আর্ট:"একটি সিম্পল মেহেদি ডিজাইন"
নমস্কার
আর্ট:"একটি সিম্পল মেহেদি ডিজাইন"
যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।আজ সকাল থেকেই ভাবছিলাম কি অঙ্কন করা যায়! তারপর ভাবলাম একটি মেহেদি ডিজাইন অঙ্কন করবো।কারণ সামনে যেহেতু ঈদ আর ঈদের সময় অনেকেই হাতে মেহেদি পড়ে থাকেন, যেমনটা আমরা পূজা কিংবা বিয়ের কোনো অনুষ্ঠানে পড়ে থাকি হাতে।তো আমি সিম্পল একটি মেহেদি ডিজাইন আর্ট করার চেষ্টা করেছি পরিচ্ছন্নভাবে।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.রঙিন বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি কালো রঙের বলপেন দিয়ে ছোট্ট একটি বিন্দু একে নিয়ে তার চারিপাশে ফুলের ডিজাইন আঁকলাম।
ধাপঃ 2
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 3
এইবারে কিছু পাতার ডিজাইন করে নেব ছোট্ট ফুলের ডিজাইনের লাগোয়া করে।
ধাপঃ 4
এখন ফুলের নিচের দিকে আরো একটি ডিজাইন একে নেব।
ধাপঃ 5
এরপর কালো রঙের বলপেন দিয়ে ডিজাইনটি একে নিয়ে নীল রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।
শেষ ধাপঃ
তো আমার অঙ্কন করা হয়ে গেল "একটি সিম্পল মেহেদি ডিজাইন"।যেটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু নীচে মন্তব্যে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
কমেন্ট লিংক---
https://x.com/green0156/status/1905167025150075334
https://x.com/green0156/status/1905167745240682623
https://x.com/green0156/status/1905169056677904636
https://x.com/green0156/status/1905170159897358573
https://x.com/green0156/status/1905171370956255664
https://x.com/green0156/status/1905202472857284980
মেহেদি আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি সুন্দর একটি সিম্পল মেহেদি আর্ট করেছেন। তবে আপনার আর্ট কিন্তু অসাধারণ হয়েছে। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে মেহেদি আর্ট চমৎকার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হুম ভাইয়া, ছোট ছোট ডিজাইন ফুটিয়ে তুলতে পারলে ভালো লাগে দেখতে হাতেও।ধন্যবাদ আপনাকে।