আবেগের কবিতা || বৈশাখের অনুভূতির কথা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

cat-g3dc022449_1280.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং নিজেদের অনুভূতিগুলোকে চঞ্চল রাখার চেষ্টা করছেন। হৃদয়ের অনুভূতি যতক্ষন চঞ্চল রাখতে সক্ষম হবেন, ততক্ষন কোন ধরনের হতাশার ছায়া আপনার হৃদয়ের উপর আসতে পারবে না। সুতরাং হৃদয়কে চঞ্চল রাখার অন্য মানে হলো নিজের মানসিকতাকে সতেজ রাখা, মানসিকতা যতক্ষন সতেজ থাকবে যে কোন চ্যালেঞ্জ গ্রহনে হৃদয় পিছ পা হবে না। অনেকটা ব্লকচেইন সিস্টেম এর মতো একটা ব্লক আরেকটা ব্লকের সাথে সংযুক্ত। তাই হৃদয় কিংবা হৃদয়ের অনুভূতিকে চঞ্চল রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের।

কিন্তু সেটা আবার বৈশাখের ইলিশ মাছ কেনার ক্ষেত্রে করা যাবে না, কারন ইলিশ কিনতে গিয়ে কি কিনে বাড়ীতে ফিরবেন আর তারপর পান্তা ভাতের জায়গায় ভিন্ন কিছু চলে আসবে, কপালে ভিন্ন কিছুর যোগসূত্র ঘটবে, হি হি হি। তাই জায়গা বুঝে বুদ্ধি খাটাতে হবে, না হলে নিজের বারোটা বাজবে এবং তার সাথে সাথে ভিন্ন কিছুর যোগ ঘটবে, তাই যা করার সাবধানের সাথে করতে হবে। কথায় বলে না, অতি বুদ্ধিমানের কপালে দুঃখের পানি বেশী থাকে। কারন বুদ্ধির ব্যবহার সকল ক্ষেত্রে করা যাবে না, মাঝে মাঝে বুদ্ধি রেখে কুবুদ্ধির ব্যবহার করতে হবে, যেটাকে সহজেই বলে চিকন বুদ্ধি, হি হি হি।

তাহলে আসুন সেই রকম চিকন বুদ্ধির একটা কবিতার শুনায় আপনাদের। হ্যা, এটা পহেলা বৈশাখের দিন ডিসকর্ডের মাঝে দুষ্টমির ছলে লিখেছিলাম, কোন রকম এডিট ছাড়াই সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মাঝে মাঝে হয়তো কবিতার লেখার পর সেটাকে পুনরায় এডিট করতে হয় এবং আরো একটু সাজিয়ে উপস্থাপন করতে হয়, কিন্তু আজকে সেটা করছি না, কারন মজা মানেই মজা সেটা যে রকমই হোক না কেন। চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-


rose-bud-g5f3a4dd16_1920.jpg

পান্তা খেয়ে আলতো করে
বউ যখন বলবে মোরে
ইলিশটা নয়তো পদ্মার
এই সব কিনে আনবে না খবরদার।

ভয়ে ভয়ে অনুভূতির ডরে
বাজারের ব্যাগ হাতে আবার
ছুটতে হবে ইলিশ কিনতে
কি দরকার বাপু, এসব করার?

পান্তা ইলিশ নেইকো দরকার
বাঙালী বাবু পুনরায় সাজার
এমনি আছি বেশ আছি
ম্যানি ব্যাগে ভালোবাসা রাখি।

বুঝে শুনে কি দরকার
আগুনে হাতখানা পুড়ার?
সংসারে শান্তি চাইলে বৈশাখে
সুক্ষ্ম ভাবে পান্তা-ইলিশ যাও এড়িয়ে।

গরম ভাতে পানি ছেড়ে
ইলিশের বারোটা বাজিয়ে
সকাল সকাল বাঙালির মুখোশ পড়ে
সিরিয়ালে দাঁড়ায় ভণ্ডামি করতে।

এক দিনের বাঙালী যারা
মুখোশের আড়ালে ভিন্ন তারা
ব্যবহারে নেইতো বাঙালিয়ানা
বৈশাখের সাজ সজ্জায় তারাই নেতা।

আমি বাপু, খাঁটি অতি হৃদয়ে বাংলা পুষি
পান্তা-ইলিশ, ভালোবাসার মমতায় রাখি
বৈশাখ ছাড়া, পুরো বছর জুড়ে মিষ্টিভাষি
হৃদয়ের গভীরে, বাংলাকে আঁকড়ে বাঁচি।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বউ ও নাই ইলিশ মাছ কেনার ও টেনশন নাই হা হা হা। অনেক সুন্দর লিখেছেন ভাইয়া, একদম পুরোপুরি ভিন্ন ধরনের কবিতা ছিল। পান্তা ইলিশ নিয়ে এমন সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

বাহ কি দারুণ সমীকরণ, বউ নাই ইলিশও নাই হি হি হি, ভালোতো ভালো না।

 last year 

বৈশাখের কবিতা সবারটা পড়েছি একরকম কিন্তু আজ আপনারটা পড়লাম একটু ভিন্নরকম।ভিন্ন রকম হলেও আমার কাছে মনে হচ্ছে আপনার কথাগুলো সম্পূর্ণ বাস্তব। আসলে এই বৈশাখ পালন করা কি উপলক্ষ করে মানুষ ভালোর চাইতে খারাপ কাজগুলি বেশি করছে। যে কাজগুলোর আসলেই আদৌ কোন ভিত্তি নেই। আপনার কবিতার মাধ্যমে আপনি খুব চমৎকারভাবে হালকা ঝালাই করে দিয়েছেন হাহাহা।

 last year 

আরে একই রকম হলে হারিয়ে যাওয়ার ভয় আছে তো, তাই একটু ভিন্ন রকম করেছি যাতে সবাই সহজে চিনতে পারে, হা হা হা।

বুদ্ধির ব্যবহার সকল ক্ষেত্রে করা যাবে না, মাঝে মাঝে বুদ্ধি রেখে কুবুদ্ধির ব্যবহার করতে হবে, যেটাকে সহজেই বলে চিকন বুদ্ধি, হি হি হি।

তবে তাই হোক আজ থেকে।😁

হাফিজ ভাই আমি আপনার কবিতার এমনি খুব বড় একজন ফ্যান। মাঝেমধ্যে আপনার কবিতা পড়ার চেষ্টা করি।

পান্তা খেয়ে আলতো করে
বউ যখন বলবে মোরে
ইলিশটা নয়তো পদ্মার
এই সব কিনে আনবে না খবরদার।

আমার মনে হয় হাফিজ ভাইয়ের সাথে এরকম কিছু একটা ঘটে গেছে। না হলে এরকম একটা সিরিয়াস কবিতা কি করে বের হলো মাথা দিয়ে। হা হা হা..

 last year 

হা হা হা, আরে ভাই এই সব তো কমন ব্যাপার, কতো যে ধরা খাইছি খুশি মনে ইলিশ কিনে বাড়িতে এসে মিষ্টি ভাষায় বউয়ের জারি হজম করেছি, হি হি হি।

 last year 

কবিতাটা একটু সহজ ভাষায় লেখায় পড়তে সুবিধা হল । কারন বেশিরভাগ সময়ই আপনার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত ভর করে বসেন, আর এত কঠিন ভাষায় লেখেন অর্ধেক মানে বুঝতে পারি না।তবে ওই কোয়ালিটির লেখা সবার হাত থেকে বেরোয় না।এই গরমে বাবা বেশ কয়েকদিন ধরে ইলিশ ইলিশ করছিল। আমি বললাম,"আর কিছুদিন যাক,বর্ষা আসুক তখন তোমাকে পদ্মার ইলিশ খাওয়াবো।"
আর বৈশাখে পান্তার সাথে ইলিশ ভাজা সত্যি এক লোভনীয় কম্বিনেশন। দারুন হয়েছে কবিতাটি।

 last year 

হুম, তবে কঠিন হলেও দাঁত কিন্তু ভাঙ্গে না, এই ব্যাপারে এখনো কোন মামলা খাইনি কিন্তু, হি হি হি।

 last year 

তা তো বটেই। আপনি ভালো লেখেন দাদা। সেই ব্যাপারে সন্দেহ নেই।এ ভাবেই বাংলা সাহিত্য এবং কাব্যকে পুষ্ট করে যান।

 last year 

পান্তা ইলিশ নেইকো দরকার
বাঙালী বাবু পুনরায় সাজার
এমনি আছি বেশ আছি
ম্যানি ব্যাগে ভালোবাসা রাখি।

ভাইয়া কবিতার লাইনগুলো দিয়ে বেশ ভালই কথা বলেছেন। কি লাভ আমাদের একদিনের পান্তা আর ইলিশ বাবু হয়ে। বরং বাংঙালি সস্কৃতিকে নিজের ভিতর আগলে ধরাই হলো প্রকৃত বাঙালির কাজ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62182.25
ETH 2437.70
USDT 1.00
SBD 2.61