হটাৎ প্ল্যানে ডিসেম্বরে নানুবাড়ি যাওয়ার মুহূর্ত
আসসালামু আলাইকুম
ডিসেম্বর মাস টা ছোটবেলায় কম বেশি আমরা সবাই খুব আনন্দের সাথে কাটিয়েছি। স্কুলের ফাইনাল এক্সাম শেষ করে শীতের দিনে নানুবাড়ি তে গিয়ে সবাই একসাথে হওয়ার অনুভূতি টাই অন্যরকম। বেশ কিছু বছর পর এই বছর ডিসেম্বরে নানুবাড়ীতে আসতে পেরেছি। এমনিতে রোজার ঈদের পরেরদিন আসা হয় নানু বাড়িতে। এবার ডিসেম্বরেও আসা হলো। আমার নানু বাড়ি নোয়াখালী তে। গতকাল এসেছিলাম। গাজীপুর থেকে গতকাল একদম ভোর বেলায় রওনা দিয়েছি। গাজীপুর থেকে নোয়াখালী বেশ লম্বা জার্নি। আর শুক্রবার হরতাল অবরোধ শেষ হলো তাই রাস্তায় জ্যাম এর ভয়ে বেশ সকাল সকাল রওনা দিয়েছি। গাড়ি ভোর প্রায় সাড়ে চার টায় চলে এসেছে। আমরা রেডি হয়ে বের হতে হতে ৫ টা বেজে যায়। রাস্তা একদম ফাঁকা ছিল বলতে গেলে।
আমরা নতুন উদ্বোধন হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছি। অনেক তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এসেছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়াতে আসলেই খুব ভালো হয়েছে। জার্নি টা কমে এসেছে এখন। আগে এইটুকু পার হতে অনেক বেশি সময় লাগতো। এবার বেশ তাড়াতাড়ি চলে এসেছি।
মেঘনা নদীর ব্রিজ পার হওয়ার সময় দেখলাম সেদিকে বেশ কুয়াশা। ঢাকার দিকে অত টা কুয়াশা ছিল না। কুয়াশার কারণে আশেপাশের কিছুই দেখা যাচ্ছিল না। আর এদিকে ঠান্ডা টাও বেশি ছিল। গাজীপুরে ঠান্ডা তেমন ছিল না। এখানে আসার পর দেখলাম ভালোই ঠান্ডা পড়ছে। আমরা সাড়ে দশটার সময়ই এসে পৌঁছাই।
এবার আগে থেকে তেমন কোনো প্ল্যান ছিল না আসার। তবে হটাৎ করে আমার ছোট মামা কোরিয়া থেকে দেশে এসেছেন। উনি আসার কারণেই উনার সাথে আমরাও চলে আসলাম। আমার সব খালামণি কাজিন সবাই এসেছে এই উপলক্ষে। সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আর আমার নানুবাড়িতে মানুষও বেশি হওয়ায় সবাই খুব মজা করি।
ধন্যবাদান্তে
@isratmim
হঠাৎ প্ল্যানেই আনন্দ বেশি আর যেহেতু ডিসেম্বরে নানার বাড়ি গিয়েছেন সে হিসেবে আনন্দটা আরও বেশি হবে। আগে আমরাও একসময় পরীক্ষা শেষ হলে ডিসেম্বরে নানুর বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি তাড়াহুড়া করতাম। পরীক্ষা যেদিন শেষ হতো সেদিন বিকেল বেলায় রওনা দিতাম। আর এখন তেমন একটা যাওয়া হয় না। যাই হোক খুব ভালো লাগলো আপনাদের এই অনুভূতি পড়তে পেরে।
আমার এই অনুভূত পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আসলেই সেই দিনগুলো খুবই মিস করি। পরীক্ষা শেষ হয়ে যেত সেই সময় ঘোরাঘুরির দারুন একটা সুযোগ থাকতো । সময়টা কেমন যেন হয়ে গিয়েছে। যাইহোক, আপনার নানুর বাড়িতে যাওয়ার মুহূর্তটি খুবই সুন্দর ছিল। অনেক দূরের জার্নি খুবই সুন্দর মুহূর্ত কাটবে আশা করি। কারণ আপনার মামা কোরিয়া থেকে দেশে এসেছে অনেক গিফট পাবেন । সুন্দর মুহূর্ত সবার জীবনেই এভাবে আসুক সেটাই প্রত্যাশা করি।
হ্যাঁ অনেক গিফট পেয়ে পেয়েছি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
হঠাৎ প্ল্যানে কোথাও যেতে বেশ ভালো লাগে। আপনার মামা কোরিয়া থেকে দেশে এসেছে জেনে ভালো লাগলো আপু ও আশা করি ভালো গিফট পাবেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
হঠাৎ করে কোথাও যাওয়ার মজাটাই যেন অন্যরকম। আর নানু বাড়ি যাওয়ার কথা শুনলে তো আরো আনন্দটা বেশি বেড়ে যায়। আপনার ছোট মামা কোরিয়া থেকে দেশে এসেছে সেই উপলক্ষে সবাই এক জায়গায় হয়েছেন। তাহলে আনন্দের পরিমাণটাও তো অনেক বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে। যাইহোক আপনি খুবই সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপু ধন্যবাদ।
ঠিকই বলেছেন হঠাৎ করে কোথাও যাওয়ার মজাটাই আলাদা সবাই মিলে বেশ আনন্দ করেছি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
এটা ঠিক বলেছেন আপু আমরাও ডিসেম্বরে সবাই মিলে নানু বাড়িতে খুব মজা করতাম।এখন আর সেটা হয়না।যাই হোক আপনারা সবাই মিলে ছোট মামার দেশে আসার কারনে সবাই মিলে নোয়াখালী নানু বাড়ি গেলেন।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। আশাকরি নানু বাড়িতে খুব সুন্দর সময় কাটাবেন সবাইকে নিয়ে।
আমার অনুভূতিগুলো পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আসলেই ডিসেম্বর মাসে আমরা ছোটবেলায় বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম। কারণ পড়াশোনার ঝামেলা থাকতো না। যাইহোক হঠাৎ প্ল্যান করে তাহলে নানু বাসায় চলে গেলেন। আমার বাসার সামনে দিয়ে অর্থাৎ মদনপুর দিয়েই গিয়েছেন তাহলে আপু। আপনার ছোট মামাও কোরিয়া থাকে তাহলে। আমি আর আমার ছোট ভাই ও কোরিয়াতে ছিলাম। যাইহোক বেশ মজা করতে পারবেন তাহলে এবার। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অবেষেশে নোয়াখালি চলে গেলেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কারনে ঢাকার ভিতর থেকে বের হতে সহজ হয়েছে। আমিতো ভেবেছিলাম ট্রেনে যাবেন। বাস থেকে ট্রেন ভাল ছিল। যায়হোক সব কাজিন মিলে অনেক আনন্দ করে। হ্যাপি জার্নি। ধন্যবাদ।