"নতুন বছরের শুভেচ্ছা জানাতে দুই অতিথি পুশের আগমন"
নমস্কার
নতুন বছরের শুভেচ্ছা জানাতে দুই অতিথি পুশের আগমন:
কোথা থেকে শুরু করবো এবং কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না!
প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা💐💐।নতুনকে করতে হবে সাদরে গ্রহণ আর পুরাতনকে মারতে হবে ছুড়ে।তো বন্ধুরা, আমরা কি সত্যিই পারি পুরাতনকে একেবারেই বাদ দিতে নাকি ছুড়ে ফেলতে? হয়তো জীবনের কিছু কালো অধ্যায় আমরা মুছে ফেলতে চাই আর কিছু ভালো স্মৃতি সঙ্গে নিয়ে বাঁচতে চাই সারাটা জীবন।প্রত্যেক বছর তাই আমাদের জীবনের ভালো ও খারাপকে কেন্দ্র করেই।তো আমি আজ নতুন-পুরাতন বছরের তুলনা বা সমালোচনা করতে একেবারেই আসেনি।আমরা প্রত্যেকেই নতুন বছরে ভালো কিছু করার একটা প্রতিজ্ঞাবদ্ধ হই নিজ মনে।কিন্তু দিনশেষে কয়েক দিনের ব্যবধানে সেই একই পথে ফিরে যাই বা একঘেয়েমি পথেই হাঁটতে থাকি।তাই চলুন এই গন্ডিবদ্ধ জীবন থেকে একটু বের হয়ে আসি,শুরু করি নতুনভাবে পথ চলা।যদিও মুখে বলা সহজ কাজে করা বেশ কঠিন,তবে আমরা সবাই চেষ্টা করে দেখতে পারি আর চেষ্টা করিও।যাইহোক নতুন বছর সকলের ভালোভাবে এবং সুস্থভাবে কাটুক,পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে কাটুক সেটাই প্রত্যাশা করি।সব বাঁধা পেরিয়ে আমরা এগিয়ে যাবো সামনের দিকে---।
বছরের শেষ দিন মঙ্গলবার।আমার বাড়ি অনেকগুলো পোষ্য বিড়াল রয়েছে অনেকেই জানেন, তেমনি আমার বাড়ির মেয়ে বিড়াল মিনি।যে এই নিয়ে তিনবার মা হয়েছে,যদিও আগের বাচ্চাগুলোর ছবি রয়েছে গ্যালারিতে ফোনের।কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি তবে করবো কোনো এক সময়ে,যাইহোক একেবারেই প্রথম বাচ্চাটি আমি রেখে দিয়েছিলাম।দ্বিতীয় বাচ্চাটি একজনকে দিয়েছিলাম কিন্তু তারা ব্যর্থ হয়েছে দায়িত্ব পালনে।যাইহোক আমাদের ইচ্ছা ছিল মিনিকে অপারেশন করিয়ে নিতে যাতে ভবিষ্যতে আর বাচ্চা না হয়।ফলে মিনি সুস্থ থাকবে নাহলে বারবার মা হওয়ার জন্য মিনির শরীর খুবই ভেঙে পড়বে ধীরে ধীরে।কিন্তু আমাদের মিনি যেহেতু দেশি বিড়াল তার উপরে পশু হাসপাতাল অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে আর অপারেশন করতে অনেক খরচ তাই বাদ দিলাম পরিকল্পনা।
মিনির পেটে বেবি রয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই হবে।কিন্তু ঠিক কবে হবে সেটা আমরা জানি না, তবে মনে হচ্ছিলো কয়েক দিন পর হবে।মিনি গতদিন সকাল থেকে খুবই অস্বস্থিবোধ করছিলো, ছটফট করে বারবার ওদের বাথরুমে যাচ্ছিলো।বাবা ও দাদা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে গিয়েছেন।বাড়িতে মা ও আমি তাই সব কাজ আমাদেরকেই সামলাতে হচ্ছে।দিনের বেলা একদম সময় পাই না নিজেদের জন্য, তো আমি ফ্রেস হয়ে সবে যখন পূজা দিতে বসেছি সন্ধ্যাবেলা।তখন বাচ্চার আওয়াজ সঙ্গে মিনির সঙ্গে মিনির প্রথম বাচ্চা লিও এর লড়াই মশারির এপাশ আর ওপাশ।লিও ভেবেছে ইঁদুরের বাচ্চা হয়েছে বলে ডাকাডাকি করছে মনে হয়।আমি তো কাছে যেতেই অবাক,মিনি তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের রক্ষা করতে আমার ব্ল্যাংকেটের উপর নিয়ে তুলেছে।বলুন তো কি এক কান্ড!যদিও বিড়াল পোষা খুব একটা সহজ বিষয় নয়, খুবই ধৈর্য্যের ব্যাপার।যাদের ধৈর্য্য রয়েছে তারাই বিড়াল পুষতে পারে।প্রথমে তো দেখে ভেবেছিলাম দুটি বাচ্চার মধ্যে একটি মনে হয় হলুদ রঙের হয়েছে।
এরপর কাগজের পুরো বাক্সের ব্যবস্থা করলাম দ্রুত,আগের কাগজের বাক্সগুলি নষ্ট হয়ে গিয়েছে।যদিও এই কাগজের বাক্সটি একটু ছোট তারপরও শীতকাল বলে বাঁচা।যাইহোক সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে কম্বল বিছিয়ে সুন্দর থাকার জায়গা করে দিলাম মিনি ও তার বাচ্চাগুলিকে।একটি বাচ্চা তো চেঁচিয়ে মাথায় তুলছে আর একটি বাচ্চা নীরব প্রকৃতির।তবে মজার বিষয় হচ্ছে, আজ সকালে বাচ্চাগুলো দেখতেই আমি অবাক! হলুদ রঙের বাচ্চা উধাও হয়ে সাদা রঙের বাচ্চাতে পরিণত হয়েছে।☺️☺️আর বাচ্চাগুলো কি সুন্দর কিউট লাগছে দেখতে।বছরের শেষ দিন এই দুই বেবি পুশের জন্ম হয়ে যেন 2024 সালকে বিদায় জানিয়ে নতুন বছরের সূচনা করেছে।যেটা আমার কাছেও এক অন্যরকম ভালোবাসার অনুভূতি।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
নতুন বছরে এই দুই নতুন পুষের জন্ম সকলের জন্য সৌভাগ্য বয়ে আনুক। পুষ এমনিতেই আমাদের স্বপ্নের প্রজেক্ট। তারমধ্যে এই জীবন তো দুই পুষকে দেখে খুব ভালো লাগছে। তবে তুমি ঠিক কথাই বলেছ। আমরা পুরনোকে ছুঁড়ে ফেলে দিতে পারি না।
আপনার এত সুন্দর মন্তব্য পড়ে সত্যিই অনেক ভালো লাগলো, নতুন বছর সকলের খুব ভালো কাটুক।ধন্যবাদ দাদা।
অনেক অনেক ভালো লাগলো আপনার এই পোষা প্রাণীর বাচ্চা দেখে। আমাদের বাড়িতে বেশ অনেকগুলো বিড়াল আসা-যাওয়া করে কিন্তু নির্দিষ্ট ভাবে পোষা নয়। দোয়া করি বিড়াল ছানা গুলো যেন বেঁচে থাকে এবং সুস্থ অবস্থায় হাসি আনন্দ দিয়ে রাখতে পারে।
ঠিক বলেছেন, আমরা চাই প্রত্যেকটি প্রাণী যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।ধন্যবাদ আপু।
অনেক অনেক ভালো লাগলো বিড়ালের বাচ্চার জন্ম নেওয়ার বিষয় জানতে পেরে। ইতোমধ্যে 2025 সাল। আশা করা যায় বিড়ালের বাচ্চা বেঁচে থাকবে এবং এই বছরের মধ্যে অনেক বড় হয়ে যাবে। এগুলো মনে করতে পারেন বাসার এক নতুন অতিথি। বাসাতে বিড়াল থাকলে ভালো। অনেক উপকারে আসে।
আসলেই নতুন অতিথি ,এইজন্যই তো শেয়ার করলাম ও আনন্দকে ভাগ করে নিলাম।ধন্যবাদ ভাইয়া।