"কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast month (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি সম্পূর্ণ ভিন্নধর্মী ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি:

ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।তাছাড়া চেষ্টা করছি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য।তাইতো যখনই সুন্দর কিছু চোখে পড়ে তখনই ছুটে যাই প্রকৃতির কাছে ফটোগ্রাফি করতে।আজ শেয়ার করবো-"কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: 1

IMG_20240922_214736.jpg

এটা হচ্ছে ঘাসফড়িং।ছোটবেলায় এই ঘাসফড়িং দেখে আমরা তার ঘর বুনতাম পাতি দিয়ে।এটি সবুজ রঙের কলমি পাতা এবং ঘাস খেতে পছন্দ করে।ঘাসফড়িং অনেক প্রজাতির ও রঙিন রয়েছে।কিন্তু এই ঘাসফড়িংগুলি পাতার রঙের সঙ্গে মিশে থাকে।যেমন এটি কলমি পাতা খাচ্ছে পুকুরের কিনারায়।

ডিভাইস: poco m2
লোকেশন

আলোকচিত্র: 2

IMG_20240922_214529.jpg

ডিভাইস: redmi note 10 pro max
লোকেশন

এটি হচ্ছে গেরুয়া রঙের গাঁদা ফুল।এই গাঁদা ফুলগুলি মাঠে চাষ করা হয়েছে।যেদিন এই ফুলের ক্ষেতের ছবি তুলেছিলাম গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিলো।বড় গাদা ফুলগুলির চাহিদা সারাবছর বাজারে লেগেই থাকে।সেক্ষেত্রে ফুল চাষ করা খুব লাভজনক।তাছাড়া ফুলগুলি একটুখানি যত্নেই একের পর এক ফলন দিতেই থাকে।

আলোকচিত্র: 3

IMG_20240922_214517.jpg

আমাদের এখানে ধান চাষের পাশাপাশি ফুল চাষও করা হয় সারাবছর জুড়ে।তবে গাঁদা ফুল বেশি চাষ করা হয়।যাইহোক হলুদ বড় গাঁদা আমার কাছেও খুবই ভালো লাগে দেখতে।আমি এই বছর কিছু গাঁদা ফুল গাছের চারা লাগানোর চেষ্টা করেছি।সবুজ প্রকৃতির মাঝে লাল লাল ফুল ধরে রয়েছে।

আলোকচিত্র: 4

IMG_20240922_214647.jpg

আমাদের বারমাসি আম যখন ছোট ছিল তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম।সেই আম সাইজে তেমন বেড়ে না উঠলেও পাক ধরে পড়ছিলো।যদিও অসময়ের আমের ভিতরে কালার চলে আসলেও আমের গায়ের রং সবুজ থেকে যায়।

আলোকচিত্র: 5

IMG_20240918_195303.jpg

এটা হচ্ছে আমাদের গাছের কামরাঙ্গা।এটিও কলমের এবং নার্সারি থেকে কিনে আনা হয়েছে।এই কামরাঙাগুলি সাইজে অনেক বড় হয়।কাঁচা অবস্থায় টক লাগে কামরাঙ্গা খেতে তবে পেকে গেলে মিষ্টি হয়।আমি অবশ্য কামরাঙা দিয়ে দুটি রেসিপি শেয়ার করে ফেলেছি।

আলোকচিত্র: 6

IMG_20240922_214627.jpg

এগুলো হচ্ছে হাইব্রিড ওল।এই ওল ইলিশ মাছের সঙ্গে রেসিপি তৈরি করলে দারুণ সুস্বাদু খেতে লাগে।তাছাড়া ওলগুলি অনেকটাই বড় হয়ে থাকে।আমাদের ওলগুলি যদিও খুব একটা বড় হয়নি।তবে এগুলো তোলার পর এর গায়ে খুবই কাঁদা ছিল।যেগুলো আমার বাবা সব নিজ হাতে পরিষ্কার করেছেন এবং এটা করতে ভীষণ-ই কষ্ট করতে হয়েছে তাকে।যাইহোক তারপর যখন একেবারেই পরিষ্কার করে বস্তা পেতে তার উপরে সাজিয়ে রাখছিলো তখন মানুষের মস্তিষ্কের ব্রেনের মতো দেখতে লাগছিলো যেন।

আলোকচিত্র: 7

IMG_20240917_202750.jpg

মেঘলা আকাশ আর গুড়িগুড়ি বৃষ্টিতে সবুজ রঙের বিস্তৃত ফসলের ক্ষেত দেখতে ভালোই লাগে।ফসলের মাঠের ঠিক একফালি অংশে রাস্তার পাশেই গাঁদা ফুলের চাষ করা রয়েছে।এমন দিনে মেঘলা আকাশের সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে ফুল ও সবুজ প্রকৃতি উপভোগ করার আনন্দটাই আলাদা।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2 এবং redmi note 10 pro max
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 last month 

আপনি আজকে অসাধারন কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন। অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে কামরাঙ্গা দেখতে পেলাম। ছোট বেলায় অনেক কামরাঙ্গা খেতাম এখন আর খাওয়া হয় না তেমন।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুন ছিল । ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ এবং ভীষণ সুন্দর হয়েছে। সবুজ ঘাসফড়িং এর ছবি এবং গাঁদা ফুল গুলির ফটোগ্রাফি অন্যতম সেরা। সবুজ ক্ষেতের ছবিটি দেখে মনে হচ্ছে সেখানে দু'দণ্ড গিয়ে বসি। সব মিলিয়ে সকাল সকাল একটি দারুন পোস্ট দেখলাম।

 last month 

হলুদ এবং কমলা দুইটা গাদা ফুলআ চমৎকার সুন্দর লাগছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টাও বেশ সুন্দর করেছেন আপু। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last month 

চমৎকার ভাবে রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। যেখানে আম ফুল ঘাসফড়িং থেকে শুরু করে বিভিন্ন কিছু ফটো ধারণ করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। সব মিলে বেশি দারুণ ছিল আপনার আজকের এই পোস্ট।

 last month 

আপনি আর যাই বলেন না কেন আপু ফটোগ্রাফীগুলো কিন্তুু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সময় এবং যত্ন সহকারে ফটোগ্রাফিগুলো করেছিলেন তা দেখেই বোঝা যাচ্ছে। আপনার এই প্রাকৃতিক ফটোগ্রাফিগুলো প্রত্যেকটি আমার কাছে ভালো লেগেছে তার মধ্যে সবচাইতে বেশি ভালো লেগেছিল গাঁদা ফুল এবং কামরাঙ্গার ফটোগ্রাফিটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে দিদি।খুব নিখুত ভাবে প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুবই সুন্দর ফটোগ্রাফি। সবচাইতে বেশি সুন্দর মনে হয়েছে আমের ফটোগ্রাফি গুলো। এসব ফটোগ্রাফি সকলের কাছে খুবই পছন্দ হবে। তবে কিছু সময় দেখা যায় ফটোগ্রাফি গুলা আমরা একটু অন্যরকম ভাবে করতে চাই। যাই হোক আশা করি আগামীতে আরো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করবেন ধন্যবাদ

 last month 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বিশেষ করে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে ঘাসফড়িং এর ফটোগ্রাফি টা ধারণ করতে অনেক কষ্ট করতে হয়েছে তা দেখেই বুঝতে পারা যাচ্ছে। আসলে এই জিনিসটা খুব দ্রুত অন্য জায়গায় উড়ে চলে যায় তাই ধারণ করা অনেক কষ্ট হয়ে যায়।

 last month 

আপনাদের ওখানে ধান চাষের পাশাপাশি ফুলও চাষ করা হয় জেনে ভালো লাগলো। অনেকগুলো ফুল একসাথে দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। বেশ দারুন হয়েছে আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি। মুগ্ধ হয়ে গেলাম এই ফটোগ্রাফি টা দেখে। শেষের মেঘলা আকাশের ফটোগ্রাফি টাও বেশ দারুন হয়েছে। গাছের কামরাঙ্গা গুলো দেখেও ভালো লাগলো। ধন্যবাদ দিদি দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 69075.42
ETH 2475.71
USDT 1.00
SBD 2.35