একটি সিম্পল মেহেদি ডিজাইন
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করবো। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। এর আগেও কয়েকটি মেহেদি ডিজাইন শেয়ার করেছিলাম। আমি নিজের হাতে তেমন একটা মেহেদি দেই না। প্রায় সবসময় ছোট বোনের হাতেই দিয়ে দেই। ওর আবার মেহেদি দেওয়া খুব পছন্দ। তাই এই ডিজাইন টিও ওর হাতেই দিলাম। এটি অনেক আগেই করেছিলাম। তবে শেয়ার করা হয়নি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইন টি।
প্রথমে আমি হাতের নিচের দিকে লম্বা করে দাগ দিয়ে কিছু ছোটো ছোটো ফুল অঙ্কন করে নিয়েছি।
পরে হাতের মাঝখানের দিকে কোনাকুনি ভাবে কয়েকটি ঘর হালকা করে অঙ্কন করে নিয়েছি।
পরে আমি ঘর গুলোর মাঝখানে ছোট ছোট ফুল অঙ্কন করে দেই। এবং ঘরের দাগ বরাবর পাতার মত করে ডিজাইন করে দেই।
তারপর আঙ্গুল গুলোতে ডিজাইন করে দিয়েছি।
দেখতে সিম্পল হলেও এটি করতে অনেক বেশি সময় লেগেছে। কারণ এই ডিজাইনে অনেক ছোট ছোট ডিজাইনটি করতে হয়েছে।
আপনি মেহেদীর ডিজাইন আর্ট করতে অনেক পছন্দ করেন এটা অনেক আগেই জানতে পেরেছি।তাও ছোট বোনের হাতে পরান সব সময় কিন্তু একদিন আপনার হাতে পরে শেয়ার করবেন আপু ভালো লাগবে।আপনি যে মেহেদি ডিজাইন আর্ট করেছেন আমার কাছে আজকের ডিজাইন আর্ট দেখতে অনেক সুন্দর লাগছে।
চেষ্টা করব, একদিন আমার হাতে পড়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আমি নিজেও মেহেদীর ছবি তোলতে নিলে নিজের হাতে দেই না।এতে করে ভালো করে ছবি তোলা যায় না,তবে অন্যর হাতে মেহেদী দিতে ভালোই লাগে।আপনার ছোট বোনের হাতে দেওয়া মেহেদী ডিজাইন সিম্পল হলেও দেখতে বেশ ভালো লাগছে।বেশ সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিকই বলেছেন নিজের হাতে মেহেদী দিয়ে ছবি তুলতে খুবই অসুবিধা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
@tipu curate
Upvoted 👌 (Mana: 7/8) Get profit votes with @tipU :)
এত সুন্দর গর্জিয়াস মেহেদি ডিজাইনকে আপনি সিম্পল বলেছেন। সত্যি আপনার মেহেদি ডিজাইন অনেক দুর্দান্ত হয়েছে। ছোট বোনের হাতে খুব সুন্দর করে মেহেদী দিয়েছেন দেখে সত্যিই খুব ভালো লাগলো। এমন বোন থাকলে অনায়াসে যে কোন ডিজাইননের মেহেদী দেওয়া সম্ভব। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাদের ভালোলাগায় আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সিম্পল মেহেদি ডিজাইন হলে ও আমার কাছে খুব ভালো লেগেছে এটি।আসলে এটি অনেক সময়ের ব্যাপার ।তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমার ও মেহেদী হাতে দেওয়া হয় না।কিন্তু মেহেদির কালার কালো দেখেছি আজ ভিন্ন রং দেখে ভালো লাগলো।বোনের হাতে সুন্দর মেহেদী দিয়েছেন, ধন্যবাদ আপনাকে।
মেহেদির কালার কালো হয় এবং বিভিন্ন কালার হয় । ধন্যবাদ আপনাকে উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন করেছেন। আমার কাছে আপনার এই মেহেদীর ডিজাইন অনেক ভালো লেগেছে। আমি একবার এই ডিজাইন আমার হাতে দিয়ে দেখবো। ছোট বোনের হাতে দেওয়ার জন্য অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু ধাপে ধাপে সম্পূর্ণ ডিজাইন সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ওয়াও!আপনি খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে।
এ ডিজাইন হাতে পড়লেও দেখতে খুব সুন্দর লাগবে।যাই হোক আপনার মেহেদি ডিজাইন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
দেখতে সিম্পল হলেও এটা অনেক ধৈর্য্য এবং সময় নিয়ে করেছেন। এগুলো বেশ কঠিন কাজ আপু। ছোট বোনের হাতে বেশ সুন্দর করে এঁকেছেন মেহেদী ডিজাইন, দেখতে বেশ ভালো দেখাচ্ছে।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আপনার মেহেদির ডিজাইন সিম্পল হলেও দেখতে বেশ ভালই লাগছে। মেহেদি নিতে আমার কাছেও বেশ ভালো লাগে। আপনার ছোট বোনের হাতের মেহেদী বেশ দারুন ভাবে ফুটে উঠেছে ।আমার তো দেখে এখনই নিতে ইচ্ছে করছে। ভালো ছিল। ধন্যবাদ।
আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ছোটরা কিন্তু মেহেদি দিতে বেশ ভালই পছন্দ করে।আপনার ছোট বোন তো মনে হয় অনেক খুশি হয়েছে আপনি ওর হাতে মেহেদি দিয়ে দেওয়ার কারণে। খুবই সুন্দর ছিল কিন্তু এরকম সিম্পল মেহেদী আর্ট আমার ভীষণ ভালো লাগে। আমিও আপনার মত নিজের হাতে মেহেদি দিতে এত বেশি পছন্দ করি না। কালারটা মনে হয় খুবই সুন্দর হয়েছে। খুবই নিখুঁতভাবে অঙ্কন করে শেয়ার করলেন ধন্যবাদ।
ঠিকই বলেছেন আমার ছোট বোন মেহেদী দিতে খুবই পছন্দ করে। মেহেদি দেওয়াতে সে অনেক খুশি হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।