ক্লে দিয়ে তৈরি সিম্পল একটি ওয়ালমেট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে সিম্পল জিনিস গুলোই ভালো লাগে। অনেকদিন হলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিস তৈরি করেছি। তাই একটু ভিন্নতা আনার জন্য এটা তৈরি করলাম আজকে। কালো রঙের উপর ফুল গুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। চেষ্টা করেছি কালার কম্বিনেশনটা ঠিক রাখার। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
প্রথমে আমি কালো রঙের ক্লে দিয়ে একটা সার্কেল তৈরি করে নিয়েছি।
এবার আমি হলুদ রঙের ক্লে দিয়ে ছোট ছোট করে সার্কেল তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে একসাথে সাজিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর সেগুলোকে একসাথে রোল করে নিয়েছি। এবং পাপড়ি গুলো একটু ছড়িয়ে নিয়েছি। এভাবেই গোলাপ ফুল তৈরি করে নিলাম। এবার কালো রঙ্গের উপর হলুদ গোলাপটা বসিয়ে দিলাম। নিচে আরো একটা গোলাপ ফুল তৈরি করে বসিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
নিচের দিকে আমি সাইজের ছোট গোলাপ ফুল তৈরি করেছি। এখানে আমি তিনটা ভিন্ন কালারের গোলাপ ফুল তৈরি করেছি।
এরপর ফুলগুলোর আশেপাশে সবুজ রঙ এর ক্লে দিয়ে লতা পাতা তৈরি করে নিলাম। এভাবেই ওয়ালমেট টা তৈরি করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
ক্লে ব্যবহার করে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করছেন আপু। ক্লে দিয়ে বানানো ওয়ালমেট গুলো দেখতে সত্যি অসাধারণ লাগে আপু।আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো ওয়ালমেট টি তৈরি করছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে দিয়ে খুব চমৎকার একটি ওয়ালমেট আপনি তৈরি করেছেন আপু।যা দেখতে ভীষণ সুন্দর লাগছে।এ ধরনের ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগে।আপনি ধাপে ধাপে ওয়ালমেটটি আমাদের মাঝে শেয়ার করে নিলেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
এটা ঠিক এ ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে আমার কাছেও বেশ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এরকম ভাবে ক্লে দিয়ে। আর যে কোনো কিছু সুন্দরভাবে তৈরি করে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে তৈরি করা হলে বেশি সুন্দর হয়। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এটা তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার ডাই পোস্ট। এই কাজগুলো করার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে সুন্দরভাবে।
আমার ওয়ালমেট তৈরি করা আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেক সুন্দর লাগে যদি এরকম ভাবে সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করা হয় তাহলে। আমি এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে ভালোবাসি। ওয়ালমেট তৈরি করে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেশ ভালোই বৃদ্ধি পায়। আমার কাছে তো আপনার আজকের এই ওয়ালমেট পোস্ট অসম্ভব ভালো লেগেছে। কেউ চাইলে এই ওয়ালমেট তৈরি করে নিতে পারবে।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার তৈরি করা ক্লে দিয়ে ওয়ালমেটটি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। কালো ক্লে এর ওপর ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছে। ফুলগুলো অনেক সুন্দর করে আপনি তৈরি করেছেন। ধন্যবাদ এত সুন্দর করে ওয়ালমেটটি প্রতিটি ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
https://x.com/IsratMim16/status/1919076155845460241?t=e8Th7QkoLvIWTrjgA_aSmA&s=19
https://x.com/IsratMim16/status/1919077151493534075?t=9g0PRj6YehQKZ_CbLohXow&s=19
ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে সিম্পল একটি ওয়ালমেট তৈরি করেছে। চমৎকার সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি। ক্লে দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে কেউ কিছু বানালে তা দেখাতে ও অনেক ভালো লাগে।ধাপে ধাপে ওয়ালমেট তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপু আপনাকে।
এটা ঠিক ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে ও বেশ ভালই লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ক্লে দিয়ে তৈরি সিম্পল একটি ওয়ালমেট তৈরি করেছেন।ক্লে দিয়ে এমন সিম্পল কিন্তু আকর্ষণীয় ওয়ালমেট বানিয়েছেন! হস্তনির্মিত জিনিসের একটা আলাদা শক্তি আছে—এটা দেখতে খুব সুন্দর হয়েছে।ওয়ালমেটের মিনিমালিস্টিক ডিজাইনটা খুবই চমৎকার! রঙ বা টেক্সচার যদি কিছু যোগ করেন, তাহলে আরও ইউনিক লাগতে পারে। আপনার ক্রিয়েটিভিটির জন্য অভিনন্দন!
সুন্দর ওগঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক সুন্দর করে আপনি ওয়ালমেট তৈরি করেছেন। সুন্দর কালারফুল লাগছে দেখতে। এমন করে দেওয়ালে টানিয়ে রাখলে বিশেষ করে ডাইনিং এর দেওয়ালে ঝুলিয়ে দিলে অনেক সুন্দর লাগবে দেখতে। কালো রংয়ের ক্লের ওপর কালারফুল ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপনি। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে ভালই লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।