স্বরচিত কবিতা: "প্রতিবাদ-ই একমাত্র জবাব"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।গরমে শরীর একেবারে নাজেহাল অবস্থা,তার উপরে দেশের পরিস্থিতি ভালো নয়।যখন তখন যা কিছু ঘটতে পারে,যাইহোক আজ তারপরও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
আমরা চাই শান্ত পরিবেশ,শান্তির দেশ
যেখানে থাকবে আমাদের পূর্ন স্বাধীনতা,
কিন্তু কখনো বয়ে চলা উত্তাল হাওয়া
এলোমেলো করে দেয় সুন্দর পরিবেশটা।
গুটিকতক পিপীলিকা পিল পিল করে
হেঁটে চলে দেশ মাতৃকার উপর দিয়ে,
বারেবারে চিমটি কেটে আক্রমণ করে
তবুও এ মাটির সন্তানরা মেনে নেয় দুস্টুমি।
বাড়িয়ে দেয় সাহায্যের দুই হাত অকাতরে
কিন্তু আর নয়,সব সহ্যের বাঁধ ভেঙেছে,
ধৈর্য্যেরা গিয়েছে মাটিতে মিশে--
অনেক তাজা প্রাণ হারিয়েছে ভ্রমনের সাক্ষী হয়ে।
সময় হয়েছে,যুদ্ধের দাবানল জ্বালিয়ে দেওয়ার
যেখানে প্রতিবাদ-ই একমাত্র জবাব,
আমাদের ছোট্ট জীবন হবে অনেক কিছুর সাক্ষী
করোনার মতো মহামারী থেকে শুরু করে --
প্রতিবাদের অগ্নিশিখা ছড়িয়ে যাবে শত্রুর প্রান্তবর্তী।
সবকিছু শান্ত হোক দ্রুত,
ফিরে যাক সেই সুন্দর মুহূর্তে--
ভোরের সূর্য জেগে উঠুক সজীব ও প্রাণবন্ত হয়ে ।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে পাল্টে যাওয়া পরিস্থিতিকে কেন্দ্র করে।যেখানে আমরা শান্তি চাই,স্বাধীনতা চাই কিন্তু ডাঙ্গা নয়।তবে শত্রুদের জব্দ করতে কখনো প্রতিবাদ করাটাও আবশ্যক।তো এই ভাবনাতেই লিখে ফেললাম ছোট্ট একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
প্রতিবাদ-ই একমাত্র জবাব

যেখানে থাকবে আমাদের পূর্ন স্বাধীনতা,
কিন্তু কখনো বয়ে চলা উত্তাল হাওয়া
এলোমেলো করে দেয় সুন্দর পরিবেশটা।
গুটিকতক পিপীলিকা পিল পিল করে
হেঁটে চলে দেশ মাতৃকার উপর দিয়ে,
বারেবারে চিমটি কেটে আক্রমণ করে
তবুও এ মাটির সন্তানরা মেনে নেয় দুস্টুমি।
বাড়িয়ে দেয় সাহায্যের দুই হাত অকাতরে
কিন্তু আর নয়,সব সহ্যের বাঁধ ভেঙেছে,
ধৈর্য্যেরা গিয়েছে মাটিতে মিশে--
অনেক তাজা প্রাণ হারিয়েছে ভ্রমনের সাক্ষী হয়ে।
সময় হয়েছে,যুদ্ধের দাবানল জ্বালিয়ে দেওয়ার
যেখানে প্রতিবাদ-ই একমাত্র জবাব,
আমাদের ছোট্ট জীবন হবে অনেক কিছুর সাক্ষী
করোনার মতো মহামারী থেকে শুরু করে --
প্রতিবাদের অগ্নিশিখা ছড়িয়ে যাবে শত্রুর প্রান্তবর্তী।
সবকিছু শান্ত হোক দ্রুত,
ফিরে যাক সেই সুন্দর মুহূর্তে--
ভোরের সূর্য জেগে উঠুক সজীব ও প্রাণবন্ত হয়ে ।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1920525310312771879
https://x.com/green0156/status/1920525592572682412
https://x.com/green0156/status/1920526587843207361
Upvoted! Thank you for supporting witness @jswit.
টুইটার লিংক
যারা কবিতা লেখে তারাই জানে কবিতার ছন্দ মিলাতে কত কঠিন সময় লাগে। আপনার এই কবিতার নামের মধ্যেই যেন হাজার জবাব লুকিয়ে আছে। তাছাড়া আপনার কবিতার প্রত্যেকটি লাইন পড়ে বেশ ভালো লাগলো। আপনাকে সব সময় দেখি কোন না কোন কবিতা আমাদের মাঝে শেয়ার করেন। আজকের এই কবিতাটিও শেয়ার করেছেন খুব সুন্দর করে।
আসলেই কবিতা লেখা বেশ কঠিন, ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর হয়েছে আপনার আজকের এই কবিতা৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালোই লেগেছে৷ একই সাথে এখানে কবিতার লাইনর সামজ্ঞস্যতা আপনি খুবই সুন্দর হবে বজায় রেখেছেন৷ এখানে এই কবিতা যখন আমি পড়ছিলাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনার অনুপ্রেরণামূলক মতামত পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।