Longing for Love || Original Poetry by @hafizullah

in Beauty of Creativity2 years ago

frame-g6ec525fe6_1920.jpg

কবিতা সবাই বুঝে কিন্তু আবার অনেকেই বুঝে না, কবিতা সবাই লিখতে পারে কিন্তু আবার অনেকেই লিখতে গেলে কিছুই পারে না। আসলে এখানে যোগ্যতার বিষয় না বরং ভাবের একটা বিষয় গভীর ভাবে জড়িয়ে আছে, অন্তত এই কয়েক দিনে আমি যেটা বুঝতে পেরেছি। একটা কথা বলে না সঠিক ভাব না নাকি সাধনা হয় না, ঠিক তেমনই টাই এখানে প্রযোজ্য সঠিক ভাব ছাড়া কবিতা লেখা যায় না। সম্ভব অসম্ভব বলে কিছুই নেই, তবে সেখানে চেষ্টার সাথে যদি সঠিক ভাবটা তৈরী করা যায় তাহলে আমার দৃষ্টিতে কবিতা লেখাটা সহজ হয়ে যায়।

তবে ভাবটা কিন্তু যেন তেন জিনিষ না, আকাশের দিকে মুখে তুলে তাকালেই সেটা উড়ে আসবে না, নিরিবিলি স্থানে খাতা-কলম নিয়ে বসে পড়লেই কিছু হবে না, এটা ভিতরগত একটা জিনিষ, হৃদয়কে আন্দোলিত করে, মনের গভীরে আঘাত করে এবং তারপর জাগ্রত হওয়া অনুভূতিগুলোকে ছন্দমালায় প্রকাশ করার চেষ্টা করা হয়। এর বেশী ভাব নিয়ে লেখাটা ঠিক হবে না, তাহলে আমার অন্য রকম একটা ভাব চলে আসবে আমার নিকট, হি হি হি।

তবে এটা সত্যি যে, কবিতা লেখার একটা প্রাকটিস বেশ ভালোভাবে করার সুযোগ পেয়েছি আমি, এটা হয়তো কখনোই সম্ভব হতো না আমার দ্বারা যদি আমার বাংলা ব্লগ না থাকতো। কবিতা লেখার একটা ভাব যে আমার মাঝে লুকিয়ে আছে, সেটাও হয়তো আমি কখনো জানতে পারতাম না, তার জন্য অবশ্য পুরো ক্রেডিট যাবে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এবং তার সাথে এক্সিকিউটিভ এ্যাডমিনের প্রতি। কবিতা সত্যি দারুণ একটা বিষয়, হৃদয়ের আবেগগুলোকে প্রভাবিত করার, মনের আবেগটাকে ভিন্নভাবে সাজিয়ে উপস্থাপন করার। আজও অবশ্য আপনাদের সাথে একটা কবিতা শেয়ার করবো, ভালোবাসার আবেগ নিয়ে। চলুন তাহলে দেখি-

heart-g94773d0f9_1920.jpg

ভালোবাসা আকাংখা

আমি উষ্ণতার আবেগের আকাংখায়
খুঁজি শুধু তোমায়,
আমি শীতলতার পরশের আশায়
খুঁজি শুধু তোমায়।

আমি যন্ত্রণার শত আঘাত
নিমিশেই ভুলে যাই
আমি ভালোবাসার যাদুর পরশে
নিমিশেই সব হারাই।

আমি মরুভূমির তপ্ততায়
খুঁজি শীতল আদ্রতা
আমি হিমালয়ের আদ্রতায়
খুঁজি তোমার উষ্ণতা।

আমি তোমার ভালোবাসার কোমলতায়
হারাই নিজের চিত্ত
আমি হৃদয়ের সুখের আলিঙ্গনে
খুঁজি মনের তুপ্ত।

আমি উত্তরে-দক্ষিণে সর্বকোনে
বিজয়ের উল্লাসে মাতি
আমি তোমার মাঝে ডুবে যাই
সুখের নিমিত্তে জাগি।

আমি তুমি ছাড়া রুষ্ট অতি
মরুর তপ্ত বালু কণা
আমি তোমায় ছোঁয়ায় নিবৃত্ত
হিমালয়ের আদ্র কণা।

Image from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png

Leader Banner-Final.png

break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60684.92
ETH 2911.45
USDT 1.00
SBD 2.30