আর্ট:"একটি সিম্পল মেহেদি ডিজাইন"

in আমার বাংলা ব্লগ5 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আর আজ ভালো থাকারই দিন কারণ 26-ই মার্চ স্বাধীনতা দিবস।তাই মহান স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে।যাইহোক আজ আমি একটি আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

আর্ট:"একটি সিম্পল মেহেদি ডিজাইন"

IMG_20250326_223845.jpg

যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।আজ সকাল থেকেই ভাবছিলাম কি অঙ্কন করা যায়! তারপর ভাবলাম একটি মেহেদি ডিজাইন অঙ্কন করবো।কারণ সামনে যেহেতু ঈদ আর ঈদের সময় অনেকেই হাতে মেহেদি পড়ে থাকেন, যেমনটা আমরা পূজা কিংবা বিয়ের কোনো অনুষ্ঠানে পড়ে থাকি হাতে।তো আমি সিম্পল একটি মেহেদি ডিজাইন আর্ট করার চেষ্টা করেছি পরিচ্ছন্নভাবে।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250326_223730.jpg

উপকরণ:

1.সাদা কাগজ ও
2.রঙিন বলপেন

IMG_20250326_223611.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250326_223625.jpg
প্রথমে আমি একটি কালো রঙের বলপেন দিয়ে ছোট্ট একটি বিন্দু একে নিয়ে তার চারিপাশে ফুলের ডিজাইন আঁকলাম।

ধাপঃ 2

IMG_20250326_223637.jpg
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 3

IMG_20250326_223701.jpg
এইবারে কিছু পাতার ডিজাইন করে নেব ছোট্ট ফুলের ডিজাইনের লাগোয়া করে।

ধাপঃ 4

IMG_20250326_223713.jpg
এখন ফুলের নিচের দিকে আরো একটি ডিজাইন একে নেব।

ধাপঃ 5

IMG_20250326_223820.jpg
এরপর কালো রঙের বলপেন দিয়ে ডিজাইনটি একে নিয়ে নীল রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20250326_223832.jpg

IMG_20250326_223845.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "একটি সিম্পল মেহেদি ডিজাইন"।যেটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু নীচে মন্তব্যে।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

মেহেদি আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি সুন্দর একটি সিম্পল মেহেদি আর্ট করেছেন। তবে আপনার আর্ট কিন্তু অসাধারণ হয়েছে। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে মেহেদি আর্ট চমৎকার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

হুম ভাইয়া, ছোট ছোট ডিজাইন ফুটিয়ে তুলতে পারলে ভালো লাগে দেখতে হাতেও।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111096.42
ETH 4298.17
USDT 1.00
SBD 0.83