আমার স্বরচিত কবিতা: "বিপরীত সীমানা"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তো সেই ভালো লাগা থেকেই প্রতি সপ্তাহে আমি একটি করে কবিতা মন থেকে লেখার চেষ্টা করি।আসলে আমি কবিতা কখনো দীর্ঘ করিনা।কারন আমার মনে হয় কবিতা বড় হলেই যে অর্থপূর্ণ হবে এমনটা নয়,ছোট কবিতায় ও বৃহত্তম অর্থ প্রকাশ করা সম্ভব।তাই লিখে ফেললাম একটি কবিতা।

IMG_20230112_180248.jpg
সোর্স

অতীত আমাদের জীবনের ফেলে আসা এক পুরোনো অধ্যায়।যা আমাদের বারবার স্মরণ করতে হয়।একসময় স্মৃতিগুলো হিসাবের খাতায় লিপিবদ্ধ হয়।তবুও ভাবুক মনের মানুষের পথ চলা থেমে থাকে না।অপেক্ষা চলতেই থাকে পুরোনো দিনের মতোই।সুখ-দুঃখ নিয়েই জীবন।আর মানুষের সুখের পিছনে ছুটতে থাকে। কখনো দুঃখেরা আবার সুখকে দেখে পরিহাস করে।কিন্তু মানুষের ভিড়েও ল্যাম্পপোস্টটি দাড়িয়ে থাকে সমস্ত দুঃখ-কষ্টকে আলিঙ্গন করে।তাই বিপরীত বিষয়টি থেকেই যায়। তো এই ভাবনাতেই লিখে ফেললাম কয়েকটি লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে কবিতাটি।তো চলুন শুরু করা যাক---

বিপরীত সীমানা

মনে পড়ে সেদিনের অতীতকে
বিষের অস্থিরতায় পরিপূর্ণ ছিল গ্রাম্য বাড়িখানি,,,
ধুলোয় জমেছিল পুরোনো স্মৃতিরা।
দুস্টু মিষ্টি অভিযোগগুলো ডাকবাক্সে বন্দি
হিসাবের খাতাগুলি বদ্ধ স্মারকলিপি।

তবুও পথচলা আজও থামেনি,
অপেক্ষারা আজও ক্ষান্ত হয়নি
দিন-রাত্রির মায়াজাল কাটিয়ে।
শুধুমাত্র ভালোবাসা পাওয়ার নেশায়---
বেদনারা আর্তনাদ করে ওঠে
বেচারা হৃদয় যন্ত্রনাতে ঘুরে-ফিরে।

কেউ জীবনের সুখ খোঁজে,
কেউবা শীতে ঠক ঠকিয়ে কাঁপে
কেউ আবার দুঃখগুলিকে জানায় চিরবিদায়।
জনমানবের মাঝে মাথা উঁচিয়ে একা
দাঁড়িয়ে থাকে ল্যাম্পপোস্টটি।
সময় বয়ে যায় স্মৃতির পাতায়---
সুখ-দুঃখের এই কঠিন সীমানার মাঝে
আজো তুমি---
কেন বিপরীতে দাঁড়িয়ে ??

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  

the post has been upvoted successfully! Remaining bandwidth: 0%

 2 years ago 

Thank you 💝.

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

আপু আপনার কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো। বিশেষ করে কবিতার শেষের ছন্দ গুলো হৃদয় ছুঁয়ে গেল। কবিতার মাঝে দুইটি বিষয় লক্ষ্য করা যায় একটি হলেও অতীত আরেকটি হল ভবিষ্যৎ। আপনি অতীতকে মনে রেখে ভবিষ্যতের লক্ষ্যে প্রিয়জনকে উদ্দেশ্য করে মনের অনুভূতিগুলো প্রকাশ করেছেন। এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

 2 years ago 

আসলে কবিতা পড়তে আমি ভীষণ ভালোবাসি। আপনি খুবই সুন্দর একটি টপিক নিয়ে আজকের এই কবিতাটি লিখেছেন যা দেখে ভীষণ ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন ছোট কবিতায়ও বৃহত্তম অর্থ প্রকাশ করা সম্ভব। এই কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ ছিল। ভীষণ ভালো লেগেছে মন ছোঁয়া কবিতা ছিল। সত্যি লাইন খুবই সুন্দরভাবে লিখেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু,আমাকে উৎসাহ দেওয়ার জন্য সুন্দর মন্তব্য দ্বারা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44