওয়া যায়। মাছের সাথে সজনে পাতা ভর্তা রেসিপি শেয়ার করেছেন আসলে এই ভর্তা রেসিপি সম্পর্কে কোনো ধারনা নেই তবে যেহেতু মাছ যুক্ত করেছেন তাই টেস্টি হবে এটা বলাই যায়। বাসায় ট্রাই করে দেখা যাবে।

Posted using SteemPro Mobile

 last year 

সম্ভব হলে বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

সজনে ডাটা আপনার মত আমারও তেমন একটা খেতে ভালো লাগে না তবে সজনে পাতা কিন্তু কখনোই খাওয়া হয়নি এত মজাদার ভাবে প্রস্তুত করে।
আপনি সজনে পাতা ভর্তার রেসিপিটি দারুণভাবে ফটোগ্রাফির সাথে উপস্থাপন করেছিলেন প্রথমবার কাউকে এমন রেসিপি প্রস্তুত করতে দেখলাম।
সত্যি দেখে খুব লোভ হচ্ছে নিশ্চয়ই খুব মজা হবে খেতে।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে।সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Hi, @isratmim,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @msharif.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 last year 

সজনে ডাটা খেয়ে থাকি কিন্তু পাতা ভর্তা আজকে তো প্রথম শুনলাম। ইউনিক লাগলো বেশ। আপনার প্রোফাইলে মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখে থাকি। সেগুলো আমার ভীষণ ভালো লাগে। ফাইনাল ধাপটি এতটা চমৎকারভাবে ফুটে উঠেছে বেশ দারুন লাগছিল। আপনি রান্না করতে যেগুলো প্রয়োজন হয় প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন এবং ছবিগুলি খুবই পরিষ্কার ছিল। আপনার রান্না ধরনটি বেশ ভাল ছিল। এর মধ্যে মাছ সত্যিই অবাক হলাম দেখে। আপনার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। প্রতিটি ধাপ দারুন দক্ষতায় আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনা করার প্রক্রিয়াটি আমার ভীষণ ভালো লেগেছে। অবশ্যই বাসায় চেষ্টা করে দেখব।

 last year 

আমার রেসিপিগুলো আপনার ভালো লাগে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

সজনে পাতা ভাজি খেয়েছি কিন্তু ভর্তা করে খাওয়া হয়নি। আপনি যেভাবে সজনে পাতা ভর্তা বানিয়ে দেখালেন দেখেই লোভ লেগে গেল। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🍃

 last year 

সম্ভব হলে এভাবে একদিন খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.032
BTC 92732.43
ETH 3310.72
USDT 1.00
SBD 2.90