সবুজ প্রকৃতির আড়ালের অনুভূতি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতের শীতল উষ্ণতায়, চারপাশের সতেজ ও সজীব প্রকৃতির সাথে ভালো ও সুন্দর সময় উপভোগ করছেন। শীতের সজীব প্রকৃতির সাথে, সূর্যের মিষ্টি রোদের লুকোচুরি দারুণভাবে উপভোগ করছেন। আহ! শৈশবের সেই স্মৃতিগুলো এখনো দারুণভাবে আকৃষ্ট করে, কি দারুণ ও সুন্দর সময় উপভোগ করেছি আমরা। ভোরের শীতল পরিবেশ উপেক্ষা করে, খালি পায়ে সবুজ ঘাষের শিশির মাড়িয়ে, কত হৈ হুল্লোর করেছি, সময়গুলোকে কত দারুনভাবে উপভোগ করেছি। আর বর্তমান প্রজন্ম হয়তো কোনদিনও সেই বিষয়গুলোর স্বাদ খুঁজে পাবে না।

কারন তাদের সীমানা আবৃত্ত শুধুমাত্র নানা ধরনের স্মার্ট ডিভাইসে। এর বাহিরেও যে একটা দুনিয়া আছে, প্রকৃতির দারুন সজীবতা বলতে কিছু আছে, যেখানে হৈ হুল্লোর করা যায় না, সীমাহীন আনন্দের দারুণ কিছু খুঁজে পাওয়া যায়, যা শুধুমাত্র হৃদয়কে পরিতৃপ্ত করে না বরং হৃদয়ের চঞ্চলতা দারুণভাবে বাড়িয়ে দেয় এবং সময়ের সাথে সঠিক বিষয়টি উপভোগ্য করে তোলে। বাস্তবতা সত্যি অনেক বেশী কঠিন ও নির্মম, সেটা বর্তমান প্রজন্মকে না দেখলে হয়তো মেনে নিতে আমরা কিছুটা দ্বিধায় পড়ে যেতাম, কিন্তু না সেটা এখন অনেক বেশী সহজ হয়ে গেছে আমাদের কাছে।

IMG_20240405_101531.jpg

শীতের প্রকৃতি কিছুটা ভিন্ন থাকে কারন কুয়াশার কারনে প্রকৃতি সর্বদা দারুণ সজীবতা নিয়ে ফুটে উঠে না বরং মাঝে মাঝে কিছুটা নির্জীব এবং নিস্তেজও হয়ে থাকে। কিন্তু যখন আবার সূর্যের মিষ্টির আলোর কিরণ তাদের উপর পতিত হয় তখন আবার দারুণ চঞ্চলতা নিয়ে সজীবতা ছড়াতে শুরু করে। তবে শীতের এমন প্রকৃতি ও পরিবেশ কিন্তু আমার কাছে দারুণ লাগে। কারন শীতকালীন সবজিগুলোর দারুণ ফলন এবং সেগুলোর সুবাসিত ঘ্রাণ দারুণভাবে ‍মুগ্ধ করে দেয়।

IMG_20240405_101548.jpg

IMG_20240405_101550.jpg

সবুজ প্রকৃতির সাথে খেটে খাওয়া মানুষগুলোর সন্ধি এবং শীতের শীতলতা উপেক্ষা করে কৃষি জমিতে কাজ করার দারুণ প্রচেষ্টা, এই দৃশ্যগুলো গ্রামীন পরিবেশে না গেলে যেমন দেখা যায় না ঠিক তেমনি হৃদয়ের অনুভূতি দিয়ে সেগুলো উপভোগও করা যায় না। এই মানুষগুলোর অক্লান্ত এই পরিশ্রম এবং দেশ ও দশের জন্য এমন কষ্ট করার বিষযটি সত্যিই আমরা কখনোই উপলব্ধি করতে পারি নাই আর হয়তো কোন দিনও পারবো না, এটাও নির্মম বাস্তবতা।

IMG_20240405_101536.jpg

IMG_20240405_101552.jpg

কারন সমাজের এই মানুষগুলো সব সময়ই সুবিধা বঞ্চিত থাকে এবং নানাভাবে সমাজে তারা অবহেলিত থাকে। আমরা তো নানাভাবে নানা বিষয়ে আরাম আয়েশে ব্যস্ত থাকি। জিনিষ পত্রের দাম বা মূল্য বৃদ্ধিতেও আমাদের তেমন কোন সমস্যা হয় না বরং সমস্যা হয় এই সকল মানুষগুলোর, কারন দ্রব্যমূল্য বৃদ্ধিতেও তাদের ইনকাম বাড়ে না বরং তারা আরো বেশী বঞ্চিত হয়ে থাকে, কি নিদারুণ সমীকরণ। সবুজের সাথে সুন্দর কিছু আমরা ঠিক উপভোগ করি কিন্তু এই মানুষগুলোর কষ্ট কখনো উপলব্ধি করতে পারি না।

IMG_20240405_101609.jpg

IMG_20240405_101613.jpg

তারিখঃ এপ্রিল ০৫, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

সবুজের সজীবতা মানুষকে সব সময় মুগ্ধ করে দেয়।সত্যি ভাইয়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য দেখলে মন প্রাণ জুড়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

প্রকৃতি সব সময় সুন্দর ৷ তবে শীতের প্রকৃতি একটু বেশিই সুন্দর ৷ এই সবুজ শীতল প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যিই মুগ্ধ করে দেয় ৷ বর্তমান প্রজন্ম ডুবে আছে অন্য জগতে ৷ প্রকৃতি এই স্বাদ পেলে হয়তো তাদের আমাদের সবার জন্য সমাজে ভালো কিছু বয়ে নিয়ে আসতো ৷ যাই হোক , সবুজ প্রকৃতির এই ছবি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ মন প্রাণ জুড়ে গেলো..৷

 14 hours ago 

শীতের পরিবেশটা আমার কাছেও ভীষণ ভালো লাগে। ছোটবেলায় কত আনন্দ করেছি শীতকে কেন্দ্র করে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতাম গ্রামের। খালি পায়ে হেঁটে যেতাম বহু দূর। খালি পায়ে হাঁটার মজাই আলাদা ছিল। কিন্তু এখনের ছেলে মেয়েরা সেই আনন্দ খুঁজে পায় না বললেই চলে। আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্য গুলো অসাধারণ হয়েছে।

 13 hours ago 

আসলেই ভাই আমাদের দেশের কৃষকেরা সবসময়ই অবহেলিত। তাদের কষ্টের মূল্য কেউ দেয় না। কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রচুর পরিশ্রম করে থাকে। কারণ আমাদের দেশে তো কৃষিকাজের জন্য তেমন উন্নত কোনো মেশিন নেই। কিন্তু বাহিরের দেশের কৃষকদের বেশ মূল্যায়ন করা হয়ে থাকে। পাশাপাশি তারা তুলনামূলকভাবে ততটা পরিশ্রমও করে না। কারণ তারা কৃষিকাজের জন্য উন্নত মেশিন ব্যবহার করতে পারে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.25
JST 0.038
BTC 97262.35
ETH 3392.76
USDT 1.00
SBD 3.02