বিদায় বড় বেদনাদায়ক

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

PhotoCollage_1688928503282.jpg

খুব একটা ভালো আছি বলবো না মনটা ভীষণই খারাপ। আপনারা সবাই জানেন যে আমাদের বাসায় ঈদ করতে বড় জা, ছোট জা এসেছিলো।সবাই মিলে অনেক হইচই আনন্দ করে বেশ কয়েকটি দিন কাটিয়ে দিলাম। কিভাবে যে দিনগুলো চলে গেল বুঝতেই পারলাম না। যেহেতু আমার বড় জা এবং ভাসুর দীর্ঘ এক বছর পর বাসায় এসেছিলেন তাই তাদেরকে রেখে এবার আমার বাবার বাড়িতেও যাওয়া হয়নি ঈদে।আমি ইচ্ছে করেই যায়নি। কারণ তাদের সঙ্গে সময় কাটাতে ও আমার বেশ ভালো লেগেছিল। মাঝে একদিন বাবা, মা এবং ছোট বোনকে ডেকেছিলাম তারা এসে আমার সঙ্গে বাবুর সঙ্গে দেখা করে গেছে।

20230709_090518.jpg

20230709_090039.jpg

20230709_090022.jpg

বাসায় যখন সবাই মিলে একসঙ্গে থাকা হয় তখন কত যে আনন্দ এটা যাদের বাসায় অনেক লোকজন থাকে তারাই বুঝতে পারে। বাসায় আমি, শাশুড়ি এবং আমার হাজবেন্ড থাকি এখন বর্তমানে। শাশুড়ি মা সকালবেলা স্কুল চলে গেলে বাবুকে নিয়ে আমি একা একা থাকি। যার কারণে ভালো লাগেনা। তারা আসার পর অনেকটা প্রাণ ফিরে পেয়েছিলাম। একসাথে হই হই করে রান্না করা, খাওয়া এবং বিভিন্ন আলাপচারীতার মধ্যে সময় পার করেছি।ভালো সময় বেশি দিন থাকে না। ঈদের ছুটি শেষে এবার তাদের কর্মস্থলে ফেরার পালা। আর বুড়ির (ভাসুরের মেয়ে) স্কুলও খুলে গিয়েছিল। তাই তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আর থাকতে পারলো না।

20230709_090845.jpg

20230709_090823.jpg

20230709_090538.jpg

আগে থেকে ঠিক করার ছিল রবিবার সকালবেলা তারা সেই সুদূর ঢাকা শহরে পাড়ি দিবেন। আগে থেকে মনটা একটু একটু করে খারাপ হতে লাগছিল।খুব সকালে ঘুম থেকে উঠে তাদের জন্য খাবার তৈরি করেছিলাম। তারা বাইকে করে ঢাকায় যাবে। চিন্তা হচ্ছিল ছোট বাচ্চা আর ভাবি ছিল সাথে আর এত দূরের রাস্তা আদৌও তাদের বাইকে যাওয়া উচিত হবে কিনা। যাইহোক এটা তাদের সিদ্ধান্ত ছিল এখানে আমাদের করার কিছু ছিল না।তবে সবথেকে খারাপ লেগেছে যে বিষয়টি সেটি হচ্ছে দুই ভাই বোনের অনেক মন খারাপ। এই কয়দিন আমার ছেলেটা তার বড় বোনের সঙ্গে ভীষণ আনন্দ করেছে।

যাওয়ার সময় ওরা দুজন দুজনকে কিছুতেই ছাড়ছিল না। আমার এইটুকু বাচ্চাও বুঝে গিয়েছিল তারা ওকে রেখে চলে যাচ্ছে। যাইহোক সকাল-সকাল তারা বেরিয়ে পড়েছিল যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। সবাই মিলে আমরা তাদেরকে বিদায় জানাতে বাসার সামনে যাই। এরপর আমার ছেলেও বায়না ধরে বাইকে বসার জন্য। অনেক কষ্ট করে তাকে বাইক থেকে নামিয়ে বাসার ভেতরে এনেছি তারপর ওনারা চলে গিয়েছেন।

সকাল ৯ঃ০০ টায় বাসা থেকে রওনা দিয়েছে এবং বিকাল তিনটায় পৌঁছেছে তারা। তিনটায় পৌঁছানোর পর বাসায় ফোন দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে তারা ভালোভাবে পৌঁছে গেছেন। খুবই মনে পড়ছে তাদের সঙ্গে কাটানোর সুন্দর মুহূর্ত গুলো। আবার কবে দেখা হবে জানিনা হয়তো এরকম কোন আনন্দ অনুষ্ঠানে আবারও দেখা হবে। ভালো থাকুক ভালোলাগা আর ভালোবাসার সকল মানুষগুলো।

আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আপু এটা ঠিকই বলেছেন বাসায় যখন একা একা থাকা হয় তখন কেউ যদি আসে তখন আসলেই সময়টা খুব ভালো কাটে এবং কোথা দিয়ে যে সময়টা চলে যায় তা টেরই পাওয়া যায় না । আর ছোট বাচ্চারা তো অনেক আনন্দ করে চলে গেলে তখন ওরাই বেশি কষ্ট পায় । এবার ঈদটা তাহলে ভালোই সবাই মিলে আনন্দ করে কাটিয়েছেন । যদিও বাবার বাড়িতে যেতে পারেননি তাতে কি হয়েছে আপনার বাবা মা ভাই বোন তো আবার এসে দেখা করে গিয়েছে । আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আপু আনন্দ ও কষ্ট মিশিয়ে লিখাটা সুন্দরভাবে তুলে ধরেছেন ।

 last year 

হ্যাঁ আপু বাসায় একা একা থাকতে একদম ভালো লাগে না। তাই যখনই মেহমান আসে খুব আনন্দ হয়। বিশেষ করে আমার ছেলেটা বেশি খুশি হয়। ওরা এতদিন থেকে ছিল বেশ ভালো লেগেছিল। চলে যাওয়াতে খুবই খারাপ লাগছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

যেতে নাহি দিবো হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়।
প্রয়োজনের তাগিদে সবাই আলাদা আলাদা থাকলেও উৎসবের দিনগুলোতে একত্র হওয়া যায়।
কিন্তু আবার কর্মস্থলে ফিরতে হয় এজন্য আনন্দঘন মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন গন্তব্য স্থানে ভালোভাবে পৌঁছে যায়।।

 last year 

হ্যাঁ তারা খুব ভালোভাবেই বাসায় পৌঁছে গেছে।উৎসবের দিনগুলোতে সবাই একসাথে থাকলে অনেক আনন্দ হয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

ঈদের সময় বাসায় অনেক মানুষ আসে বিশেষ করে যারা বাহিরে থাকে তারা ঈদের সময়টাতে তাদের গ্রামের বাড়িতে ঘুরতে আসে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করা যায় যেমন আপনি খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলেন, এই যে তারা এখন চলে যাচ্ছে এখন আপনি সম্পূর্ণ একা হয়ে যাবেন অবশ্যই অনেক বেশি খারাপ লাগবে তবে সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে বলে আমি মনে করি। ছোট বাচ্চাদের কথা আর কি বলবো তাদেরও মন খারাপ হয় এটা তারাও বুঝতে পারে। আসলেই বিদায় অনেক বেশি কষ্টের এটাকে আমাদের সহজ ভাবেই মেনে নেওয়া উচিত।

Posted using SteemPro Mobile

 last year 

জ্বি ভাইয়া তারা চলে যাওয়াতে খুবই খারাপ লাগছে।এতদিন বাড়ি টা ভরা ছিলো। এটাই বাস্তব ভাইয়া মেনে নিতেই হবে।

 last year 

বাসায় কেউ এলে ভীষণ ভালো লাগে।কিন্তু যখন চলে যায় তখন মনটা খুব খারাপ লাগে।আর বেশী কষ্ট পায় ছোটরা।কারন বাচ্চারা খেলার সাথী পায়।বিদায় সব সময় কষ্টের ই হয়।এবার ঈদের দিন গুলো বেশ ভালোই কেটেছিল।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

হ্যাঁ আপু আমার ছেলের সেদিন থেকে মনটা ভিষন খারাপ। এইকদিন ছেলেটা খুবই আনন্দে ছিলো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year (edited)

আপনার এই ঈদটা অনেক সুন্দর কেটেছে। আপনার বাসায় অনেক মেহমান এসেছে। শায়ন বাবুর মায়াবী চেহেরাটা দেখলাম। আর বিদায় শব্দটা সত্যিই বেদনাদায়ক। কারন যেখানেই যাওয়া হয় কয়দিন থাকলে মায়া জমে যায়। ধন্যবাদ আপু।

 last year 

জ্বি ভাইয়া অন্যান্য বারের থেকে এবারের ঈদটা আমার অনেক ভালো কেটেছে। বিদায় শব্দটা আসলেই বেদনাদায়ক। বিদায় দিতেও কষ্ট হয় নিতেও কষ্ট হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62255.52
ETH 2449.42
USDT 1.00
SBD 2.63