Unique recipe by @hasina78 | Wood apple preparation

in Steem For Bangladesh2 years ago

আসসালামুয়ালাইকুম

কেমন আছেন সবাই? এমন সুন্দর একটা গ্রুপের মেম্বারদের ভাল থাকারই কথা। কারন প্রতিদিন এতো বৈচিত্রময় পোস্ট পড়লে সবারি মন ভাল থাকারই কথা।
এই সময়ে বাজারে একটি টক জাতীয় ফল খুব দেখা যাচ্ছে। তা হলো কৎবেল । টক স্বাদ যুক্ত হবার কারনে অনেকেই এই ফল টি কে খুব পছন্দ করেন। আমারও খুব পছন্দ এই ফল। এই ফল ভর্তা খেতে খুব মজা । অনেকে আবার আচার বানিয়েও খায়। আমার কাছে ভর্তা টাই বেশী ভাল লাগে। আর গাছ পাকা কৎবেল আমার বেশী পছন্দের, এতে একটু মিষ্টি ভাব থাকে।

02f396ba-7055-40bf-8d45-369900f2241e (1).jpg

তেল-ঝাল, নুনের কাব্য

আজ আমি এই মজার কৎবেল ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। খুব সহজ কিন্তু অতি সুস্বাদু এই ভর্তা টি আপনি বানিয়ে না খেলে খুব মিস করবান।

0cd28e6a-c8b9-4614-be4a-0f1f8a422344.jpg

গাছ পাকা কৎবেল

5b73d6e4-a1bd-4b6e-a27c-3fde8a5192a5.jpg

কৎবেল গাছ

অনেকেই এই টক ফল টা পছন্দ করেন আবার অনেকেই এটা যে খাওয়া যায় তাই জানেন না। যাই হোক আমি আমার কৎবেল ভর্তার রেসিপিতে চলে যাই।

ভর্তার জন্য যা যা উপকরণ প্রয়োজনঃ

  • কৎবেল ২ টা
  • রশুন কুচি ৩ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি যার যেমন ঝাল পছন্দ
  • বিট লবন ১ চা চামচ
  • চিনি ১ চা চামচ
  • সরিষার তেল ২ টেবিল চামচ

e80d654f-10a4-4e04-84a7-763e1f104a47.jpg

আমি যে পরিমান উল্লেখ করেছি আপনারা এটা কম বেশী করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী।

প্রথমে আমি আমার বাসায় ছোট একটা প্লাস্টিকের হামানদিস্তা আছে তাতে রশুন ও লবন দিয়ে ভাল ভাবে ছেচে নিয়েছি। এর পর এতে কাঁচা মরিচ কুচি দিয়ে আবার একটু ছেচে নিয়েছি। দেখতে ছবির মত হবে।

04fd6d66-79a5-4cb7-a7ea-0cf953d6234c.jpg

14d02387-e17f-4bcf-8af8-1c140d5e8848.jpg

অন্য একটা বাটিতে কৎবেল ভেঙ্গে ছোট চামচের সাহায্যে পুরো কৎবেল টা বের করে নিব। তারপর কৎবেল টাকে খুব করে হাতে মেখে নরম করে নিব। এরপর ছেচা রশুন ও মরিচ বিয়ে দিব। সাথে অন্যান্য উপকরন গুলো দিয়ে ভাল ভাবে মেখে নিব। হয়ে গেলো মজাদার কৎবেল ভর্তা। এভাবে বানিয়ে খেয়ে দেখুন চমৎকার স্বাদ।

55d19269-8be7-4e26-8682-078e2243d661.jpg

কতবেলের রয়েছে নানা ঔষধি গুন। প্রাচীণ কাল থেকে আয়ুর্বেদ ও বিভিন্ন লোকজ চিকিৎসায় এর ব্যবহার দেখা যায়।

কৎবেলের পুষ্টিগুন সম্পর্কে একটু জেনে নেই

১০০ গ্রাম কৎবেলে আছে

উপাদানপরিমান
ক্যালরি১৩৪ গ্রাম
প্রোটিন৭ গ্রাম
ফ্যাট৪ গ্রাম
খনিজ২ গ্রাম
ফাইবার৫ গ্রাম
কার্বোহাইড্রেট১৮ গ্রাম
ক্যালসিয়াম১৩০ গ্রাম
ফসফরাস১১০ গ্রাম



এছাড়াও রয়েছে নানা জৈব উপাদান।
কিডনি, হাঁপানি , এলার্জির মতো রোগে কৎবেলের ব্যবহার আয়ুর্বেদ চিকিৎসায় দেখা যায়।

এই ছিল আমার আজকের পরিবেশনা। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।

@hasina78
From @bangladesh

Sort:  
 2 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI9.8
Period15/12/22
Transfer to Vesting10.158 STEEM
Cash Out
0
ResultClub5050

Determination of Club5050 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application

 2 years ago 

Thank you

Congratulations! This post has been upvoted through steemcurator09.

image.png


Curated By - @ripon0630
Curation Team - Team Newcomer

 2 years ago 

Thank you

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 74715.49
ETH 2808.16
USDT 1.00
SBD 2.53