আবেগের কবিতা || বিরহের সুর || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

girl-g692f7ceff_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন অথবা আমার মতো ভালো থাকার চেষ্টা করছেন। আসলে মাঝে মাঝে কেন জানি অতীতের স্মৃতি কিংবা বিরহের সূর খুব বেশী যন্ত্রণা দেয়া শুরু করে হৃদয়ে, মাঝে মাঝে নির্জীব দেহে একটা কামনার বাসনা জাগ্রত হয়ে উত্তোলিত করে হৃদয়। কিন্তু সময়ের কঠিন শৃংখলে আমরা যে বাঁধা, চাইলে এই শৃংখল ভাংতে পারি না আমরা। কিন্তু নিরবে হৃদয়ের বাসনাগুলো নিস্তেজ হতে থাকে এবং ধীরে ধীরে নিরবতায় সব হারাতে থাকে। কিন্তু অনুভূতিগুলো, কিংবা জ্রাগত হওয়া বাসনাগুলো কখনো হৃদয় হতে মুছে যায় না, হয়তো সময়ের প্রভাবে কিংবা বর্তমানের ব্যস্ততায় কিছুটা আড়ালে চলে যায়।

আজকের কবিতাটিতে সেই রকম কিছু অনুভূতির কল্পনার চিত্র অংকন করার চেষ্টা করা হয়েছে। আসলে এই কবিতাটি শুধুই কল্পনার কল্প কথা, বাস্তবতার সাথে এর কোন মিল বা সংযোগ নেই। কবিরা কল্পনায় অনেক কিছু অংকন করে, বাস্তবতার সাথে একটা সংযোগ করার ব্যর্থ প্রয়াস চালায় কিন্তু সত্যিটা হলো কল্পনা মানেই কল্পনা তার সাথে বাস্তবতার সংযোগ কখনোই সম্ভব না। এই কথাগুলো বলার অন্যতম একটা কারণ হলো, কবিকে নিয়ে অন্য কিছু কেউ যেন কল্পনা না করে সেটা নিশ্চিত করার চেষ্টা করা, হা হা হা হা । আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি কিংবা কি বুঝানোর চেষ্টা করেছি।

যাইহোক, যেহেতু আজকের কবিতাটি অনেকটা বিরহের সূর, কিছু হারানোর একটা অস্পষ্ট আবেগ নিয়ে সেহেতু আজ বেশী কথা বলতে চাইছি না। কারন কথা বেশী বললে আপনাদের আবার সন্দেহ বেশী হয়ে যাবে, আমি সন্দেহের আঘাতে নিজের হৃদয়কে বিদীর্ণ করতে চাই না, হি হি হি। তবে হ্যা, এই কবিতাটি আমাদের কমিউনিটির চমৎকার আবৃত্তিকার মুন্না ভাইয়ের কণ্ঠে শুনতে চেয়েছিলেন দাদা, গত হ্যাংআউটের শেষে। তবে আমি @selinasathi1 আপু এবং @munna101 ভাইকে মেনশন করছি, যদি তাদের সুযোগ হয় তাহলে আজকের হ্যাংআউটে কবিতাটি আবৃত্তি করার অনুরোধ করছি। চলুন ভিন্ন আবেগ নিয়ে আজকের কবিতাটি পড়ে দেখি-

girl-g4fac9bad1_1920.jpg

হৃদয়ের ভিতরে লোকানো যত ব্যথা
আমি বলতে পারিনি তাকে,
হৃদয়ের ভালো লাগা যত অনুভূতি
আমি পারিনি প্রকাশ করতে।

অস্পষ্ট একটা ভয়ের আবছা ছায়া
আমায় তাড়া করতো সর্বদা,
ব্যর্থ হওয়ার একটা জোড়ালো আতংক
হৃদয়ে ভর করতো সর্বদা।

তোমায় নিয়ে বেঁধেছিলাম সুখের গান
পারিনি তাতে মেলাতে সুর,
তোমায় নিয়ে লিখেছিলাম ছন্দের কবিতা
পাইনি তাতে আবেগের সুখ।

আমার লেখা প্রেমের গান অন্যের সুরে
সুখের ঝড় তুলে মিষ্টি আবহে,
আমার লেখা ভালোবাসার কবিতায়
ছন্দ ফিরে আসে অন্যের কণ্ঠে।

আমার হৃদয় আলোড়িত হয় তোমার শোকে
বিরহে অন্ধকারে হারাই নিজেকে,
হৃদয়ের তৃষ্ণা জাগ্রত করে কামনা প্রায়শ
অস্পষ্ট হৃদয়ের বাসনা এখনো অনুচ্চ।

হৃদয় এখনো খুঁজে- প্রেমের সেই সুর
হৃদয় এখনো খুঁজে-আবেগের সেই সুখ,
হৃদয় এখনো খুঁজে- হারানো সেই মুখ
হৃদয় এখনো খুঁজে- পুরনো সেই যুগ।

হৃদয় এখনো খুঁজে সেই অনুভূতি,
সেই আবেগের ব্যকুলতা,
খুঁজতে খুঁজতে ক্লান্ত, নিস্তেজ দেহ
উদ্বিগ্নতায় বেড়ে যায় নিরবতা।

আমি বিরহের প্রতাপে- বড্ড বেশী ক্লান্ত
আমি হারানোর যন্ত্রনায়- নির্জীব শান্ত,
আমি দিক শূণ্য, পথ খুঁজি- গভীর অরণ্যে
আমি সত্যি ব্যর্থ, ভাসি -দূর আকাশের শূণ্যে।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png

Leader Banner-Final.png

break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago (edited)

ভালোবাসি কবিতা আবৃত্তি করতে । নিজেও মাঝেমধ্যে কবিতা লেখার চেষ্টা করি। এ কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার লেখা আগের কবিতাগুলো আমি পড়েছি। কেন যে আপনার লেখা এ কবিতাটি আমাকে অন্য ভাবে বিমোহিত করেছে। তাই কবিতাটি আবৃতি করে শেয়ার করলাম। কেবলমাত্র ভালোবাসা ভালোলাগা থেকেই আবৃত্তি করা। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

কবিতা আবৃত্তি :: আবেগের কবিতা || বিরহের সুর || Original Poetry by @hafizullah

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 
আপনার একটি কথার সাথে সহমত পোষন করছি প্রিয় ভাইয়া আপনি ঠিকই বলেছেন কবিরা কল্পনার জগতে বেশি বিচরণ করেন যার সাথে বাস্তবতার কোন সংযোগ থাকে না।বিরহের সুর কবিতাটি সত্যি অসাধারণ অনবদ্য একটি কবিতা আমার হৃদয়ের মন দুটোই ছুঁয়ে গেছে।আজকের হ্যাঁংআউটে যদি মুন্নাভাই কবিতাটি আবৃত্তি করে তাহলে মনোযোগ সহকারে শুনবো। আর মুন্নাভাই না করলে নিশ্চয়ই আমি করার চেষ্টা করব প্রিয় ভাইয়া♥♥
 2 years ago 

ধন্যবাদ আপু সহমত পোষণ করার জন্য, আশায় রইলাম।

 2 years ago 

♥♥

 2 years ago 

হৃদয় এখনো খুঁজে- প্রেমের সেই সুর
হৃদয় এখনো খুঁজে-আবেগের সেই সুখ,
হৃদয় এখনো খুঁজে- হারানো সেই মুখ
হৃদয় এখনো খুঁজে- পুরনো সেই যুগ।

সত্যি ভাইয়া আপনার লেখা কবিতা সব সময় অসাধারণ। আসলে আপনি এতটা সুন্দর ভাবে আপনার কবিতাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেন যে যখন কবিতাগুলো পড়ি তখন নিজেকে হারিয়ে ফেলি গভীর কোনো আবেগের মাঝে। তবে প্রথমে লেখা কথাগুলো পড়ে আমি একটি কথাই বলবো যখন আমি প্রথম আপনার লেখাগুলো পড়া শুরু করেছি তখন কিন্তু সেই কল্পনার নায়ককে আপনার মাঝেই খোঁজার চেষ্টা করেছিলাম 🥰। এরপর বুঝে গেলাম আসলে কল্পনা শুধুই কল্পনা। অনেক সুন্দর ভাবে এই কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ♥️♥️

 2 years ago 

বরাবরের মত করে অসাধারণ লিখনি।আপনার লিখার প্রশংসা করতেই হয়।পুরাণো সেই সুখ, আবেগ ও যুগ আসলেই মাঝে মধ্যে এখনো খুঁজে থাকি।কতই না সুন্দর ছিলো সেই প্রেমের সুর, আবেগের সুখ, ও হারানো মুখগুলি।

নিমোক্ত চারণগুলি খুবই ভালো লাগলে পড়ে।

হৃদয় এখনো খুঁজে- প্রেমের সেই সুর
হৃদয় এখনো খুঁজে-আবেগের সেই সুখ,
হৃদয় এখনো খুঁজে- হারানো সেই মুখ
হৃদয় এখনো খুঁজে- পুরনো সেই যুগ।

 2 years ago (edited)

ভাই ধন্যবাদ এত বড় একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য।তবে আমি আজকে কলেজ থেকে স্টাডি টুরে এসেছি।তবে আমি যদি হ্যাং আউট এর নির্ধারিত সময় এর আগে এসে পৌছাই আমি অবশ্যই আপনাদেরকে আবৃত্তি করে শোনাবো।🖤🙏

 2 years ago 

ধন্যবাদ ভাই, অপেক্ষায় রইলাম চমৎকার কষ্ঠ শুনার।

 2 years ago 

ভাইয়া আজকে আপনার কবিতাটি পড়ে সত্যি আমার অনেক ভালো লেগেছে,আর আপনি এত সুন্দর ভাবে কবিতা লিখেছেন সত্যিই আপনি একজন প্রফেশনাল কবিদের মতো কবিতা লেখেন। আপনার কবিতা যত পড়ি ততই ভালো লাগে। কবিতার অর্থ এবং ভাষা গুলো খুবই ভালো হবে আপনি বুঝিয়ে লেখেন। সত্যি ভাই আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো এবং আশা করছি কবিতাটি মুন্না ভাই এবং সেলিনা সাথী আপুর কন্ঠে আবৃত্তি শুনতে পেয়ে আরো ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের মাঝে এই এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আজকে হ্যাংগ আউটে আবৃত্তি শুনলে পারলে মন্দ হয়না। কারণ অসাধারণ কবিতার সব কথা।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

প্রেমের এমন আকুতি, প্রিয়জনকে পাওয়ার এত আকাঙ্ক্ষা আপনার সৎ ও ভালোবাসাপূর্ণ হৃদয়ের পরিচয় দেয়। গোড়া থেকে শেষ পর্যন্ত কবিতাটা খুব সুন্দর লিখেছেন দাদা। এমন ভালোবাসাপূর্ণ হৃদয় পৃথিবীতে বেঁচে থাক।

 2 years ago 

চমৎকার লিখেন তো আপনি। মুন্না ভাই এই কবিতাটি অসাধারণভাবে আবৃত্তি করেছিল। দাদা বলেছিল আপনার কবিতাগুলো আবৃত্তি করলে অনেক সুন্দর হয়। লেখাগুলো অনেক ভালো লাগলো পড়েও ❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59838.11
ETH 2384.78
USDT 1.00
SBD 2.51