প্রয়োজনীয় কিছু কেনাকাটা
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনা কাটার কিছু মুহূর্ত শেয়ার করবো। আজকে বিকেলের দিকে বাজারে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য। যার কারণে পোস্ট লিখতেও দেরি হয়ে গেল আজকে। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম বাজারে যাব। তবে সেভাবে সময় করে উঠতে পারছিলাম না। আজকে যেহেতু বুধবার তাই আমার কিছুটা সময় ছিল। কারণ আজকে বাইরের টিউশনি ছিল না। তাই বিকেলে বাজারে গেলাম। প্রথমেই চলে গেলাম কসমেটিকের একটা দোকানে। সেখানে গিয়েছিলাম একটা পকেটে মিরর কিনার জন্য। এরকম ছোট মিরর গুলো কিন্তু বাইরে বের হলে খুবই দরকার হয়। যেহেতু কয়েকদিন পর ভার্সিটি তে ক্লাস শুরু হবে তাই আমি এরকম একটা মিরর কিনেছিলাম। অনেকগুলো দোকান ঘুরে তারপর এগুলো খুঁজে পেয়েছি। এই মিরর গুলো দুই ধরনের ছিল। কয়েকটা ছিল চারকোনা শেপের এবং কয়েকটা ছিল গোল শেপের। গোল শেপের বাইরের লুক টা বেশ ভালো লাগছিল দেখতে তাই আমি এটা নিয়ে নিলাম। ১২০ টাকা দাম নিয়েছে এই ছোট মিরর টার।
এখান থেকে বের হয়ে চলে গেলাম বড় কসমেটিক্সের দোকানগুলোতে। আমাদের এদিকে এই দোকানগুলোকে ৩০ টাকার মার্কেট বলা হয়। কারণ এই দোকানগুলোর ছোট ছোট প্রত্যেকটা প্রোডাক্ট এর দাম ৩০ টাকা থাকে। আর এই দোকানগুলোতে কয়েক দিন পর পর খুব সুন্দর সুন্দর কালেকশন আনা হয় বিভিন্ন জিনিসের। তাই দেখতে গিয়েছিলাম নতুন কিছু এসেছে নাকি। পরে দেখলাম ডেইজি ফুলের কিছু হিজাবের ক্লিপ রয়েছে। তারপর আমি ডেইজি ফুলের দুইটা হিজাব ক্লিপ নিয়ে নিলাম। এর সাথে অন্য আরেকটা হিজাবের পিন নিলাম। এই তিনটা আইটেম ছিল ৯০ টাকা। অর্থাৎ প্রত্যেকটা ৩০ টাকা করে।
এরপর চলে গেলাম ওয়াটার বোতল কেনার জন্য। RFL শোরুমে এবং 1 to 99+ এই দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখলাম। সেভাবে পছন্দ হচ্ছিল এটা আর কয়েকটা দেখলাম অনেক বেশি দাম চাচ্ছে। ভালো ব্র্যান্ডের দাম একটু বেশি ছিল। অনেক খোঁজাখুঁজি করলাম। এরপর best buy এর শোরুমে গিয়েও দেখলাম। কয়েকদিন পর যেহেতু ভার্সিটিতে ক্লাস শুরু হবে তখন লম্বা একটা জার্নিতে ওয়াটার বোতল বেশ প্রয়োজনীয়। এরপর দেখে শুনে এই ওয়াটার বোতল টা নিলাম। এটা 200 টা নিয়েছে। এরপর টুকটাক আরো কিছু জিনিস কিনেছিলাম। সন্ধ্যার পর বাসায় এলাম।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি কেনাকাটার মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লেগেছে। বেশ কিছু কেনাকাটা করেছেন এবং সেগুলো ব্লগ আকারে আমাদের মাঝে শেয়ার করেছেন আর জানার সুযোগ করে দিয়েছেন। এখনকার এই পানির বোতল গুলো অনেক ভালো। এর মধ্যে বেশি একটা ময়লা জমে না। খুব সহজেই পরিষ্কার করা যায়। যাই হোক ভালো লাগলো সুন্দর একটি কেনাকাটার মুহূর্ত দেখে।
এটা ঠিক বলেছেন এই পানির বোতল গুলো খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার কেনাকাটা মূহুর্ত পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপু ব্যস্ততার জন্য তেমন বাইরে যাওয়ার সুযোগ হয়না।আপনি দেখছি বেশ কিছু জিনিস কিনেছেন। আসলে আপু দাম নিয়ে কিছু বলার নেই সব কিছুর অনেক দাম।ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
প্রয়োজনীয় জিনিস কেনার খুবই সুন্দর একটি মুহূর্ত আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। তাছাড়া একটা বিষয় জানতে পারলাম ৩০ টাকার মার্কেটে গিয়েছিলেন। তাছাড়া সত্যিই এই মার্কেটটির নাম ৩০ টাকা রাখা হয়েছে এর কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্ট এর মূল্য ৩০ টাকা। সত্যি বিষয়টা কিন্তু দারুন। তাছাড়াও আপনি ২০০ টাকা দিয়ে যে ওয়াটার বোতল ক্রয় করেছেন এটা কিন্তু দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভার্সিটি শুরু হবে বলে আপনি বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপ্ত্র কিনলে মার্কেটে গিয়ে। আজকাল এমন অনেক দোকান আছে যেখানে নির্দিস্ট দামের বিভিন্ন জিনিস কেনা যায়। আর বাহিরে বের হলে পানি লাগেই। সেজন্য সুন্দর একটি পানির বোতল কিনেছে। তবে আপনার মিররটি কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। বেশ সুন্দর দেখতে। কেনাকাটার মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করেছেন। তবে একটা বিষয় জানতে পেরে অনেক ভালো লাগলো যে আপনি যে মার্কেটে গেছেন মার্কেটটির নাম ৩০ টাকার মার্কেটে বলা হয়।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার প্রয়োজনীয় জিনিষ পত্রের মধ্যে ওয়াটার বোতল টাই আমার কাছে বেশি পছন্দ হয়েছে। ২০০ টাকা নিলেও অনেক সুন্দর হয়েছে। আপনার চয়েজ আছে বস..। ধন্যবাদ।
অনেক কিছু কেনাকাটা করেছেন দেখছি। সবগুলো জিনিসই সুন্দর হয়েছে আপু। তবে পানির বোতল টা আমার কাছে বেশি ভালো লেগেছে। এছাড়া ক্লিপ গুলো খুব সুন্দর ছিল। ধন্যবাদ কেনাকাটার সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।