"কৃষ্ণসায়র ফুলমেলা"(ক্যাকটাস উদ্ভিদের ফটোগ্রাফি পর্ব : 10)

in আমার বাংলা ব্লগ16 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

ক্যাকটাস উদ্ভিদের ফটোগ্রাফি পর্ব : 10

GridArt_20250324_073230818.jpg

শীতকাল শেষ হয়ে বসন্তকাল চলছে।তবে শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নিচে শেয়ার করা ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমিও সেই মেলা থেকেই সংগ্রহ করেছি এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ফটোগ্রাফিগুলি,আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক---

ক্যাকটাস উদ্ভিদ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250324_072355.jpg

এটি হচ্ছে ক্যাকটাস উদ্ভিদ।এ জাতীয় উদ্ভিদ খুবই কম যত্নে বেড়ে উঠতে পারে,শুষ্ক স্থানে কিংবা পাথরের মাঝে খুবই ভালোভাবে জন্মে থাকে।এই ক্যাকটাসটি ভীষণই সুন্দর দেখতে ছিল।সবুজ রঙের উপর বিচ্ছুরিত কাঁটাগুলি ছিল হলুদ রঙের।সূচের মতো কাটাগুলির মাঝে হলুদ রঙের অংশটি দেখতে একদম ডিমের কুসুমের মতোই মনে হচ্ছিলো।একেবারেই জমজ লাগছিলো দেখতে।তাছাড়া এগুলো ব্যালকনিতে সাজিয়ে রাখতেও বেশ ভালো লাগে।কিছু সাকুলেন্ট গাছ ক্যাকটাস প্রজাতিরও হয়ে থাকে।

IMG_20250324_072418.jpg

ক্যাকটাসগুলি নানা রঙের ও প্রজাতির রয়েছে।কিছু প্রজাতির ক্যাকটাসের কাঁটাগুলি শক্ত জাতীয় আবার নরম জাতীয় হয়ে থাকে।তবে এই কাঁটাগুলি আবার বিষাক্তও হয়ে থাকে।ক্যাকটাস উদ্ভিদ থেকে যে রস নিঃসৃত হয় সেগুলো অনেকসময় বিষাক্ত হয়ে থাকে।এই ক্যাকটাসটি ছিল দুটি রঙের মিশ্রনে ভিন্ন ধরনের।উপরের দিকে সবুজ রঙের হলেও নিচের দিকটা কেমন মলিন তামাটে রঙের।তবে এর কাঁটাগুলি যেন তারা ফুলের মতো ছিল, এক একটি কাটা বাঁকা পেরেকের মতোই দেখতে লাগছিলো।

IMG_20250324_072642.jpg

যখন আমি বিভিন্ন ধরনের ক্যাকটাস উদ্ভিদের ফটোগ্রাফি করছিলাম,তখন নতুন নতুন ক্যাকটাসের সঙ্গে পরিচিত হচ্ছিলাম।যেগুলো আমার আগে কখনোই সামনাসামনি দেখা হয়নি।তেমনই ছিল এই অদ্ভুত সুন্দর ক্যাকটাসটি।ক্যাকটাসটির নিচের দিকে অনেকটা প্লেইন টাইপের ছিল আর উপরের দিকে ছিল গুচ্ছকারে ছোট ছোট কাঁটাযুক্ত ক্যাকটাসের মেলা।এই ক্যাকটাসগুলিতে কাঁটা কম ছিল আর যতই বড় হয়ে থাকে ততই নিচের দিকে প্লেইন ও উপরের দিকে গুচ্ছাকার ধারণ করে থাকে।

IMG_20250324_072547.jpg

নীল পাথরের মধ্যে সজ্জিত ক্যাকটাসটির পাশ দিয়ে অসংখ্য বেবি ক্যাকটাস জন্ম নিয়েছে।যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো।আর বেবি ক্যাকটাসগুলি দেখে মনে হচ্ছিলো এগুলো এক একটি পাখির বাসা। কিন্তু এতে বেশ কিছু পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছিলো।ধীরে ধীরে বেবি ক্যাকটাসগুলিও বড় হবে।বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাটাগুলিও কমতে থাকবে।

IMG_20250324_072438.jpg

বিভিন্ন ধরনের ক্যাকটাসগুলো দেখতে অদ্ভুত সুন্দর ও সৌন্দর্য্য বৃদ্ধিতে অতুলনীয়।যেমন-- এই ক্যাকটাসটি লম্বা জাতীয়।আর গাড় সবুজ রঙের ক্যাকটাসটির চারিপাশে সাদা রঙের বিন্দুর উপর কাটাগুলি অস্পষ্ট অবস্থায় রয়েছে।যেটা আমাকে মুগ্ধ করেছিলো।

IMG_20250324_072526.jpg

এটি ছোট প্রজাতির ক্যাকটাস।ক্যাকটাসগুলো দেখে মনে হচ্ছিলো যেন, গুচ্ছ গুচ্ছ আঙুর ফল।আর তার উপরে কেউ যেন কাঁটা বসিয়ে রেখেছে।যতই নতুন ক্যাকটাসগুলি দেখছিলাম ততই আলাদা অনুভূতি কাজ করছিলো মনে।

IMG_20250324_072558.jpg

এটি একটি ম্যামন ক্যাকটাস উদ্ভিদ।মরু অঞ্চলের বালি মাটিতে এই ধরনের গাছ বেশি ভালোভাবে জন্মাতে পারে।ক্যাকটাস গাছে অসংখ্য কাটা থাকে তাই সাবধানে হাত দিতে হয়।এই ক্যাকটাস গাছেও প্রচুর পরিমানে কাঁটা ছিল।একটি বড় গাছ থেকে ছোট ছোট ক্যাকটাস গাছ জন্মাতেও দেখা যাচ্ছিলো।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

ক‍্যাকটাস বিভিন্ন ধরনের হয়ে থাকে। এগুলোর অসংখ্য প্রজাতি হয়। ক‍্যাকটাস এর ফটোগ্রাফি গুলো বেশ দারুণ লাগছে। খুবই সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো আপু। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ক‍্যাকটাস এর ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 14 days ago 

আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 75568.71
ETH 1415.84
USDT 1.00
SBD 0.64