The Longing to Return to Childhood || Original Poetry by @hafizullah

in Beauty of Creativity2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

কবিতা খুব একটা ভালো লিখতে পারিনা আমি, কারন কবিতা লেখা কোন সহজ বিষয় না বরং খুব কঠিন একটা বিষয়। আমি যতটা বুঝতে পেরেছি সেটা হলো কবিতা শুধুমাত্র ছন্দের উপর নির্ভর করে না, বরং তার ভাষাগত ব্যবহার শব্দের চয়ন এবং অর্থের গভীরতার প্রতি প্রকট দৃষ্টি রাখতে হয়। আমি কবিতা লিখতে গিয়ে আরো যেটা অনুধাবন করেছি খুব কম সহজে ভালো কোন কবিতা লেখা অসম্ভব একটা বিষয়। কারণ কবিতার বিষয় চিন্তা করা, তার সাথে শব্দের সুন্দর শ্রেণীবিন্যাস এবং অর্থের সঠিক উপস্থাপনা সঠিকভাবে করতে না পারলে কবিতা হবে না।

তবুও আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা এবং আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @blacks দাদা যতটা সুন্দর করে কবিতা লেখেন এবং তাদের কবিতার মাঝে যতটা অর্থের গভীরতা থাকে, তা দারুণভাবে আমাকে অনুপ্রাণীত করে এবং কবিতা লেখার প্রতি একটা উৎসাহ প্রদান করে। আমি সত্যি মাঝে মাঝে বেশ দারুণভাবে কিছু লেখার চেষ্টা করি, চেষ্টা করি তাদের মতো কবিতার মাঝে একটা অর্থবহ বাণী রাখার। কারণ শুধুমাত্র ছন্দ আনাটাই কোন কবিতার আসল বৈশিষ্ট্য হতে পারে না, বরং ছন্দের সাথে সাথে অন্যান্য বিষয়গুলোর সঠিক উপস্থিতি এবং মনের ভাবটা প্রকাশের দারুণ চেষ্টাটা কবিতাটিকে অর্থবহ করে তুলতে পারে।

relax-g433dc8573_1920.jpg

আমি একটু একটু চেষ্টা করছি এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে নিজের দক্ষতার উন্নয়ন ঘটানোর এবং কবিতা লেখার ক্ষেত্রে কাংখিত অবস্থান তৈরী করার। তবে শুরু হতে শেষ পর্যন্ত পুরো ক্রেডিট কিন্তু দাদাদের প্রাপ্য। কারন হয়তো উনারা না থাকলে কবিতা লেখা কিংবা কবিতা নিয়ে চিন্তা করার কোন সুযোগ তৈরী হতো না। তথাপীও তাদের প্রতি ভালোবাসা রেখে আমর চেষ্টাটা আমি অব্যাহত রাখতে চাই এবং কিবতার ক্ষেত্রে নিজেকে আরো ভালোভাবে মেলে ধরতে চাই। আসলে কোন কিছুই এমনিতে হয় না, বরং তার জন্য চেষ্টা এবং আগ্রহ দুটোর ভালো একটা সমন্বয় তৈরী করতে হয়, আমি সেটা করার চেষ্টাই করছি।

দাদার পোষ্টের কমেন্ট করা একটা কবিতার কয়েকটি লাইনের সাথে আরো কিছু কথা সংযুক্ত করে, আজ আপনাদের সাথে সেটা ভাগ করে নেয়ার চেষ্টা করবো। আশা করছি কবিতাটি আপনাদের কাছেও ভালো লাগবে।

human-gaeeb3444d_1920.jpg


রঙিন সময়গুলো ফুরিয়ে যায় দ্রুত
উজ্জ্বল স্মৃতিগুলো হয়ে যায় অসিত
সময়ের প্রবাহকে হার মানায় ব্যগ্রতা
জীবনের গতিকে আকঁড়ে ধরার প্রবণতা।

ছোট হতে বড়, বিবর্তন আসে সর্বত্র
স্বাদের সাথে বয়সের, বাড়ে ব্যবধান যত
পাল্টে যাওয়ার স্রোতে থমকে যায় বোধ
সব কিছুর আড়ালে থাকে সে অবোধ।

সময়ের সাথে চায় না এগুতে আর
ছুটে চলার ক্ষেত্রে আসে অনাসক্তি,
ফেলে আসা দিনগুলোর যত মায়া
হৃদয়ের ক্ষতে বাড়াতে থাকে বিরক্তি।

না চাইলেও অনেক কিছু পেতে হয়
না চাইলেও অনেক কিছু হারাতে হয়,
শৈশবটা চাইলেও থাকে না থেমে
কৈশোরটা না চাইলেও দ্রুত ছুটে।

সত্যি না চাইলেও আমরা হচ্ছি বড়
স্মৃতিগুলো হৃদয়ে হচ্ছে জড়োসড়ো,
তবুও কত আয়োজন জীবনের তরে
অতীতগুলো বার বার চাইছে ফিরতে।

মায়াজালের আবরণে ঢেকে যাচ্ছে মন
স্মুতিগুলোর সাথে ইচ্ছেগুলোর বিরোধ
শৈশব-কৈশোরে ফেরার তীব্র ঘোর
প্রবল উত্তেজনায় হৃদয়ে বইছে ঝড়।

Image from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png

Leader Banner-Final.png

break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

Hi, @hafizullah

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

ভাই আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন, আপনার কবিতায় পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 65476.67
ETH 3385.24
USDT 1.00
SBD 3.18