"নতুন বছরের শুভেচ্ছা জানাতে দুই অতিথি পুশের আগমন"

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি অনুভূতি শেয়ার করতে।

নতুন বছরের শুভেচ্ছা জানাতে দুই অতিথি পুশের আগমন:

কোথা থেকে শুরু করবো এবং কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না!
প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা💐💐।নতুনকে করতে হবে সাদরে গ্রহণ আর পুরাতনকে মারতে হবে ছুড়ে।তো বন্ধুরা, আমরা কি সত্যিই পারি পুরাতনকে একেবারেই বাদ দিতে নাকি ছুড়ে ফেলতে? হয়তো জীবনের কিছু কালো অধ্যায় আমরা মুছে ফেলতে চাই আর কিছু ভালো স্মৃতি সঙ্গে নিয়ে বাঁচতে চাই সারাটা জীবন।প্রত্যেক বছর তাই আমাদের জীবনের ভালো ও খারাপকে কেন্দ্র করেই।তো আমি আজ নতুন-পুরাতন বছরের তুলনা বা সমালোচনা করতে একেবারেই আসেনি।আমরা প্রত্যেকেই নতুন বছরে ভালো কিছু করার একটা প্রতিজ্ঞাবদ্ধ হই নিজ মনে।কিন্তু দিনশেষে কয়েক দিনের ব্যবধানে সেই একই পথে ফিরে যাই বা একঘেয়েমি পথেই হাঁটতে থাকি।তাই চলুন এই গন্ডিবদ্ধ জীবন থেকে একটু বের হয়ে আসি,শুরু করি নতুনভাবে পথ চলা।যদিও মুখে বলা সহজ কাজে করা বেশ কঠিন,তবে আমরা সবাই চেষ্টা করে দেখতে পারি আর চেষ্টা করিও।যাইহোক নতুন বছর সকলের ভালোভাবে এবং সুস্থভাবে কাটুক,পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে কাটুক সেটাই প্রত্যাশা করি।সব বাঁধা পেরিয়ে আমরা এগিয়ে যাবো সামনের দিকে---।

IMG_20250101_141209.jpg

বছরের শেষ দিন মঙ্গলবার।আমার বাড়ি অনেকগুলো পোষ্য বিড়াল রয়েছে অনেকেই জানেন, তেমনি আমার বাড়ির মেয়ে বিড়াল মিনি।যে এই নিয়ে তিনবার মা হয়েছে,যদিও আগের বাচ্চাগুলোর ছবি রয়েছে গ্যালারিতে ফোনের।কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি তবে করবো কোনো এক সময়ে,যাইহোক একেবারেই প্রথম বাচ্চাটি আমি রেখে দিয়েছিলাম।দ্বিতীয় বাচ্চাটি একজনকে দিয়েছিলাম কিন্তু তারা ব্যর্থ হয়েছে দায়িত্ব পালনে।যাইহোক আমাদের ইচ্ছা ছিল মিনিকে অপারেশন করিয়ে নিতে যাতে ভবিষ্যতে আর বাচ্চা না হয়।ফলে মিনি সুস্থ থাকবে নাহলে বারবার মা হওয়ার জন্য মিনির শরীর খুবই ভেঙে পড়বে ধীরে ধীরে।কিন্তু আমাদের মিনি যেহেতু দেশি বিড়াল তার উপরে পশু হাসপাতাল অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে আর অপারেশন করতে অনেক খরচ তাই বাদ দিলাম পরিকল্পনা।

IMG_20241231_180317.jpg

মিনির পেটে বেবি রয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই হবে।কিন্তু ঠিক কবে হবে সেটা আমরা জানি না, তবে মনে হচ্ছিলো কয়েক দিন পর হবে।মিনি গতদিন সকাল থেকে খুবই অস্বস্থিবোধ করছিলো, ছটফট করে বারবার ওদের বাথরুমে যাচ্ছিলো।বাবা ও দাদা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে গিয়েছেন।বাড়িতে মা ও আমি তাই সব কাজ আমাদেরকেই সামলাতে হচ্ছে।দিনের বেলা একদম সময় পাই না নিজেদের জন্য, তো আমি ফ্রেস হয়ে সবে যখন পূজা দিতে বসেছি সন্ধ্যাবেলা।তখন বাচ্চার আওয়াজ সঙ্গে মিনির সঙ্গে মিনির প্রথম বাচ্চা লিও এর লড়াই মশারির এপাশ আর ওপাশ।লিও ভেবেছে ইঁদুরের বাচ্চা হয়েছে বলে ডাকাডাকি করছে মনে হয়।আমি তো কাছে যেতেই অবাক,মিনি তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের রক্ষা করতে আমার ব্ল্যাংকেটের উপর নিয়ে তুলেছে।বলুন তো কি এক কান্ড!যদিও বিড়াল পোষা খুব একটা সহজ বিষয় নয়, খুবই ধৈর্য্যের ব্যাপার।যাদের ধৈর্য্য রয়েছে তারাই বিড়াল পুষতে পারে।প্রথমে তো দেখে ভেবেছিলাম দুটি বাচ্চার মধ্যে একটি মনে হয় হলুদ রঙের হয়েছে।

IMG_20250101_141205.jpg
এরপর কাগজের পুরো বাক্সের ব্যবস্থা করলাম দ্রুত,আগের কাগজের বাক্সগুলি নষ্ট হয়ে গিয়েছে।যদিও এই কাগজের বাক্সটি একটু ছোট তারপরও শীতকাল বলে বাঁচা।যাইহোক সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে কম্বল বিছিয়ে সুন্দর থাকার জায়গা করে দিলাম মিনি ও তার বাচ্চাগুলিকে।একটি বাচ্চা তো চেঁচিয়ে মাথায় তুলছে আর একটি বাচ্চা নীরব প্রকৃতির।তবে মজার বিষয় হচ্ছে, আজ সকালে বাচ্চাগুলো দেখতেই আমি অবাক! হলুদ রঙের বাচ্চা উধাও হয়ে সাদা রঙের বাচ্চাতে পরিণত হয়েছে।☺️☺️আর বাচ্চাগুলো কি সুন্দর কিউট লাগছে দেখতে।বছরের শেষ দিন এই দুই বেবি পুশের জন্ম হয়ে যেন 2024 সালকে বিদায় জানিয়ে নতুন বছরের সূচনা করেছে।যেটা আমার কাছেও এক অন্যরকম ভালোবাসার অনুভূতি।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

টাস্ক প্রুফ:

GridArt_20250101_225812697.jpg

IMG_20250101_225846.jpg

 3 months ago 

নতুন বছরে এই দুই নতুন পুষের জন্ম সকলের জন্য সৌভাগ্য বয়ে আনুক। পুষ এমনিতেই আমাদের স্বপ্নের প্রজেক্ট। তারমধ্যে এই জীবন তো দুই পুষকে দেখে খুব ভালো লাগছে। তবে তুমি ঠিক কথাই বলেছ। আমরা পুরনোকে ছুঁড়ে ফেলে দিতে পারি না।

 3 months ago 

আপনার এত সুন্দর মন্তব্য পড়ে সত্যিই অনেক ভালো লাগলো, নতুন বছর সকলের খুব ভালো কাটুক।ধন্যবাদ দাদা।

 3 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার এই পোষা প্রাণীর বাচ্চা দেখে। আমাদের বাড়িতে বেশ অনেকগুলো বিড়াল আসা-যাওয়া করে কিন্তু নির্দিষ্ট ভাবে পোষা নয়। দোয়া করি বিড়াল ছানা গুলো যেন বেঁচে থাকে এবং সুস্থ অবস্থায় হাসি আনন্দ দিয়ে রাখতে পারে।

 3 months ago 

ঠিক বলেছেন, আমরা চাই প্রত্যেকটি প্রাণী যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।ধন্যবাদ আপু।

 3 months ago 

অনেক অনেক ভালো লাগলো বিড়ালের বাচ্চার জন্ম নেওয়ার বিষয় জানতে পেরে। ইতোমধ্যে 2025 সাল। আশা করা যায় বিড়ালের বাচ্চা বেঁচে থাকবে এবং এই বছরের মধ্যে অনেক বড় হয়ে যাবে। এগুলো মনে করতে পারেন বাসার এক নতুন অতিথি। বাসাতে বিড়াল থাকলে ভালো। অনেক উপকারে আসে।

 3 months ago 

আসলেই নতুন অতিথি ,এইজন্যই তো শেয়ার করলাম ও আনন্দকে ভাগ করে নিলাম।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.031
BTC 84536.61
ETH 1588.78
USDT 1.00
SBD 0.78