পুথির ব্রেসলেট। পর্ব ৩।১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুথি দিয়ে ব্রেসলেট তৈরি। ব্রেসলেট বানাতে আমার বেশ ভালই লাগে। আজকের ব্রেসলেটি দেখতে যতটা সহজ। বানানো ততটা সহজ নয় । এগুলো বানাতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। বানানো হয়ে গেলে পরে খুবই ভালো লাগে। তাহলে চলুন এবার দেখে নেয়া যাক আমি কিভাবে পুঁথি দিয়ে ব্রেসলেট তৈরি করেছি।

20220830_113300.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • বিভিন্ন কালারের পুথী
  • সুতা
  • সুই।

20220830_111552.jpg

20220830_111543.jpg

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220830_111543.jpg

20220830_111920.jpg

প্রথমে একটি লাল সুতা নেই। এরপর ছোট একটি সাদা পুথী এবং বড় একটি লাল পুথী সুতায় গেঁথে নেই।

ধাপ ২ঃ

20220830_112308.jpg

20220830_112405.jpg

এভাবে পর্যায়ক্রমে ১২ টি সাদা ছোট পুঁথি এবং বারোটি লাল বড় পুথি সুতায় গেথে নেই।

ধাপ ৩ঃ

20220830_112452.jpg

20220830_112608.jpg

এরপর অন্য একটি সুতায় ছোট সাদা পুথি গেথে নেই ।

ধাপ ৪ঃ

20220830_112801.jpg

এভাবে করে সুতায় গেঁথে নেই।

ধাপ ৫ঃ

20220830_113331.jpg

20220830_113300.jpg

পর্যায়ক্রমে একটি ছোট পুথি এবং একটি বড় লাল পুথি গেথে নেই। এবার হয়ে গেল আমার পুথি দিয়ে ব্রেসলেট বানানো।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  

This post was selected for
Curación Manual- Manual Curation

@tipu curate

 2 years ago 

পুতি দিয়ে চমৎকার একটি ব্রেসলেট তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। এই পুতির ব্রেসলেট হাতে পড়লে দেখতে খুবই সুন্দর লাগবে। তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ব্রেসলেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টে সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

পুঁথি দিয়ে অনেক সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন। এটা হাতে পরলে বেশ সুন্দর লাগবে। ছোটবেলায় আমরাও এই ব্রেসলেট গুলো অনেক তৈরি করতাম। কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয় না। আপনার ব্রেসলেট তৈরি দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু, আমিও ছোটবেলায় পুতি দিয়ে এভাবে ব্রেসলেট তৈরি করতাম। হঠাৎ মনে পড়ে গেল তাই আপনাদের মাঝে আবার পুথি দিয়ে ব্রেসলেট বানিয়ে শেয়ার করলাম।

 2 years ago 

আপনি তো দেখছি পুঁতি দিয়ে খুবই সুন্দর একটি ব্রেসলেট তৈরি করে। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আপনার এই ব্রেসলেট তৈরি। খুবই সুন্দর ভাবে দক্ষতা সহকারে এটি উপস্থাপনা করেছেন এবং শেয়ার। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বানানো পুতির ব্রেসলেট টা আপনার অনেক ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

ওয়াও অসাধারণ ছিল পুথির ব্রেসলেট। এভাবে ব্রেসলেট তৈরি করে হাতে দিতে আমার অনেক ভালো লাগে। আর আপনি দেখছি দুইটি কালারের প্রতি দিয়ে অনেক সুন্দর ভাবে ব্যাচলেট তৈরি করেছেন প্রতিটি ধাপ অসাধারণ ছিল ধন্যবাদ।

 2 years ago 

বিভিন্ন কালারের পুথি দিয়ে ব্রেসলেট বানালে দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ব্রেসলেট হাতে পড়তে আমার খুবই ভালো লাগে। কিন্তু আমি কখনো তৈরি করিনি। দোকান থেকে কেনা ব্রেসলেট পড়েছি। কিন্তু আপনার ব্রেসলেট বানানো দেখে আমার খুবই ভালো লাগলো আপনার দেখানো প্রতিটি ধাপ অনেক সুন্দর ছিল এই ধাপ গুলো দেখে খুবই সহজেই ব্রেসলেট তৈরি করতে পারব। ধন্যবাদ আপনাকে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ছোটবেলা আমরা এভাবে পুথি দিয়ে ব্রেসলেট বানিয়ে হাতে পড়তাম। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি পুথি দিয়ে অনেক সুন্দর করে ব্রেসলেট তৈরি করেছেন। ব্রেসলেটটি দেখতে খুব অসাধারণ লাগলো। খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আমার বানানো ব্রেসলেট টা আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু ঠিকই বলেছেন দেখতে যতটা সহজ মনে হয় বানাতে কিন্তু ততটা সহজ নয়।আমিও একবার বানিয়েছি অনেক সময় লেগেছিল। আমরা আগে মেলায় গিয়ে এই ব্রেসলেটগুলো কিনতাম।আপনার এই ব্রেসলেট দেখে সেই সময়ের কথা মনে পড়ে গেল।যাই হোক ব্রেসলেট দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে।সাদা লালের কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ।

 2 years ago 

আমার ব্রেসলেট টি আপনার ভালো লেগেছে যেনে আমার খুবই ভালো লাগলো। সাদা লাল পুথি দিয়ে ব্রেসলেট বানালে দেখতে অনেক সুন্দর লাগে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65744.86
ETH 3466.75
USDT 1.00
SBD 2.62