ব্যায়াম করুন, সুস্থ থাকুন (SuperWalk এপস ব্যবহারের এক সপ্তাহের স্ক্রিনশট)

in আমার বাংলা ব্লগ14 days ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি অনুভূতি শেয়ার করতে।

ব্যায়াম করুন, সুস্থ থাকুন (SuperWalk এপস ব্যবহারের এক সপ্তাহের স্ক্রিনশট):

বন্ধুরা,আপনারা অনেকেই জানেন সুপার ওয়াক অ্যাপ সম্পর্কে।অর্থাৎ @rex-sumon দাদা এটার অনেকগুলো টিউটোরিয়াল শেয়ার করেছেন আমাদের সঙ্গে ,সত্যি বলতে প্রথমত এটাই আমিসহ অনেকেই তেমন গুরুত্ব দেয়নি।তখন বিষয়টি অনেক জটিল মনে হচ্ছিলো কিন্তু এখন মনে হচ্ছে এটা খুবই ভালো একটি অ্যাপ।যেটার মাধ্যমে আমরা হাঁটাহাঁটি করার মাধ্যমে ব্যয়াম করতে পারি আর ব্যায়ামের মাধ্যমে ওয়াক টোকেন ইনকাম করতে পারি।

IMG_20241219_141352.jpg

পোষ্ট লিংক

IMG_20241225_223500.jpg

পোষ্ট লিংক

আমি চেষ্টা করছি রেগুলার সুপার ওয়াক অ্যাপ ব্যবহার করার জন্য।আর আমি মনে করি প্রত্যেকেরই এটা করা উচিত, যাইহোক সুমন দাদা এটা নিয়ে সপ্তাহে একটি করে পোষ্ট শেয়ার করতে বলেছিলেন।কিন্তু আমি কিভাবে পোষ্ট করবো ঠিক বুঝতে পারছিলাম না।তারপরও চেষ্টা করেছি এক সপ্তাহের স্ক্রিনশট নিয়ে এটি সম্পর্কে পোষ্ট লেখার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য।আমি সুপার ওয়াক অ্যাপের হোম পেইজ থেকে স্টেপের স্ক্রিনশটগুলি নিয়ে পোষ্টের নিচে কমেন্ট বক্সে শেয়ার করার পর প্রতিদিন ডিলিট করে দিই সেইজন্য চেষ্টা করেছি পোষ্টের লিংকগুলিও শেয়ার করার জন্য নিচে।

IMG_20241219_205035.jpg

পোষ্ট লিংক

IMG_20241221_013259.jpg

পোষ্ট লিংক

IMG_20241221_215004.jpg

পোষ্ট লিংক

আমি চেষ্টা করি প্রতিনিয়ত একটু হলেও হাঁটাহাঁটি করার জন্য।তবে যেদিন ইউনিভার্সিটি যাই সেদিন একটু বেশিই হাঁটাহাঁটি করা পড়ে।যাইহোক আপনারাও হাঁটাহাঁটি, লাফালাফি কিংবা দৌড়ের মাধ্যমে এই টোকেন সংগ্রহ করতে পারেন।তারপর এটা দিয়ে ডলার কিনে সু কিনতে পারেন।এছাড়া আমাদের সকলের সুস্থ থাকাটা জরুরি।কিন্তু বর্তমানে আমরা একটু বেশিই অলস হয়ে পড়ছি।তার জন্য এই সুপার ওয়াক অ্যাপটি কিন্তু দারুণ কার্যকরী।আমাদের কমিউনিটির অনেকেই এতে যুক্ত হয়েছেন আর যারা যুক্ত হননি তারাও দ্রুত যুক্ত হয়ে যান।।

IMG_20241223_011858.jpg

পোষ্ট লিংক

IMG_20241224_062723.jpg

পোষ্ট লিংক


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 14 days ago 

আপনি তো দেখছি বেশ হাঁটাহাঁটি করেছেন। হাঁটাহাঁটি করা আমাদের শরীরের জন্য উপকার। দিদি আপনি ঠিক বলেছেন ব্যায়াম করুন নিয়মিত সুস্থ থাকুন। আপনার জন্য শুভ কামনা রইল।

 13 days ago 

হুম, তা একটু হাঁটাহাঁটি করা পড়ে ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

টাস্ক প্রুফ:

GridArt_20241228_060719490.jpg

 13 days ago 

গত এক সপ্তাহ আমিও হেটেছি। কিন্তু কেন জানি নিজের স্কিনশট গুলো ঠিক মত নেওয়া হয়ে উঠেনি। তাই আপনার মত করে শেয়ার করতে পারলাম না। আশা করি আগামী সপ্তাহ থেকে শুরু করতে পারবো। আপনার হাটার মূহূর্ত দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু।

 9 days ago 

আপু,পরবর্তীতে স্কিনশটগুলো নিয়ে রাখার চেষ্টা করবেন অবশ্যই।ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

আপু আপনি দেখতেছে ভালই হাঁটাহাঁটি করেছেন। আসলে হাঁটাহাঁটি করলে শরীরের জন্য ভালো হয়।ওয়াক টোকেন এর মাধ্যমে আমরা লাভবান হব। আর সকল স্বাস্থ্যের মূল হচ্ছে ব্যায়াম। ব্যায়াম করলে আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে। ভালো লাগলো আপনার সুপার ওয়াক টোকেন পোস্ট দেখে।

 9 days ago 

ঠিক বলেছেন,আসলেই এটি লাভবান প্রজেক্ট বলে মনে হচ্ছে।ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটি করা কিংবা ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের সুস্থ থাকা অনেক বেশি দরকারি। আপু আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আপনার অ্যাক্টিভিটিস দেখেও ভালো লাগলো।

 9 days ago 

আপনার সঙ্গে আমিও সহমত আপু, ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 93381.31
ETH 3241.02
USDT 1.00
SBD 6.96