শৈশবের স্মৃতিচারণে: "ফুল কুড়ানোর মুহূর্ত"

in আমার বাংলা ব্লগ5 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,তাইতো আজ সকাল সকাল চলে আসলাম একটি ভিন্নরকম অনুভূতি নিয়ে।তো চলুন শুরু করা যাক---

শৈশবের স্মৃতিচারণে: "ফুল কুড়ানোর মুহূর্ত"

GridArt_20250602_034642120.jpg

আমরা সবাই ফিরে পেতে চাই আমাদের শৈশবের কিছু সুন্দর মুহূর্তগুলিকে।কিন্তু কিছু মুহূর্ত এমন স্মৃতি হয়ে যায় যেটির সম্মুখীন আমরা দ্বিতীয়বার হতে চাই না।আবার কিছু মিষ্টি স্মৃতি ফিরে পেতে চাই বারেবারে।তবে লোকলজ্জার ভয়ে তা হয়ে ওঠে না, পাছে লোকে কি বলবে এই চিন্তায় থমকে যেতে হয়।কারণ সমাজের মানুষেরা বড়ই অদ্ভুত ও বিচিত্র!!!
এই পৃথিবী যতই না অদ্ভুত তার থেকে বেশি অদ্ভুত মানুষের চিন্তাধারাগুলি।সেই জন্যই তো নিমিষেই সুন্দর পৃথিবীকে এরা কলুষিতও করে ফেলে নিজের চিন্তাভাবনা দিয়ে।যাইহোক একটি মিষ্টি শৈশবের স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নেব।যেটি বারেবারে ফিরে পেতে মন চায় আমাদের।

IMG_20250602_034336.jpg

যখনই ইউনিভার্সিটির প্রথম রবীন্দ্র গেট ঢুকে ভিতরে যাই,তখনই নানা ফুলের গাছ দেখতে পাই।কমবেশি ফুলের সঙ্গে পরিচিত থাকলেও এই আমাদের ইউনিভার্সিটিতে অপরিচিত ও অদ্ভুত সুন্দর কিছু ফুল গাছ রয়েছে।যেগুলো দেখতে অনেক সুন্দর ও গাছগুলো অনেকটাই বড়।সারা গাছতলায় বিছিয়ে থাকে গাড় গোলাপি রঙের ফুলগুলো।মনে হয় দৌড়ে গিয়ে তুলে নিয়ে আসি একমুঠো।কিন্তু সেটা আর হয়ে ওঠে না ,ওই যে বললাম--- লোকলজ্জার ভয়ে।পাছে কে কি বলবে বা ভাববে ,বড় হয়ে গিয়েছি তো? হি হি

IMG_20250602_034406.jpg

IMG_20250602_034424.jpg

সব বাঁধা সরিয়ে লোক সমাজের ভয় কাটিয়ে সেদিন দৌড়ে ছুটে গিয়েছিলাম ওই ফুল গাছতলায়।কত ফুল গাছতলায় বিছিয়ে ছিল, আমি কয়েকটি ছবিও তুলেছিলাম।সঙ্গে আমার বান্ধবী ছিল তাই আমি দুটি ফুল কুড়িয়ে নিয়েছিলাম।তারপর দুজনে ফুল হাতে ছবি তুললাম।আমি মূলত ফুলটিকে কাছ থেকে দেখতে চাইছিলাম তার গঠন ,আকার ও আকৃতি।তবে ফুলটি দেখতে খুবই মিষ্টি হলেও তার কোনো সুগন্ধ ছিল না।আমার বান্ধবী তো ফুলটি মাথায় গুঁজে নিতে চাইলো কিন্তু ক্লাস করতে হবে তাই আর সেটি হলো না।এই ফুলগুলো 6-7 টি পাপড়িযুক্ত,তবে অধিকাংশ ফুলের 6 টি পাপড়ি থাকে।কিন্তু আমি যে ফুলটি হাতে নিয়েছিলাম তার 7 টি পাপড়ি ছিলো।

IMG_20250528_101945.jpg

ফুলের মুকুটগুলি ছিল আরো সুন্দর, তবে যে কয়টি পাপড়ি সেই কয়টি মুকুটের পাশের গঠনগুলো।বেশ একটা যোগসূত্র রয়েছে বুঝলাম।মুকুটটি দেখতে অনেকটাই স্টার চিহ্নের মতো।ছোটবেলায় ভোর হলেই আমি প্রায় বকুল ফুল কুড়াতে যেতুম।যেটি ছিল রাস্তার পাশে,তারপর জামার কোচর ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গেঁথে ঠাকুরের গলায় ঝুলিয়ে দিতাম।পুরো ঘর বকুল ফুলের গন্ধে ছেয়ে যেত।আর এখনও ইচ্ছা করে বকুল ফুল কুড়াতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়।কিন্তু এটি সেই পুরোনো দিনের স্মৃতির মতো,যদিও আমি কিছু সময় এটির তাজা স্বাদ অনুভব করেছিলাম।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 111654.69
ETH 3953.93
USDT 1.00
SBD 0.58