নাটক রিভিউ || "অনুগমন"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "অনুগমন"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক টি কিছু দিন আগেই দেখেছিলাম। তবে রিভিউ শেয়ার করা হয়নি। তাই আজকে করলাম। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | অনুগমন |
---|---|
প্রযোজক | ইমাম হোসাইন ইমন |
পরিচালনা | জারসন বম |
অভিনয়ে | আরশ খান, তাসনুভা তৃষা, তরিক আনাম খান, মিলি বাসের সহ আরো অনেকে। |
সময়কাল | ৪৭:৫৯ |
নাটকের নায়কের নাম থাকে মাহের এবং নায়িকার নাম থেকে অবন্তি। নাটকের প্রথমেই দেখা যায় একটা পরিবারের বাবা এবং মা দুজনেই ঝগড়া করছে। বাবা কোন ধরনের কাজ করে না তাই তাদের মধ্যে ঝগড়া হচ্ছিলো। ঝগড়ার মধ্যে হঠাৎ করে তাদের ডিভোর্সের কথা উঠে। বাবা রাগের মাথায় বলে তাকে তার ছেলে নিয়ে বের হয়ে যেতে। এরপর নাটকে নায়কের যে মা থাকে সে নায়ক কে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর নায়কের মা চাকরি করে নায়ক কে নিয়ে আলাদা থাকা শুরু করে। এভাবেই তার মা তাকে বড় করে। তবে মেহের বড় হওয়ার পর অনেকটা তার বাবার মত হয়েছে। সে অবন্তি কে বিয়ে করে কিন্তু তারপরও সে কোন চাকরি করেনা। মাহের এর ফটোগ্রাফি করার অনেক শখ। তবে ফটোগ্রাফি করে সংসার চালানো যাবে না। তাই তার মা তাকে বকাঝোকা করে মাঝে মধ্যে। তবে এরপর অবন্তি তাকে সবকিছু বুঝিয়ে বলে। তারপর মাহের তার বন্ধুর সাথে কথা বলে একটা চাকরির ব্যাপারে। সে পরিবারের সবাইকে জানায় সে একটা ইন্টারভিউ দিতে যাবে। এটা সময় তাদের পরিবারের সবাই বেশ খুশি হয়।
তারপরের দিন মাহের এর চাকরিটা হয়ে যায় এবং সে মিষ্টি নিয়ে বাসায় ফিরে। বাসায় এসে দেখে তার মা বাসায় নেই। এরপর সে তার মাকে কল দেয়। কল দেওয়ার পর মা জানায় তিনি মাহের এর জন্য নতুন জামা কাপড় কিনতে গিয়েছেন। কলে কথা বলার মধ্যেই হঠাৎ করে তার মায়ের চিৎকার শোনা যায়। অর্থাৎ রাস্তায় তার মা এক্সিডেন্ট করে। এবং তার মা মারা যায়। মাহের এটাতে বেশ কষ্ট পায়। কারণ তার বাবা ছাড়া তার মা তাকে অনেক কষ্ট করে বড় করেছে। আর সে তার মাকে ভীষণ ভালোবাসে। তার মায়ের মৃত্যুর খবর পেয়ে তার বাবা সেখানে আসে। তবে সে কোন ভাবেই তার বাবাকে সেখানে থাকতে দেয় না। কারণ সে ছোটবেলায় দেখেছে যে তার বাবা তার মাকে কতটা কষ্ট দিয়েছে। তার বাবা অনেকবার অনুরোধ করে শেষবারের মতো দেখার জন্য তবে মাহের কোনভাবেই এটাতে রাজি হয় না। সে তার বাবাকে সেখান থেকে বের করে দেয়।
তার বাবাও এই ব্যাপারটা নিয়ে বেশ অনুতপ্ত হয়। উনি চায় মাহের এর সাথে থাকতে। তারপর উনি অবন্তীর সাথে একদিন দেখা করে। অবন্তি মাহের কে অনেকবার বুঝিয়ে বলার পরেও মাহের কোনো ভাবেই তার বাবাকে মেনে নিতে রাজি হয় না। এরপর অবন্তি একটা প্ল্যান সাজায়। ও মাহের কে বলে তার বাবা হার্ট অ্যাটাক করেছে এবং উনাকে হসপিটালে দেখতে যেতে হবে। তবে মাহের যেতে রাজি হয় না। তারপর অবন্তী হসপিটালে গিয়ে ওনাকে বাসায় নিয়ে আসে। অবন্তি চেষ্টা করছিল তাদের বাবা এবং ছেলেকে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু মাহের সেটা চাইতো না।
হঠাৎ একদিন মাহের অফিস থেকে এসে অবন্তী এবং তার বাবার কথা শুনে ফেলে। এবং সে বুঝে যায় যে এটা পুরোটা অবন্তীর প্ল্যান ছিল। তারপর সে অবন্তীর সাথে অনেক রাগারাগি করে। এক পর্যায়ে সে অবন্তি কে ডিভোর্সের কথা বলে। ঠিক তখনই তার বাবা চলে আসে। এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে অবন্তীর কোন দোষ নেই। আর তার বাবা চায় না তাদের সংসারের মতো তার ছেলের সংসারটাও নষ্ট হয়ে যাক। এরপর উনি চলে যেতে চাইলে মাহের তাকে আটকায়। এবং শেষে তাদের মিল হয়ে যায়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নাটকটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সচরাচর গল্প গুলো থেকে কিছুটা ভিন্ন ধরনের একটা গল্প ছিল। আর আমি ভিন্ন ধরনের গল্পের নাটক গুলো দেখতে বেশ পছন্দ করি। প্রথমত নাটকের নামটা আমার কাছে ভীষণভাবে লেগেছে তাই নাটকটা দেখতে গিয়েছিলাম। আসলে রাগের মাথায় মানুষ একটা সম্পর্ক শেষ করে ফেলে তারপরে সারা জীবন সেটা নিয়ে আফসোস করতে হয়। আমাদের সমাজে এখন এইরকম চিত্র অনেক দেখা যায়। এছাড়াও এই নাটকের মধ্যে একটা পরিবারের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। সবমিলিয়ে নাটকটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। আরশ খানের নাটক দেখতে খুব ভালো লাগে। অনেক দিন হয়েছে নাটক দেখা হয় না। তবে আপনাদের রিভিউ গুলো পড়তে খুব ভালো লাগে। আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য রইল শুভকামনা।
এই সুন্দর নাটকের রিভিউ করেছেন। আমি দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
নাটকটি দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপনি। এই প্রজন্মের নাট্যকাররা খুব সুন্দর হাস্যকর রোমান্টিক নাটক করে থাকে। খুব ভালো লাগলো আপনার রিভিউ দেখে। না দেখায় একটা নাটক সম্পর্কে ধারণা পেলাম।
নাটকের রিভিউটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অনুগমন নাটকটা এখনো পর্যন্ত আমি দেখি নি। তবে আমার কাছে এই নাটকের সম্পূর্ণ রিভিউ ভালো লেগেছে পড়তে। এই গল্পের পুরো কাহিনীটা ছিল অনেক বেশী সুন্দর। পুরো রিভিউ টা ভালো লেগেছে। তাই ভাবছি সময় পেলে আমি নাটকটা দেখে নেবো। ধন্যবাদ এই নাটকের রিভিউ সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশাকরি আপনার কাছে বেশ ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
দারুন লাগলো তো অনুগমন নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। অনুগমন নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে অনুগমন নাটক রিভিউ করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করার নাটক দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠিক বলেছেন আপু আসলে আমাদের সমাজে রাগের মাথায় অনেক মানুষ সম্পর্ক নষ্ট করে ফেলে এটা খুব বেশি দেখা যায়। তবে এই নাটকটি দেখে বেশ ভালো অভিজ্ঞতার সৃষ্টি হলো আমার। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
আরশ খানের প্রতিটা নাটক আমার কাছে অনেক ভালো লাগে।সময় পেলে আমি আরশ খানের নাটক মাঝে মাঝে দেখে থাকি।যাইহোক আপনি অনেক সুন্দর ভাবে পুরো নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রিভিউ টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই সুন্দর হয়েছে আপনার এই নাটকের রিভিউ৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের অসাধারণ নাটক এর রিভিউ এখানে শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগলো৷ একই সাথে নাটকের রিভিউ এর মাধ্যমে এই নাটকটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম৷ আমি অবশ্যই সময় করে নাটকটি দেখে নেব৷
আমি প্রায় সময় নাটক দেখে থাকি। তবে অনুগমন এই নাটকটি দেখা হয়নি। আরশ খানের নাটক ভালোই লাগে। অনুগমন নাটকের পটভূমিটা ভালোই লেগেছে। সময় করে নাটক টি দেখবো। দারুন রিভিউ করেছেন। ধন্যবাদ।