কয়েকটি রেনডম ফটোগ্রাফি📸
"হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি বেশ কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। ঘোরাঘুরি করতে আমরা মোটামুটি সবাই পছন্দ করি। তবে আমি শহরের আর্টিফিশিয়াল জায়গা গুলো থেকে গ্রামের প্রকৃতির মাঝে ঘুরতে বেশি পছন্দ করি।কিছুদিন আগে শেয়ার করেছিলাম ঘোরাঘুরি করার সুন্দর মুহূর্ত। আমাদের গ্রামের পাশেই বাজারে একটি রেস্টুরেন্ট আছে সেখানে গিয়েছিলাম। আমাদের এলাকায় একটি মাত্র জায়গা যেখানে চাইনিজ খাবার পাওয়া যায় বা সময় কাটানোর মতো সুন্দর জায়গাও বলতে পারেন।
আসলে গ্রামের মানুষ এই জায়গাগুলোতে খুব একটা পছন্দ করে না যাওয়া। কেননা তাদের এই জায়গা গুলোতে যাওয়ার প্রয়োজনই পড়ে না।আমরা যারা শহরে থাকি এই জায়গা গুলো মনে হয় শুধু আমাদের জন্যই।গ্রামের কাউকে ঘুরতে যেতে বললে সবাই বলে এমন প্রকৃতি আমরা সবসময়ই দেখে থাকি তাই এই আর্টিফিশিয়াল জিনিসগুলো আমাদের খুব একটা ভালো লাগে না। যাইহোক জায়গাটাতে ঘুরতে গিয়ে আমার বেশ ভালই লেগেছিল আমি একটি ভিডিওগ্রাফিও করেছি সময় করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। এখানকার পরিবেশ সত্যিই অনেক সুন্দর। আশেপাশে অনেক ফুলের গাছ লাগানো ছিল। ভেবেছিলাম সবগুলো ফুলের ফটোগ্রাফি করব। কিন্তু ভিডিওগ্রাফি করতে গিয়ে ফটোগ্রাফি করার কথা আর মনে ছিল না। তাই যে কয়েকটা ফটোগ্রাফি করতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভাল লাগবে।
প্রথমে যে ফটোগ্রাফিটি শেয়ার করছি এটি হচ্ছে কাঁঠগোলাপ। কাঁঠগোলাপ আমার খুব পছন্দের একটি ফুল। এই ফুলটি চোখের সামনে পড়ার সাথে সাথে আমি সেখানে গিয়ে একটি ফটোগ্রাফি করেছিলাম যদিও ফুলটি এখনো ভালোভাবে ফোটেনি তবে দেখতে বেশ ভালো লেগেছিল।আমার মতো আপনারা কে কে কাঁঠগোলাপ পছন্দ করেন জানাবেন।
যাওয়ার পথে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। মনে হচ্ছিল আকাশ থেকে আগুন ঝরছে। প্রচন্ড গরমে রাস্তায় মৃদু বাতাস সাথে আকাশের এমন দৃশ্য আমার কাছে সব মিলিয়ে খুবই ভালো লেগেছিল। আমিতো মুগ্ধ হয়ে শুধু আকাশটা দেখছিলাম।
এই ফুলের নাম আমার জানা নেই। এই প্রথমবার দেখেছিলাম। দেখতে বেশ ভালো লাগছিল একই গাছে একই ফুলের বেশ কয়েকটি কালার আমি দেখেছিলাম।পুরো গাছ জুরে ফুল ফুটেছিল। খুবই সুন্দর লাগছিল দেখতে।
এই ফুলগুলোর সাথে আমরা সবাই পরিচিত। বাসার সামনে দরজায় এই ফুলের চারা গুলো লাগালে বাসার সৌন্দর্য অনেক বেড়ে যায়।ইচ্ছে আছে আমার বাড়িতে এই ফুলে চারা আমি লাগাবো। সবুজ গাছের মধ্যে সাদা সাদা এ ছোট ছোট ফুল গুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে।
তো যাই হোক বন্ধুরা ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমি খুব একটা করতে পারি না তবে চেষ্টা করি টুকটাক ফটোগ্রাফি করার। আমার মনে হয় এখন এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যেখানেই যাই সেখানে কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করি। কেমন লেগেছে আজকের ফটোগ্রাফির গুলো জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
আসলে আপনি কিন্তু দিনের বেলা এবং রাতের বেলায় দুই ধরনের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে দিনের বেলার সূর্য অস্ত যাওয়ার ছবিটা আপনি খুব সুন্দর ভাবে আপনার ফোনের ক্যামেরায় বন্দি করেছেন। এছাড়াও বাকি ছবিগুলো আপনি কিন্তু খুব সুন্দর তুলেছেন। আর প্রতিটা ছবির বর্ণনা খুব সুস্পষ্টভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর একটি মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো দাদা। ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
শহরের আর্টিফিশিয়াল সাজানো জিনিসের চাইতে গ্রামের সবুজ প্রকৃতি অনেক সুন্দর দেখতে। আপনারা খুব সুন্দর একটি জায়গা নির্বাচন করেছিলেন ঘোরাঘুরি করার জন্য। সেখান থেকে নেওয়া ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে দেখে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
রেনডম ফটোগ্রাফি পোস্ট মানেই বিভিন্ন রকমের ফটোগ্রাফি দেখার সুযোগ।আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অনেক সুন্দর।বিশেষ করে নাম না জানা সেই ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক একটি মন্তব্য করার জন্য।
ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন আপ। কাঠগোলাপ টা খুবই সুন্দর লাগছে। পাশাপাশি বিকেলের সুন্দর প্রকৃতি টাও চমৎকার। বেশ কিছু ফুলের ফটোগ্রাফি রাতে করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার করা ফটোগ্রাফি গুলো।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আকাশের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে আকাশে আগুন ধরেছে। দারুন হয়েছে আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বি আপু এই গোধূলি লগ্ন টা আমার বেশ ভালো লাগছিল। মনে হচ্ছে আকাশ থেকে আগুন ঝরছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
ভীষণ সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন আপনি, পড়ন্ত বেলার দৃশ্যটি খুবই মনোরম। মাঝের ওই নাম না জানা ফুলগুলো একসময় দেখতাম পাহাড়ি এলাকায় জঙ্গলের মধ্যে ফুটে থাকতো। এখন তো ঘরে ঘরেই লাগিয়ে রাখে দেখি। আমিও এর নাম জানিনা। কাঠ গোলাপের ছবিটি খুব ভালো লেগেছে আমার খুব পছন্দের ফুল।
ফটোগ্রাফি ব্লগ দেখে সুন্দর মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অসাধারণ আপু অসাধারণ আপনার হাতে উঠানো রেনডম ফটোগ্রাফিগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল তার মধ্যে গোধূলি লগ্নের আকাশের আগুন ঝরা ফটোগ্রাফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু রেনডম ফটোগ্রাফিগুলো শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ফুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ফুল হচ্ছে সৌন্দর্যতার প্রতীক। আসলে ফুল দেখতে খুবই ভালো লাগে। ফুলের দুর্দান্ত ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। সত্যি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।