ফেলনা কফির স্টিল বক্সে পেইন্টিং 🎨

in আমার বাংলা ব্লগ12 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম। আজ আমি একদমই আলাদা একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক কাপড়ে কিছু পেইন্টিং করেছিলাম আগে।তবে অনেকদিন থেকে আর সেটা করা হয় না। বাসায় কিছু রুমে লাগানোর জন্য গাছ এনেছি। এর আগে অনেক বার বলেছি বাগান করতে বা গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে। বাসার বেশ কিছু জায়গায় দেখলাম গাছ লাগালে সুন্দর লাগবে দেখতে। সেই চিন্তা ভাবনা থেকেই গাছগুলো সংগ্রহ করেছি। এখান থেকে বাজার অনেকটা দূরে তাই টপ কেনার সময় নেই।কিছুদিন পর বাসায় বেশকিছু মেহমান আসবে তাই ভাবছি বাসাটা একটু সাজিয়ে তুলবো।

বাসায় কিছু অপ্রয়োজনীয় পুরাতন জিনিস ছিল। আর ঘরে যেহেতু রং ও আছে তাই ভাবলাম সুন্দর করে কিছু পেইন্টিং করি যদিও খুব ভালো পারি না তবে ওই টুকটাক চেষ্টা করেছে আর কি। তবে প্রথমেই যে টপটি তৈরি করেছিলাম সেটি হচ্ছে একটি কফির স্টিল বক্স। আমি খুবই সহজ ভাবে পেইন্টিংটি করেছি। সেটিই আপনাদের সাথে শেয়ার করছি।

1000017450.jpg

1000017449.jpg
1000000121.png

উপকরণ
এক্রেলিক রং
কফি বক্স
তুলি

1000017448.jpg

ধাপ-১

প্রথমে কফি বক্সটিতে আমি তুলি দিয়ে সাদা রং করে নিয়েছি।

1000017447.jpg

ধাপ-২

সাদা রং শুকিয়ে গেলে এরপর আমি হলুদ রং করে নিয়েছি।

1000017446.jpg

ধাপ-৩

এরপর বক্সটি পুরোপুরি শুকিয়ে গেলে আমি বেগুনি রং দিয়ে একটি ফুল এঁকে নিয়েছি।

1000017445.jpg

ধাপ-৪

একই রকমের বেশ কিছু ছোট ছোট ফুলে আমি এঁকে নিয়েছি। এরপর সাদা রং দিয়ে ফুলের মধ্যে গোল করে দিয়েছি।

1000017454.jpg

ধাপ-৫

এবার সবুজ রং দিয়ে আমি কয়েকটি ডাল এঁকে নিলেই তৈরি আমার গাছ লাগানোর টব।

1000017444.jpg

ফাইনাল লুক

এরপর আমি সুন্দর দেখে একটি গাছ টবে লাগিয়েছি।

1000017449.jpg

তো যাই হোক এই ছিল আমার আজকের পেইন্টিং টি। যদিও আমি এটি প্রথম বার করেছি এছাড়াও বেশ কিছু কাঁচের গ্লাসে আমি পেইন্টিং শুরু করেছি।খুব তাড়াতাড়ি সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তবে এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্য এবং উৎসাহ পেলে নতুন কিছু করার চেষ্টা করব। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

কফির স্টিল বক্সে পেইন্টিং অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ। ধাপে ধাপে শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ।

 11 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 12 days ago 

এমম ফেলনা জিনিস থেকে ঘর সাজানোর জিনিস বানালে আমার সেগুলো ভীষণ ই ভালো লাগে। আপনি তো দেখছি পুরো স্টিল কফির জার এর লুক ই বদলে দিয়েছেন। হলুদ রঙ সুন্দর ফুটেছে কিন্তু। তবে ফুল কি এক পাশেই এঁকেছেন? বাকি পাশ গুলোয় কিছু করেন নি? তবে স্টিলের বক্সে যেহেতু গাছ লাগানো হয়েছে পানি হিসেব করে দিবেন আপু যেন নিচে জমে না যায়। অবশ্য এ বিষয়ে আপনি তো জানেন নিশ্চয়ই!

 11 days ago 

হ্যাঁ আপু শুধু এক পাশেই এঁকেছি। পানি যেন না জমে সে বিষয়ে খেয়াল রাখব আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 11 days ago 

সুন্দর সুন্দর এই ধরনের পেইন্টিং গুলো অঙ্কন করতে এবং পেইন্টিংগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে অসাধারণ একটা পেইন্টিং করেছেন। আমার কাছে পেইন্টিংটা দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই পেইন্টিং।

 11 days ago 

পেইন্টিং টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 11 days ago 

মানুষের মধ্যে নিত্য নতুন জিনিস উদ্ভাবনের কোন শেষ নেই। কফির স্টিল বক্সের উপরে সুন্দর একটি পেইন্ট তৈরি করেছেন আপু দেখে বেশ দারুন লাগছে। সাধারণ একটি জিনিস কে পেইন্ট করে অসাধারণ করেছেন যা সত্যি প্রশংসার যোগ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 days ago 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 days ago 

অনেক সুন্দর একটি ফুলের আর্ট তৈরি করেছেন আপনি।ফেলনা কফির স্টিল বক্সে পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

প্রথমবার এমন ফেলনা জিনিসে পেইন্টিং করেছি আপু ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 10 days ago 

ফেলনা জিনিসকে তো দেখছি পেইন্টিং করার মাধ্যমে একেবারে নতুন রূপ দিয়েছেন আপু। পেইন্টিংটা কিন্তু আসলেই দারুণ হয়েছে। ছোট ছোট ফুলগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

আমিও ভাবতে পারিনি ভাইয়া ফেলনা জিনিসকে পেইন্টিং করে এত সুন্দর রূপ দিতে পারব। এটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 10 days ago 

ফেলনা জিনিসকে নতুন রূপে সাজিয়েছেন দেখতে খুবই চমৎকার লাগছে। কফির স্টিল বক্সের পেইন্টিংটি দেখতে অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে ফুলের আর্ট তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

 5 days ago 

পেইন্টিং টি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.27
JST 0.042
BTC 98029.48
ETH 3635.16
SBD 2.42