আবেগের কবিতা || বিষন্ন মন || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

lost-g08071320f_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন এবং অতীতগুলোকে সযত্নে আগলে রেখেছেন। আসলে মাঝে মাঝে অতীতের মায়াগুলো বড্ড বেশী বিষন্ন করে দেয় হৃদয়, অতীতের যন্ত্রনাগুলো বড্ড বেশী নির্জীব করে দেয় মন। কিন্তু তবুও আমাদের অতীতগুলোকে আগলে রাখতে হয়, অতীতের যন্ত্রণাগুলোকে সাথে নিয়ে এগিয়ে যেতে হয়। প্রতিটি মানুষের জীবনে এ রকম কিছু অতীত থাকে, তার প্রভাব বর্তমান সময়টাকেও দারুণভাবে প্রভাবিত করে থাকে, কিছু কিছু অতীত থাকে এ রকম যা কোনভাবেই জীবন হতে মুছে ফেলা যায় না, যা সময়ে অসময়ে হৃদয়ের ক্ষতগুলোকে জাগ্রত করে তোলে। না এটা শুধুমাত্র কবির ভাষা না, মানুষের হৃদয়ে থাকা যন্ত্রনাগুলোর ছায়া।

দেখুন মাঝে মাঝে আমাদের নিরব থাকতে ভালো লাগে, মাঝে মাঝে আমাদের অবচেনত মনে আবোল তাবোল কল্পনা করতে ভালো লাগে। কারন মনটা মাঝে মাঝে বড্ড বেশী অবুঝ হয়ে যায়, মনের আকাংখাগুলো বার বার অতীতের দিনগুলোতে ফিরে যেতে চায়। আসলে সুযোগ পেলে মন অন্য কিছুর মাঝে ডুবে যেতে চায়, অতীতের মায়াগুলোর মাঝে ফের চঞ্চলতা খুঁজে বেড়ায়। কারন মনটা এই রকমই ফেলে আসা দিনগুলোর মাঝে ভুল করা বিষয়গুলোকে নিয়ে বার বার ভাবতে চায়, নতুন করে সুযোগ ফিরে চায় ক্ষতগুলোকে ঠিক করার এবং ভুলগুলোকে মুছে ফেলার। কিন্তু অতীত শুধু অতীত হিসেবেই থেকে যায়, পেছনে ফেরার সুযোগ দেয় না আর।

অতীতের মায়া কিংবা ক্ষতের ছায়া, ভিন্ন অনুভূতির মাধ্যমে এবং কবিতার ছন্দে তা প্রকাশের চেষ্টা করেছি আজ। যদিও কবিতার বিষয়ে বরাবরের মতো আমি খুবই দুর্বল, কিন্তু তবুও চেষ্টা করেছি ছন্দের সাথে অর্থের সংযোগ রাখার। আশা করি পূর্বের কবিতাগুলোর মতো আজকের কবিতাটিও আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি কেন? চলুন কবিতাটি পড়ে দেখি-

teddy-g2b67a5098_1920.jpg


জীবনের যন্ত্রণাগুলোর আস্ফালন
অন্ধকারে ঢেকে দেয় হৃদয়ের আকাশ,
তারার আলোয় নিজেকে খোঁজার
ব্যর্থ প্রয়াসে অনুসক্ত হৃদয় নিরাশ।

আহা হৃদয়, বড্ড বেশী কাঁদায়
নিরবে ক্ষতগুলোর মাঝে আলোড়ন,
মেঘলা আকাশে মেঘের কান্নায়
ভিজে যাওয়া মাটির নরম আবরণ।

ফিরে যাওয়ার পথগুলো বন্ধ এখন
অতীতের মায়াগুলো স্মৃতির এ্যালবাম,
যদি পারিতাম মায়াগুলোকে জড়িয়ে ধরিতাম
হৃদয়ের উষ্ণতায় আলিঙ্গন করিতাম।

আহা ভালোবাসা, বড্ড বেশী আবেগী
ব্যকুলতায় ডুবে যাওয়া হৃদয়ের তরী,
বিশাল সমুদ্রে ঢেউ জাগানো ঝড়ে
অব্যক্ত অনুভূতি হারায় গভীরে।

শঙ্কিত মনে জাগায় ভয়ের কম্পন
অস্থিরতায় লুকায় ব্যর্থতার আবরণ,
যদি সাঁতার কেটে তীরে উঠিতে পারিতাম
ভালোবাসার মমতায় যতনে রাখিতাম।

বিষাদের ছোঁয়ায় হৃদয় ভাঙ্গার গান
আড়ালে হারায় র্নিলিপ্ত মন,
এপার ওপার উভয় তীরে বর্ষার ঢেউ
যন্ত্রণাগুলোর ভাগ নেয় না কেউ।

আহা অতীত, ক্ষতগুলোর বিবর্ণ রং
হারানোর শোকে বিকৃত মলিন মন,
অভিমানে পাথর স্বপ্নগুলো ম্লান
অবসন্ন হৃদয়ে জমে যাওয়া শিহরণ।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png

Leader Banner-Final.png

break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

সত্যিই ভাইয়া, অতীতের কিছু স্মৃতি কখনো মুছে ফেলা যায় না।ভালো স্মৃতিগুলো মনে পড়লে আনমনে আনন্দ দেয়,আর দুঃখভরা স্মৃতিগুলো আরো যন্ত্রণা দেয় কিন্তু মুছে ফেলা যায় না।

আহা ভালোবাসা, বড্ড বেশী আবেগী
ব্যকুলতায় ডুবে যাওয়া হৃদয়ের তরী,
বিশাল সমুদ্রে ঢেউ জাগানো ঝড়ে
অব্যক্ত অনুভূতি হারায় গভীরে।

কিছু অতীত না ফেরাই ভালো।ভালোবাসা আবেগী হয়েই বেঁচে থাকে মানুষের মনে।খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া, ভালো লাগলো পড়ে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আহা হৃদয়, বড্ড বেশী কাঁদায়
নিরবে ক্ষতগুলোর মাঝে আলোড়ন,
মেঘলা আকাশে মেঘের কান্নায়
ভিজে যাওয়া মাটির নরম আবরণ।

প্রত্যেকটি মানুষের জীবনে অতীত বড় আবেগপ্রবণ। আমরা হয়তো চাইলেও অতীতে ফিরে যেতে পারি না। আসলে অতীতের স্মৃতিগুলো আজ বড় বেশি অসহায়। হয়তো মাঝে মাঝে অতীত বড় বেশি কাঁদায়। আর হৃদয়ের মাঝে সৃষ্টি করে হৃদয়ের রক্তক্ষরণ। হয়তো হৃদয়ের কান্না কেউ দেখে না। কিন্তু মেঘলা আকাশের ঝরে পড়া বৃষ্টি সবাই দেখতে পায়। বৃষ্টি নিজের কষ্ট গুলোকে মাটির বুকে ঝরিয়ে দেয়। কিন্তু হৃদয়ের কান্না হৃদয়ের মাঝে সবসময় আলোড়ন সৃষ্টি করে। বরাবরের মতো আজকেও আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।♥️♥️♥️

 2 years ago 

কিন্তু অতীত শুধু অতীত হিসেবেই থেকে যায়, পেছনে ফেরার সুযোগ দেয় না আর।

অতীতের কাটানো মুহুর্ত সবাই মিস করে। অতীতে যাওয়ার কোনো সুযোগ থাকলে আমি মনে করি সবাই অতীতে তাদের স্মৃতির খোঁজে যেতো। অতীতকে ভুলা সম্ভব না। অতীতের সুখ কিংবা দুঃখের স্মৃতি সব সময় আমাদের সাথে ছায়ার মতো থাকে তবে আমরা তা পরিবর্তন করতে পারি না। ভাই আপনার কবিতাগুলো খুবই ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 2 years ago 

আসলে ভাইয়া আপনি কবিতা লিখতে দুর্বল, কে বলেছে। আপনি এখন আর দুর্বল নেই, আপনি এখন প্রফেশনাল কবিদের মতো কবিতা লেখেন। আপনার কবিতার ভাষা গুলো সত্যিই অসাধারণ। আজকের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার প্রতিটা লাইন এবং ভাষার অনেক মিল রয়েছে। সত্যিই অসাধারণ কবিতা লিখেছেন ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এপার ওপার উভয় তীরে বর্ষার ঢেউ
যন্ত্রণাগুলোর ভাগ নেয় না কেউ।

প্রথমেই ধন্যবাদ জানাই আপনার এত সুন্দর বাস্তবতা কেন্দ্রিক একটি কবিতার রচনার জন্য।
আপনার এই কবিতার মধ্যে আমি জীবনের বাস্তবতা কে খুজে পেয়েছি, তাই কবিতাটি বারবার পড়ার মধ্য দিয়ে জীবনের কিছু স্মৃতি কে স্মরণ করে ভবিষ্যৎ ভাবনার মধ্যে হারিয়ে গেলাম কিছুটা সময়ের জন্য। সত্যি বাস্তবতা বড়ই কঠিন।

 2 years ago 

আহা অতীত, ক্ষতগুলোর বিবর্ণ রং
হারানোর শোকে বিকৃত মলিন মন,
অভিমানে পাথর স্বপ্নগুলো ম্লান
অবসন্ন হৃদয়ে জমে যাওয়া শিহরণ।

এই শেষের চার লাইন আমার কাছে দারুন লাগলো কিন্তু হঠাৎ এই বিষন্ন কবিতা লেখার কারণ কি বুঝলাম না। মনটা খারাপ হলই বা কেন। শুভকামনা সব সময় আপনার জন্য।

 2 years ago 

শঙ্কিত মনে জাগায় ভয়ের কম্পন
অস্থিরতায় লুকায় ব্যর্থতার আবরণ,
যদি সাঁতার কেটে তীরে উঠিতে পারিতাম
ভালোবাসার মমতায় যতনে রাখিতাম।

বরাবরের মতোই ঐ কবিতার আগের লেখনি টুকুই বেশি ভালো লাগল। অতীত কখনো আমাদের হাসায় আবার কখনো ভাবায় আবার কখনও বা কাঁদায় বলেন তো ভাই অতীত ছাড়া কী বাঁচা যায়। কবিতা টা দারুণ লিখেছেন ভাই। দিনে দিনে কবিতার উপর নিজের দক্ষতার প্রমাণ দিচ্ছেন।।

 2 years ago 

বেশ ভালো লেগেছেন ভাইয়া।আপনার বরাবরই অনেক সুন্দর হয়।আজকেও কবিতাটা ও বেশ সুন্দর।চাইলেই অতীতকে ভুলা যায় না।

আহা হৃদয়, বড্ড বেশী কাঁদায়
নিরবে ক্ষতগুলোর মাঝে আলোড়ন,
মেঘলা আকাশে মেঘের কান্নায়
ভিজে যাওয়া মাটির নরম আবরণ।

খুব সুন্দর লাইনগুলো।ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

অতীতের স্মৃতি, অতীতের ক্ষত, অতীতের মায়া নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।

আহা ভালোবাসা, বড্ড বেশী আবেগী
ব্যকুলতায় ডুবে যাওয়া হৃদয়ের তরী,
বিশাল সমুদ্রে ঢেউ জাগানো ঝড়ে
অব্যক্ত অনুভূতি হারায় গভীরে।

বিশেষ করে কবিতার এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44