আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ3 months ago

puss mini banner11.12.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ থাকার চেষ্টা করছি। যদিও হঠাৎ করে গরমের তীব্রতা বেশ বেড়ে গিয়েছে। এখন ধীরে ধীরে এই উষ্ণতা কমে শীতের পরশ আসতে শুরু করলেই হয়। যেহেতু আমার প্রিয় সিজন শীতকাল সেহেতু সেই সুখকর সিজনের অপেক্ষায় ধৈর্য ধরে থাকার চেষ্টা করছি। যদিও টানা কয়েক দিনের বৃষ্টিতে পরিবেশটা বেশ শীতল হয়ে গিয়েছিলো কিন্তু হুট আবার সূর্য মামার চেতাচিতে সব উলট পালট হয়ে গেছে, হি হি হি। বিশেষ করে গতকালের উষ্ণতা ছিলো খুবই যন্ত্রণাময় ও কষ্টদায়ক। রাতে ঘুমও ভালো হয় নাই, তাই সকাল সকাল উঠেই আবোল তাবোল কিছু লেখার চেষ্টা করছি।

যদিও আজকে শুক্রবার খুব সকালের উঠার কোন ইচ্ছাই ছিলো না, কিন্তু গরমের যন্ত্রণা আর বিদ্যুতের লুকোচুরি ঠিক মতো ঘুমাতেই দিলো না। সকালে উঠেই প্রথমে এই ব্যানারটা ডিজাইন করে নিলাম, তারপর কি লিখবো সেটা নিয়ে একটু চিন্তা করলাম। যেহেতু আজকে শুক্রবার সেহেতু আজ আবোল তাবোল নিয়ে কিছু লেখার কথা, চিন্তা করলাম $PUSS ভাবনা নিয়ে মজার কিছু লিখি। আমার মজা মানেই তো অন্য কিছু, একটু পরেই সেটা টের পাবেন হি হি হি। প্রিয় সিজন শীতকাল আর শীতকালে একটা সবজি বেশ দারুণভাবে পাওয়া যায়, যদিও সেটার উপস্থিতি অনেকেই কাংখিতভাবে গ্রহণ করতে পারেন না। আসলে সবার সবটা সহ্য হয় না, এটাই বাস্তবতা।

$PUSS নিয়ে আমার ভাবনা, একটু চিন্তা করে দেখেন তো যদি আপনাকে একটা মেমে কয়েন তৈরী করার সুযোগ দেয়া হয় তাহলে আপনি কি নামে সেটা তৈরী করবেন? চিন্তায় পড়ে গেলেন তো? অনেক কিছুই ভাবতে শুরু করে দিয়েছেন, কারন আপনার মাথা এখন কাজ করছে না অথবা অসংখ্য নাম হৃদয়ে ভাসতে শুরু করে দিয়েছে, জিএফ না প্রিয় বন্ধ? কাকে রেখে কার নাম নির্বাচন করি? হি হি হি। আমার কিন্তু এসব নিয়ে একদমই মাথা ব্যথা নেই, কারন আমার নাম একটাই এবং পছন্দও একটাই, আর সেটা হলো প্রিয় সবজি মুলো। উহু এভাবে মুখ বাঁকা করবেন না, মুলো কোন সাধারণ সবজি না! হি হি হি।

puss mini banner11.92.png

আচ্ছা একটা সত্য গল্প বলি, আমার মা যেহেতু শিক্ষিত ছিলেন না এবং বাবা প্রবাসী ছিলেন। সেহেতু বাড়িতে সব সময় প্রাইভেট টিচার থাকতো এবং তারা সবাই আমাকে ভীষণভাবে আদর করতো। তখন সম্ভবত ক্লাস সিক্সে পড়ি, তখন যে শিক্ষক ছিলেন তাকে মামা বলে ডাকতাম। তো মামা একদিন তার বড় বোনের বাড়িতে নিয়ে গেলো আমাকে সেটা গ্রামেই ছিলো। মামা গিয়ে সবার সাথে কথা বার্তা বলে তার বোনকে বলছে কিছু খেতে দে আর ভালো কিছু না থাকলে ভাত দে। তারপর তরকারীর কথা শুনে সেই মামার পছন্দ হলো না। তারপর হুট করেই জিজ্ঞেস করলো, মুলো আছে? তার বোন বললেন হ্যা আছে। ব্যস, আর কি লাগে সেই মামা সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে মুলো কেটে দেয় আর কাঁচা মরিচ থাকলে দে।

চোখের সামনেই দেখলাম সেই মামা একপ্লেট ভাত সাবার করে ফেললেন সেই মুলো আর কাঁচা মরিচ দিয়ে। বুঝলাম সবজির প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত! সত্যিই, মুলোর প্রতি এই রকম ভক্তি ও ভালোবাসা দেখে আমি বিস্মিত হয়েছিলাম। ভালোবাসা এবং ভরসা দুটোই সেদিন দেখেছিলাম। আমার আরো একজন শিক্ষক এমন ছিলো সেটা মনে হয় আগেও শেয়ার করেছিলাম, উনাদের বাড়িতে গেলেই মুলো দিয়ে মুড়ি খেতে দিতেন, খেতে কিন্তু সেই রকম লাগতো, হি হি হি। যাইহোক, আসল কথা হলো, আমি যদি মেমে কয়েন তৈরী করার সুযোগ পাই, তাহলে সেটার নাম কিন্তু মুলোই থাকবে আর ডায়লগ থাকবে এমন, দ্যা আনলিমিটেড স্বাদ, হি হি হি।

থাক থাক বাদ দিন, আপাদত $PUSS নিয়েই ভাবি, যখন করবো তখন সেটা দেখা যাবে। এখন কাজ হলো একটা $PUSS কে সঠিক গতিতে এগিয়ে নিয়ে যাওয়া। আর এই ক্ষেত্রে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আমাদের ব্যয় করতে হবে টুইটারে (এক্স হ্যান্ডেলে) সকালে কিছুটা সময়, বিকালে কিছুটা সময় এবং সন্ধ্যায় কিছুটা সময়। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, মুহুর্তের মাঝে অতিরিক্ত কিছু করতে যাবেন না, যেমন ২ মিনিটে ২৫টা পোষ্ট কিংবা কমেন্ট, তাহলে আবার বট ভেবে আপনাকে কট খাইয়ে দিবে কিন্তু, হি হি হি। সুতরাং সাবধান থাকতে হবে এখানেও।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

নামটা কিন্তু দারুণ হইতো ভাই। $MULA. 😅😅 এটা ঠিক, আমাকে নাম ঠিক করতে দিলে কট খাইয়া যাইতাম।

এনিওয়ে, টুইটারে পুশ'ফি চ্যানেলের মাধ্যমে যেভাবে এখন প্রমোশন করা হচ্ছে, এই সিস্টেমটা ভালো লাগছে। বেশি সাড়া পাওয়া যাচ্ছে মনেহয়।

 3 months ago 

$MULA খুবই আনকমন কিছু হবে হি হি হি।

 3 months ago 

যাইহোক, আসল কথা হলো, আমি যদি মেমে কয়েন তৈরী করার সুযোগ পাই, তাহলে সেটার নাম কিন্তু মুলোই থাকবে আর ডায়লগ থাকবে এমন, দ্যা আনলিমিটেড স্বাদ, হি হি হি।

ভাই কয়েন এর নামটা কিন্তু দারুণ, তাছাড়া ডায়ালগটাও কিন্তু সেই। তবে আপনার সেই প্রাইভেট টিচার অর্থাৎ মামা, মুলা এবং কাঁচামরিচ দিয়ে পুরো প্লেট ভাত খেয়েছেন কিভাবে সেটাই ভাবছি। তাছাড়া মুলা দিয়ে মুড়ি, কথাটা শুনেই তো আমার হাসি পাচ্ছে হা হা হা। এবার বুঝলাম মুলা আপনার এতো প্রিয় কেনো। যাইহোক বেশ হাসলাম পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98454.72
ETH 3466.95
USDT 1.00
SBD 3.20