রেনডম কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
প্রথমে আপনাদের সাথে ছোট্ট একটা লাউয়ের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফটোগ্রাফিটি এবার ঈদে গ্রামে গিয়ে করেছিলাম। মাঝেমধ্যেই সবজি বাগান গুলোতে যাওয়া হতো। তখনই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি। ছোট্ট সবুজ লাউ এবং এর উপরে সাদা রংয়ের ফুল খুবই সুন্দর লাগছিল দেখতে। আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি টা চমৎকার ভাবে ক্যাপচার করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
এটাও গ্রামের সেই সবজি বাগান থেকে ক্যাপচার করা। এখানে ছোট্ট একটা মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার ফুল দেখা যাচ্ছে। মিষ্টি কুমড়া সবজিটা আমার খুবই পছন্দ। এটার ফুল গুলো দেখতে খুব সুন্দর। বিশেষ করে নিচে ছোট মিষ্টি কুমড়া গুলো দেখতে বেশি ভালো লাগে। জানিনা কতটুকু ভালো ভাবে ক্যাপচার করতে পেরেছি তবে চেষ্টা করেছি।
এখানে আমি বেশ কয়েকটা আনারসের ফটোগ্রাফি শেয়ার করলাম। আনারস কিনতে গিয়ে এই ফটোগ্রাফিটা করেছিলাম। আনারস মাখা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই ফটোগ্রাফি টা রোজার সময় ক্যাপচার করেছিলাম বাজারে গিয়ে। বাইরে যে আনারস মাখা গুলো বিক্রি করে সেগুলো খেতে খুব একটা ভালো লাগেনা। তবে তারপর ও মাঝেমধ্যে খাওয়া হয়।
এখানে খুব সুন্দর একটা গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই গাছের ফটোগ্রাফি টা ক্যাপচার করেছে আমাদের ভার্সিটির ক্যাম্পাসের ছাদ থেকে। ছাদের মধ্যে এরকম অনেকগুলো গাছ লাগানো আছে। আর এগুলো বেশ বড় গাছ। এগুলো ছাদের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করেছে। মাঝেমধ্যে আমরা সেখানে গিয়ে সময় কাটাই। দশতলার উপরে হওয়ার কারণে সেখানে বেশ বাতাস থাকে। আমি এই গাছ গুলোর নিচে বসে আড্ডা দেই।
এখানে খুব সুন্দর এবং কচি একটা লাউয়ের ফটোগ্রাফি শেয়ার করলাম। লাউ সবজি তো আমার খুব পছন্দ। এই ফটোগ্রাফিটা ও গ্রামে গিয়ে করেছিলাম। যে কোন গাছে এরকম সবজি বা ফল ধরে থাকলে এটা দেখতে আমার খুবই ভালো লাগে। লাউটা দেখে ইচ্ছে করছিল তাজা তাজা রান্না করে খাই।
এখানে আমি সবার পছন্দের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা পুরোপুরি সাদা নয় একটু অফ হোয়াইট কালার। এটা আমার বারান্দার ছোট্ট বাগান থেকে ফটোগ্রাফি করা। বেশ কিছুদিন আগেই গোলাপ ফুলের গাছ কিনেছিলাম। এটা এখনো কলি অবস্থায় রয়েছে। পুরোপুরি ভাবে ফুটলে খুবই সুন্দর লাগে দেখতে।
ডিভাইস নেম:- Samsung Galaxy A03s
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1916534993561460969?t=4QIX0itQy7ms10HZ2zDtLQ&s=19
https://x.com/IsratMim16/status/1916535873207759186?t=SsBY8Sql07ODjNSLt95HuA&s=19
ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গোলাপ ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
লাউ ফুল মিষ্টি কুমড়ো ফুল সব গুলো অনেক সুন্দর হয়েছে। দেখেই বুঝা যায় দক্ষ হাতের ফটোগ্রাফি। লাউটা দারুন লাগছে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ওয়াও বেশ চমৎকার ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে।ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আজকে আপনি। তবে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আপনার ছোট্ট লাউ এর ফটোগ্রাফি এবং কুমড়ো ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। তবে সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
চমৎকার মন্তব্য করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে মন জুড়িয়ে যায়। বিশেষ করে লাউয়ের ফটোগ্রাফি ও গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। আনারসের ফটোগ্রাফি দুর্দান্ত ছিল। তাছাড়াও সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর করে বর্ণনা করেছেন। এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর ও গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। যেভাবে আপনি একের পর এক ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ এখানে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷ এর মধ্যে শেষের দিকে আপনি যাওয়া অফ হোয়াইট কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করে তোলার জন্য ধন্যবাদ আপনাকে।
গোলাপ ফুলটা বেশ সুন্দর লাগছে। এই ধরনের আনারস বেশ মিষ্টি হয়ে থাকে। লাউয়ের ফটোগ্রাফি টা বেশ করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।