"প্রকৃতির কিছু আলোকচিত্র"(পটল ও আঙ্গুর ফলের ক্ষেত)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম "প্রকৃতির কিছু আলোকচিত্র" নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন দেখে নেওয়া যাক---

লাঙল ও গরু দিয়ে জমি চাষ

IMG-20220728-WA0000.jpg

IMG-20220728-WA0007.jpg

IMG-20220728-WA0006.jpg
লোকেশন

বন্ধুরা, বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম।উদ্দেশ্য ছিল মিস্ত্রি কাকুর বাড়ি যাওয়া।আমাদের বাড়ি থেকে 2 পা হেঁটে পিচ রাস্তায় পুলের উপর উঠতেই দেখতে পেলাম সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য।লাঙল ও গরু দিয়ে জমি চাষ করছে একজন কৃষক।পূর্বে এই ধারা যুগ যুগ ধরে অব্যাহত ছিল কিন্তু আধুনিকতার দৌলতে হারিয়ে গেছে লাঙল ও হালের গরু দিয়ে জমি চাষ করা।তখন গরুদের নিজের পুত্র সন্তানের মতো করে মানুষ করা হতো।খুবই কষ্ট হতো গরুদের।যাইহোক আমাদের গ্রামে এখনো এই প্রথার ব্যবহার কখনো কখনো দেখা যায়।

পটল ক্ষেত

IMG-20220728-WA0005.jpg

IMG-20220728-WA0004.jpg
লোকেশন

বন্ধুরা, কিছুদিন আগে আমি সকালের দিকে আমার দাদার সঙ্গে মিস্ত্রি কাকু বাড়ি গিয়েছিলাম একটি কাজে।আমাদের বাড়ি থেকে মিস্ত্রি কাকুদের বাড়ি 4 কিলোমিটার দূরে।যাইহোক আমাদের স্টেশন রেখে হাইওয়ের রাস্তা পার হয়ে সাইকেল করে কাকুদের বাড়ি গিয়ে দেখি কেউ বাড়ি নেই।কিন্তু কাকু সুন্দর একটি আঙ্গুর ফলের বাগান করেছেন।যদিও এখনও তাতে ফল আসেনি।তাছাড়া পাশে আরো কয়েকটি পটলসহ বিভিন্ন সবজি ক্ষেত ছিল।তাই কয়েকটি ছবি তুলে বাড়ি ফিরে আসলাম।

IMG-20220728-WA0002.jpg

পটল গাছগুলোকে মাঝারি আকারের বাঁশের খুঁটি ও উপরে জাল দিয়ে মাচান করে দেওয়া হয়েছে।যাতে পটল গাছগুলো খুঁটি বেয়ে উঠে বিস্তৃত হতে পারে।আমি এই প্রথম পটল গাছ দেখলাম।পটল গাছ লতানো টাইপের হয় এবং মাচাতে পটল ঝুলে থাকলে ভারী সুন্দর দেখতে লাগে।

আঙ্গুর ক্ষেত ও চলন্ত ট্রেন

IMG-20220728-WA0001.jpg

IMG-20220728-WA0003.jpg
লোকেশন

এটি হলো আঙ্গুর গাছ।বেশ বড় বড় পাতা হয় এবং লতানো গাছ হয়।কাকুর বাড়ির গাছ বেশ বড়।তবে পাশেই মাঠে সারি সারি ক্ষেত বিভিন্ন সবজির ।চারাগুলো বেশ ছোট সাইজের।সবে গাছগুলোকে বাঁশের খোটা পুঁতে অবলম্বন করে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।প্রত্যেক খোটার নিচে একটি করে চারা গাছ।ভারী ভালো লাগছিল দেখতে আমার কাছে এই প্রকৃতি।মাঠের ঠিক গা ঘেষে কর্ড লাইনের ট্রেন চলাচল করে।এই সময় ও একটি রেল/ট্রেন ধিক ধিক-----আওয়াজে চলে গেল ওই দূর দিয়ে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আমার। বিশেষ করে আঙ্গুর এর ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পটল ও আলু ক্ষেতের ফটোগ্রাফি দারুন হয়েছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। প্রকৃতির সবুজ শ্যামল সৌন্দর্য দেখলে মন ভরে ওঠে। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

দিদি নমস্কার আশা করি ভালোই আছেন?
খুব সুন্দর একটি উপহার দিলেন সত্যি গ্রামের কৃষক অনেক পরিশ্রম করে এসব ফসল ফলায় ৷গরু ও লাঙল দিয়ে হাল চাষ আজ অনেক দিন পর দেখলাম ৷
খুব ভালো লাগলো ধন্যবাদ দিদি ভালো থাকবেন

 2 years ago 

হ্যা দাদা,ভালো আছি।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য, আপনি ও ভালো থাকবেন।

 2 years ago 

একদম গ্রামীন পরিবেশের কিছু ফটোগ্রাফি দেখলাম আপনার কাছ থেকে, খুবই চমৎকার লাগলো গ্রামীণ পরিবেশ গুলোকে খুব কাছ থেকে দেখতে পেলাম, দিদি আমরা দুজনে কিন্তু সেই মডেলের ডিভাইস ইউজ করি 😁

 2 years ago 

দিদি আমরা দুজনে কিন্তু সেই মডেলের ডিভাইস ইউজ করি 😁

হ্যাঁ ভাইয়া,তবে আপনার ডিভাইসে রেডমির আগে কিছু একটা যুক্ত আছে।যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

Thank you.

 2 years ago 

প্রকৃতির কিছু আলোকচিত্র

প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে পটল ক্ষেতের সাথে ট্রেন চলে যাওয়ার ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন আঙ্গুরে যে পরিমাণে বাজার মূল্য রয়েছে তাতে আমি মনে করি আঙ্গুর চাষিরা অনেক ভালোভাবেই লাভবান হতে পারবে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া,আপনার সুমতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সবজি বাগানের ফটোগ্রাফি দেখতে বেশ ভালই লাগছে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুমন্তব্যের জন্য।

 2 years ago 

আঙ্গুর গাছ আসলে কখনো দেখা হয়নি, আপনার এই পোষ্টের মাধ্যমে দেখেছি খুব ভালো লেগেছে। এছাড়া আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন সবগুলোই অনেক বেশি সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন আমাদের মাঝে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68828.89
ETH 3759.62
USDT 1.00
SBD 3.43