অসহায় মানুষের প্রতি ভালোবাসাsteemCreated with Sketch.

in Incredible India3 months ago (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আপনাদের মাঝে আজ আমি ব্যতিক্রম একটা গল্প নিয়ে হাজির হব আশা করি সবার ভালো লাগবে।

মানব ধর্ম পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। আমাদের মনের ভিতরে যে বিবেক আছে অসহায়ত্ব মানুষের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান মানব ধর্মের শ্রেষ্ঠ ইবাদত।

জীবনে চলার পথে দেখবেন কত অসহায় মানুষ আমাদের চারপাশে বসবাস করে আসছে তাদের দেখার মত কোন আপনজন বা আশেপাশের কোন মানুষ এগিয়ে আসেনা কিন্তু যারা একমাত্র মানব ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে তারাই একমাত্র অসহায় এতিম মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

IMG_20240330_131338_472~2.jpg

আমি ছোট্ট একটা বর্ণনা দিয়,, আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা একমাত্রই দেখবে রাস্তার পাশে কিভাবে অচেতন অবস্থায় শুয়ে থাকে কেউবা অসুস্থ কেউবা নেশাগ্রস্ত হয়ে রাস্তার পাশে জনবহুল মানুষের সমগামের ভিতরে তারা শুয়ে থাকে। এদের ভিতর অধিকাংশ আমার দেখা মতে,,অল্প বয়সী বৃদ্ধ ঠিকানাহীন মানুষের বসবাস বেশি কিন্তু আমাদের দেশে অধিকাংশ অসহায়ের থেকে নেশাগ্রস্ত মানুষেরা রাস্তায় এইভাবে শুয়ে থাকে।

IMG_20240406_114032_696.jpg

এদের সাধারণত ভিক্ষা করা এদের একমাত্র কাজ কিন্তু এদের কারণে যারা প্রকৃতি পক্ষে অসহায় তারা সাধারণ মানুষের কাছ থেকে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যারা নেশাগ্রস্ত তারা অধিকাংশ নিজেদের পেট চলার মত ভিক্ষা বৃত্তি করে জীবন পরিচালনা করে।

আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি বেশ কয়েকদিন আগে রোজার ভিতর এই যে একজন বৃদ্ধ মানুষের ছবি দেখছেন ইনি ঠিকানাহীন অসহায় অসুস্থ একজন মানুষ তিনি রাস্তার পাশে কোন দোকান এর সামনে নিজের জীবন অসহায়ের মতন পার করছেন। তার চলার শক্তিটুকু নেই কোন সহৃদয়বান ব্যক্তির যদি তার প্রতি মায়া লাগে তাহলে তাকে বেঁচে থাকার মত কোনরকম পেটে খাবার জোটে আমি তাকে প্রায় দেখে থাকি।

আমি যখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি তখন মনে খুব আগ্রহ জাগে তার পাশে গিয়ে তার মনের কথাগুলো জানতে কিন্তু আমার সেই সময়টুকু হয়ে ওঠে না যে তার কথাগুলো আমি শুনবো হঠাৎ একদিন ইফতারের বেশ আধা ঘন্টা আগে আমি ইফতারের জন্য কিছু জিনিস কেনাকাটার জন্য এই গলিতে গিয়েছিলাম তিনি অসহায়ের মত রাস্তায় বসে আছে আমিও আর দেরি না করে তার পাশে দাঁড়ালাম আমি বললাম চাচা আপনি কি খুব অসুস্থ আপনার কি কোন কিছুর প্রয়োজন কোন কিছু খাবেন তিনি উত্তরে হ্যাঁ সূচক কথাটা বললেন কিন্তু খুব অসহায়ের মতোন আমি আমার সাধ্যমত তাকে কিছু কিনে দিয়ে বাসায় আসার জন্য রওনা দিব এই সময় তিনি আমার হাতে থাকা আঙ্গুর দেখে বলছেন সে কিছু ফল খেতে চাই আর আমার হাতে পাকা টমেটো ছিল সে নাকি টক জাতীয় জিনিস খেতে অনেক পছন্দ করে আমিও দুইটা টমেটো আর কিছু আঙ্গুর ফল দিয়ে বাসায় আসলাম ইতিমধ্য দুঃখজনক যে তিনি ২১ রমজানে মারা গিয়েছে প্রচন্ড জ্বরের ভিতর আমার কাছে দুঃখজনক হলেও এটা অনেক কল্যাণকর কারণ এভাবে রাস্তাঘাটে জীবন যাপন করার থেকে

পরোলোকগমন করা অনেক শান্তির। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার সকল পাপগুলো ক্ষমা করে দিও তাকে যেন জান্নাত নসিব দান আমিন।

আজকের মত এখানে শেষ করছি,, লেখার ভিতর কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

  • বিশেষ দ্রষ্টব্য

এই লেখাটা লিখতে গিয়ে প্রথমবার কপি করতে গিয়ে সম্পূর্ণ লেখাটা ডিলিট হয়ে গিয়েছিল তখন নিজের কাছে এতটা কষ্ট লাগছিল যে কেউ আমারে মার্ডার করলেও এমন কষ্ট হতো না খুব মুসিবদের মধ্যে পোস্টটা করলাম 😅

Sort:  
Loading...
 3 months ago 

লেখাটি সম্পূর্ণ না পড়লে হয়তো বা অনেক কিছুই মিস করতাম। সর্বশেষ আপনার অনুভূতিটা যেভাবে প্রকাশ করছেন তাতে মনে হল যে সময় সম্পর্কে আপনি অনেক সচেতন আসলেই একটা লেখা লিখতে গেলে অনেক ভাবনা চিন্তা করে লিখতে হয় তারপর যদি শেষ পর্যায়ে এসে ওটা ডিলিট হয়ে যায় তাহলে নিজের কাছে অনেক খারাপ লাগে।

যাইহোক অসহায় মানুষ সম্পর্কে আপনার সুন্দর আর্টিকেলে প্রশংসা করতে হয় । কেননা অসহায় মানুষ নিয়ে আমরা অনেকেই ভাবি না। কিন্তু এটা আমারও আপনার ভাবা উচিত তার পাশাপাশি সরকারের উচিত যে রাস্তার পাশে যারা অসহায় পড়ে রয়েছে তাদের বাসস্থানের ব্যবস্থা করা তাদের খাদ্যবস্তরের ব্যবস্থা করা। তাদের অধিকার আছে আমাদের কাছে। আল্লাহ সুবাহানাতালা বলেছেন যাদেরকে আমি প্রচুর সম্পদ দিয়েছি তারা নিজেরা খাও এবং যারা ক্ষুধার্ত আছে তাদেরকেও খাওয়াও।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য, লেখাটা আমি খুব কষ্ট করে দ্বিতীয়বার রেখেছিলাম। অসহায় মানুষের প্রতি আমার সেই ছোট্টবেলা থেকে তাদের প্রতি মায়া ভালবাসা অনেক কিন্তু সমার্থের কারণে তাদের জন্য কোন কিছু করা হয়ে উঠে না ইনশাআল্লাহ জীবনে কোন কিছু করতে পারে তাদের জন্য কিছু করার ইচ্ছা আছে।

 3 months ago 

ইচ্ছা থাকলে একদিন পূরণ হবে ইনশাআল্লাহ কয়েকজনের বা আপনার মত মন রয়েছে। অনেকেরই অর্থ আছে কিন্তু মন নাই যাদের মন আছে অর্থ নাই। আপনার যে অসহায় মানুষের প্রতি এমন ভালোবাসা সেটা আপনার লেখায় প্রকাশ প্রকাশ পেয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69672.37
ETH 3356.16
USDT 1.00
SBD 2.74