খালি ম্যাচ বক্স দিয়ে কিউট গিফট বক্স তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
গিফট বক্সের সর্বশেষ ফটোগ্রাফি
- খালি ম্যাচ বক্স
- রঙিন কাগজ
- কাঁচি
- পেন্সিল
- রং পেন্সিল
- গ্লু
- জেল পেন
প্রথমে আমি নীল রঙের কাগজ দিয়ে খালি গিফট বক্সটা কভার করে নিয়েছি।
এরপর একইভাবে বাইরের বাক্সটাও কভার করে নিলাম।
এবার আমি বক্সের মাপে একটা সাদা কাগজের টুকরো নিয়েছি। সেই কাগজের টুকরোয় কিউট একটা টেডি বিয়ার অঙ্কন করলাম। এখানে আমি আমার পছন্দ মত অংকন করে নিয়েছি।
এবার টেডি বিয়ার টাকে রং করে নিয়েছি এবং বর্ডার গুলো জেল পেন দিয়ে আর্ট করে নিলাম।
তারপর কাগজ থেকে টেডি বিয়ারের অংশটুকু কেটে নিয়েছি। কাটার সময় আমি কিছুটা বাড়তি অংশ রেখে কেটেছি যেন সাদা অংশগুলো থাকে এবং বর্ডার টা ভালোভাবে বুঝা যায়।
এবার চিকন ছোট নীল রঙের একটা কাগজ স্প্রিং এর মতো করে ভাঁজ করে নিলাম। একবার একপাশ থেকে একদম অন্য বার বিপরীত পাশ থেকে ভাঁজ করেছি।
এবার আমি ভিতরের বক্সের মধ্যে স্প্রিং এর মতো কাগজ টুকু আটকিয়ে দিলাম এবং এর উপরে ছোট্ট টেডি বিয়ার টাকে বসিয়ে দিলাম।
এবার আমি বাইরের বক্সটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি। এভাবে এটা তৈরি হয়ে গেল। যখনই ভিতরের বক্সটা খোলা হবে তখন এই স্প্রিং এর মত কাগজটা বের হয়ে আসে পুতুলটা সহ। এই জিনিসটাই বেশ ভালো লাগে দেখতে।
ধন্যবাদান্তে
@isratmim


















Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1916170580287754575?t=9kpgUwb9_pP5AksMdFSf-w&s=19
https://x.com/IsratMim16/status/1916171042445529246?t=_VqcS3BpEtJDfjc_QBoCKA&s=19